মোবাইলে কিভাবে স্টিমিট টেক্স ফিল্ড ফুল পেজে দেখতে পাবো |টিউটরিয়াল |১০% লাজুক-খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

PicsArt_10-18-08.44.04.png

ছালাম/আদাব,

সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশাকরি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

বন্ধুরা,আমাদের যাদের ব্লকচেইনের অধীনে একটি স্টিমিট একাউন্ট আছে।সেই একাউন্টে লগিন করে স্টিমিটে আমরা একটিভ থাকি বা কাজ করি কিছু অর্থ উপার্জন করার জন্য।

এতে আমরা একে অপরের শেয়ার করা কন্টেন্ট বা পোস্ট বা টেক্স ফিল্ড পড়ে মন্তব্য করি বা আপভোট দেই।কিন্তু সেই পোস্টটি পড়তে যদি সমস্যা হয় বা সম্পুর্ণ টেক্সটি বা লেখা গুলো দেখতে না পাই বা পড়তে না পারি,তখন খারাপ লাগাটাই স্বাভাবিক।

আর এই সমস্যাটি হয়ে থাকে সাধারণত এন্ড্রোয়েড ফোন বা স্মার্টফোন বা মোবাইলে।এই সমস্যাটি সমাধান করতে আমার আজকের এই টিউটোরিয়ালটি।

তাহলে আমি আজকে আপনাদের মাঝে যা শেয়ার করতে যাচ্ছি, তা হলো-

মোবাইলে কিভাবে স্টিমিট টেক্স ফিল্ড ফুল পেজে দেখতে পাবো || স্টিমিট টিউটোরিয়াল ||১০% লাজুক-খ্যাঁকের জন্য।

তো শুরু করা যাক-

উপরের ছবিতে আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পোস্টের টেক্সের ডান অংশ দেখা যাচ্ছে না,কেটে গেছে।আমার একটি পোস্টে @saifulraju
ভাই কমন্টে জানিয়েছেন যে,উনি সম্পুর্ণ টেক্সটি দেখতে পাচ্ছেন না।তার সমস্যা সমাধানের লক্ষ্যে আমার আজকের টিউটোরিয়ালটি।

ধন্যবাদান্ত-

@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
হাইস্কুল শিক্ষক।
এলএমএএফ ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার ও ব্লগার।
ছাদবাগান, ফটোগ্রাফ, ভিডিও,জনসেবা ও ভ্রমণ আমার প্রিয় শখ।

এই কন্টেন্টটি সম্পুর্ণ আমার নিজস্ব ও কোথায় থেকে কোন কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা আলোকচিত্র নিয়ে থাকলে তার সোর্স এবং ক্যাপশনকৃত ছবির বর্ণনাসহ লোকেশন দেয়া আছে।

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDauYvSmU5YwaicxdjYVMkYcBBwsZr3sxcuckxrNxavhN3XSs7DQjh44G3hpr9jZrc39uGjaK1T8f6txknsMBeuQSg7W1wxsgtjoYv9iBrGdKD3on9FhF.gif

Sort:  

অনেক সুন্দর একটা টিউটোরিয়াল তৈরি করেছেন। যেটা অনেকেরই অজানা। আমিও আপনার টিউটোরিয়াল পড়ে অনেক কিছু শিখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।ভাই।

 3 years ago 

বিষয়টি আমার বোধগম্য ছিল। তবে এমন অনেকেই আছে যাদের এই বিষয়টি জানার নেই। তাই জন্যে অনেক ভালো একটি পোষ্ট লিখেছেন আপনি। কারন আপনার পোস্ট দেখে অনেকেই এখন পুরো পোস্টটি সুন্দর ভাবে পড়তে পারবে।

 3 years ago (edited)

ঠিক বলেছেন আপনি।সেই জন্যই টিউটোরিয়াল টি শেয়ার করেছি,যাতে অজানা ব্যক্তির উপকারে আসতে পারি।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মতামত ব্যক্ত করার জন্য।

 3 years ago 

এটি একটি শিক্ষনীয় টিউটোরিয়াল। যার মাধ্যমে আমরা আমাদের মোবাইল দিয়ে ব্লগিং সাইট এর সম্পূর্ণ বিষয়বস্তু খুব সহজে দেখতে পারি। শিক্ষণীয় বিষয় শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনার টিউটোরিয়ালটির জন্য ধন্যবাদ, বিষয়টি ভালো ছিলো আজকের। তবে আপনাকে উপস্থাপনটা আরো একটু সুন্দর করার প্রচেষ্টা চালাতে হবে, কারন উপস্থাপন ভালো হতে খারাপ কনটেন্টও অনেক সময় ভালো সাপোর্ট পেতে সক্ষম হয়। ধন্যবাদ বুঝতে পারার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ডেস্কটপ ভিউ অনেক ব্রাউজারেই আছে তবে ক্রোমে ব্যাপারটি অনেক সুন্দর এবং চমৎকার। অনেকেই হয়তোবা মাঝে মাঝে এই সমস্যায় পড়তে পারে। আমিও অনেক সময় পড়েছি এবং এভাবে করেই সমাধান করেছি। ধন্যবাদ সুন্দর একটি টেকনিক শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আপনিও তো অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল দিয়ে থাকেন। ধন্যবাদ আপনাকে মুল্যবান মতামত প্রদানের জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 70135.32
ETH 3789.12
USDT 1.00
SBD 3.77