level-4 হতে আমার অর্জন।@dmaherban||10% shy-fox & 5% abb-school এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
সম্মানিত সকল এডমিন মডারেটর ভাই ও বোনদের প্রতি ভালোবাসা ও প্রাণঢালা অভিনন্দন এবং অন্তরের গভীরতা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি সর্বস্তরের ব্লগার ভাই ও বোনদের প্রতি। যাদের সুন্দর মন্তব্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শত ব্যস্ততার মধ্যেও @level-4 এর অনেক জটিলতম বিষয়গুলোকে অধ্যয়ন করে নিজ হস্তে আপনাদের সামনে লিখিত পরীক্ষার মাধ্যমে উপস্থাপন করতে চলেছি। আশা করি খুব শীঘ্রই এই প্লাটফর্মের স্কুল লেভেল পার করতে চলেছি। তবে যাই হোক না কেন, অনলাইনেও যে প্রফেসরদেরকে সম্মান দিয়ে, শিক্ষকের মর্যাদায় বসানো যায়, তা এখানে না আসলে বুঝতাম না। বিভিন্ন বিষয়ে তাদের সহযোগিতা আমাকে মুগ্ধ করেছেন। এবং একপর্যায়ে এসে মন থেকে কখন যে, সম্মাননার উচ্চ শিখরে বসিয়েছি তা আমি বুঝতেও পারিনি। তাই আবারও আমাদের প্রফেসরগনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনেক ব্যস্ততা ও জটিলতা থাকা সত্ত্বেও লিখিত পরীক্ষা শুরু করলাম👇

IMG-20220811-WA0002.jpg

অনেক বিষয় আলোচনা ও পর্যালোচনা করা হলেও কিছু নির্দিষ্ট বিষয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশ্নপত্র অনুযায়ী যে, বিষয়গুলো উল্লেখকরণ ও সেই সাথে, সঠিক উত্তর এর ক্ষুদ্র প্রচেষ্টা ।👇

০১.প্রশ্ন:P2P কি ...?

P2P হলো Person to Person ট্রান্সফার। অর্থাৎ একজনের একাউন্ট থেকে অন্য একজনের একাউন্টে Steem, SBD এবং TRX ট্রান্সফার করাকে এক কথায় P2P বলা হয়। তবে P2P করা আমার বাংলা ব্লগে করা হলে। তা একজনের একাউন্ট হিসেবে বিবেচনা করা হয়। আমার বাংলা ব্লগে কোন কারণ ছাড়া P2P করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । তবে যদি আমরা কাউকে ডোনেশন দিতে চাই অথবা কাউকে গিফট করতে চাই তাহলে P2P ট্রান্সফার করার সময় অবশ্যই মেমোতে সেটা উল্লেখ করতে হবে।

প্রশ্ন: ০২.P2P এর মাধ্যমে আপনার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

P2P এর মাধ্যমে আমার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে SBD ট্রান্সফার স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলো:

Step-1

1.jpeg

Step-2

2.jpeg

Step-3

3.jpeg

প্রথমে আমাকে এক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগইন করতে হবে। তারপর ওয়ালেটের প্রবেশ করে স্টিম ডলারের পাশে যে ড্রপডাউন চিহ্নটি রয়েছে ওখানে ক্লিক করব এবং ট্রান্সফার সিলেক্ট করব। উপরের স্ক্রিনশট গুলো অনুযায়ী একে একে ইন্টারফেস গুলো আসবে এবং আমি যে মার্ক গুলো দিয়েছি ওই অনুযায়ী কাজ করে যেতে হবে। তাহলে আমাদের SBD ট্রান্সফার সম্পূর্ণ হবে।

৩.প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 STEEM সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

P2P এর মাধ্যমে আমার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 Steem ট্রান্সফার স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলো:👇

Srep-1

1.jpeg

Step-2

4.jpeg

5.jpeg

প্রথমে আমাকে এক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগইন করতে হবে। তারপর ওয়ালেটের প্রবেশ করে Steem এর পাশে যে ড্রপডাউন চিহ্নটি রয়েছে ওখানে ক্লিক করব এবং ট্রান্সফার সিলেক্ট করব। এবং উপরের স্ক্রিনশট গুলো অনুযায়ী একে একে ইন্টারফেস গুলো আসবে এবং আমি যে মার্ক গুলো দিয়েছি ওই অনুযায়ী কাজ করে যেতে হবে। তাহলে আমাদের STEEM ট্রান্সফার সম্পূর্ণ হবে।

৪.প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

P2P এর মাধ্যমে আমার Steemit একাউন্ট থেকে @level4test একাউন্টে 0.001 TRX ট্রান্সফার স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলো:

Step-1

7.jpeg

Step-2

22.png

Step-3

33.png

Step-4

44.png

প্রথমে আমাকে এক্টিভ কী এর মাধ্যমে ওয়ালেটে লগইন করতে হবে। তারপর ওয়ালেটের প্রবেশ করে TRX এর পাশে যে ড্রপডাউন চিহ্নটি রয়েছে ওখানে ক্লিক করব এবং ট্রান্সফার সিলেক্ট করব। এবং উপরের স্ক্রিনশট গুলো অনুযায়ী একে একে ইন্টারফেস গুলো আসবে এবং আমি যে মার্ক গুলো দিয়েছি ওই অনুযায়ী কাজ করে যেতে হবে। তাহলে আমাদের TRX ট্রান্সফার সম্পূর্ণ হবে।

৫.প্রশ্ন: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং তার স্ক্রিনশট শেয়ার করুন।

Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করার স্ক্রিনশর্টটি নিচে দেওয়া হল:

Step-1

01.png

Step-2

02.png

Step-3

03.png

প্রথমে আমাদের প্রাইভেট একটিভ কী দিয়ে ওয়ালেটে লগইন করতে হবে। তারপর উপরের ডানদিকে ক্লিক করে Currency Market এ ক্লিক করব। এরপর Buy স্টিম সেকশনের নিচে Price এর ঘরে আমরা আমাদের পছন্দ মত price সিলেক্ট করব। এবার Total এর ঘরে কত SBD পরিমাণ Steem কিনবো সেটা দেবো। এরপর Buy Steem এ ক্লিক করবো। উপরের স্ক্রিনশট এর মাধ্যমে সমস্ত প্রক্রিয়া আমি একের পর এক দেখিয়ে দিয়েছি।

প্রশ্ন: ৬. Poloniex Exchange Site এ একটি একাউন্ট Create করুন।

Account খোলার জন্য আমাকে প্রথমে poloniex এ যেতে হবে এরপর সাইন আপ এ ক্লিক করতে হবে। এরপর একটা ইমেইল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর সাইন আপ এ ক্লিক করলে ইমেইল এ একটা মেসেজ যাবে। তার পর email এর ইনবক্সে গিয়ে কনর্ফাম করলেই আইডি এক্টিভেট হয়ে যাবে।নিচে সমস্ত প্রক্রিয়াটি স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হল:

001.png

04.jpeg

03.jpeg

05.jpeg

001.png

002.png

01.jpeg

প্রশ্ন: ৭. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

প্রথমে Polonex একাউন্টে লগইন করে নিতে হবে এরপর ওয়ালেটে ক্লিক করতে হবে।

IMG_20220811_002500.jpg

তারপর ডিপোজিট থেকে সার্চ এর মাধ্যমে আমাদের ষ্টিম সিলেক্ট করতে হবে।

IMG_20220811_002739.jpg

এটা সিলেক্ট করার পর একটি মেমো এবং একটি ঠিকানা পাওয়া যাবে

IMG_20220811_002940.jpg

IMG_20220811_003035.jpg

সেই মেমো এবং ঠিকানাটিকে আমাদের অবশ্যই কপি করতে হবে।

তারপর আমাদের পুনরায় ফিরে এসে স্টিম ওয়ালেটে লগইন করতে হবে। এরপর আবার স্টিম থেকে ট্রান্সফার অপশনে যেতে হবে।

IMG_20220811_003327.jpg

এরপর To তে লিখতে হবে কপি করা ঠিকানা এবং অ্যামাউন্ট দিয়ে কপি করা memo পেস্ট করতে হবে।

IMG_20220811_003327.jpg

তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর সব ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করতে হবে।

IMG_20220811_003434.jpg

লেনদেনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা তা দেখতে। প্রথমে আমাদের Polonex এর activity পেইজে স্টিমগুলো প্রথমে Depositing হিসেবে দেখাবে।

IMG_20220811_003703.jpg

প্রশ্ন: ৮. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

প্রথমে Polonex একাউন্টে লগইন করে নিতে হবে এরপর ওয়ালেটে ক্লিক করতে হবে।

IMG_20220811_011440.jpg

তারপর ডিপোজিট থেকে সার্চ এর মাধ্যমে আমাদের TRX সিলেক্ট করতে হবে।

IMG_20220811_011547.jpg

এরপর ডিপোজিট on tron এ ক্লিক করতে হবে। এরপর এড্রেস কপি করতে হবে

IMG_20220811_011654.jpg

তারপর আমাদের steemit ওয়ালেট trx এ গিয়ে ট্রান্সফার এ ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে সুইচ টু tron এ ক্লিক করতে হবে। এরপর কপি করা address টি পেস্ট করব এবং এমাউন্টের ঘরে কত এমাউন্ট trx করবো তা অবশ্যই দেব। এরপর নেক্সট এ ক্লিক করতে হবে।

IMG_20220811_011815.jpg

IMG_20220811_012007.jpg

IMG_20220811_012046.jpg

IMG_20220811_012238.jpg

তাহলে ট্রান্সফার হয়ে যাবে নিচে সমস্ত প্রক্রিয়ায় স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলো যদিও দুই একটা স্ক্রিনশট কম আছে।

প্রশ্ন: ৯.Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

STEEM এর ক্ষেত্রে:

steem 1.jpeg

steem 2.jpeg

TRX এর ক্ষেত্রে:

01.png

02.png

03.png

জনি না ব্যস্ততার মাঝে বিষয়গুলো কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তবে আমি আমার সম্মানিত প্রফেসরগণের বিবেচনায়, আজকের লিখিত পরীক্ষার বিষয়বস্তু গুলো পদার্পণ করলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন
|

ধন্যবাদ
🕵🏾▪️ ▪️ ▪️ ▪️ ▪️ আমার পরিচয় ▪️ ▪️ ▪️ ▪️ ▪️ 🕵🏾

আমি মোঃ মেহেরবান আলী বাসাঃ দিনাজপুর। বর্তমানে থাকি- সৈয়দপুর, নীলফামারী।
বাংলা আমার মায়ের শেখানো ভাষা। সেই মা আর নেই, কিন্তু তার শেখানো ভাষা আমি ব্যবহার করে আমার দেশ বাংলাদেশের মাটিতে বিচরণ করছি ও এই ভাষার মাধ্যমে আমার মনের ভাব সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। তাই এই ভাষা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আমার কাছে আমার দেশ ও আমার বাংলা ভাষা এটি হচ্ছে আমার বেঁচে থাকার চালিকাশক্তি এবং আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার দেশ ও আমার মায়ের ভাষাকে অনেক অনেক বেশি ভালোবাসি।

70165269_2479829478917671_2182751759066202112_n.jpg

271482999_4679632658785881_1215684256941730929_n.gif

Sort:  
 2 years ago 

খুবই খুশি হলাম আপনি লেভেল ফোর এর ভাই ভাই উত্তীর্ণ হয়েছেন জেনে, তবে এই শীট গুলো সহ প্রথম পর্যায়ের সিটগুলো ভালোভাবে পড়ে আপনাকে ভেরিফাইড মেম্বার হওয়ার জন্য লেবেল ৫ এ অংশগ্রহণ করতে হবে। তাই প্রত্যেকটা সিট খুব মনোযোগ সহকারে পড়তে থাকুন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, শুভকামনা ব্যক্ত করার জন্য। ব্যক্তিগতভাবে আপনাকে না চিনলেও। অনলাইন জগতে এত সুন্দর মন্তব্য ও সব সময় পাশে থেকে শুভকামনা ব্যক্ত করি, ব্যক্তিগুলো ধীরে ধীরে, ব্যক্তি জীবনের সাথে পরোক্ষ পরিচিতির মাধ্যমে, ভালোবাসার মানুষ হয়ে ওঠে। এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।

 2 years ago 

লেভেল চার থেকে যে শিক্ষা দেওয়া হয় তার আঙ্গিকে আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন সেটা আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনার ধরন ভালো লেগেছে ভাইয়া পরবর্তী লেভেলের জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করে চিত্তকে, প্রফুল্ল করার জন্য। আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 2 years ago 

আপনি তো দেখছি লেভেল-০৪ অনেক সুন্দর এবং দক্ষতার সাথে সম্পন্ন করেছে। আপনার লেখা আর ধাপ গুলো দেখেই বুঝা যাচ্ছে আপনি ভালই বুঝেছেন। আশা করি পরবর্তি ধাপ গুলো ও ভালই করেই দ্রুত ভেরিফাইড মেম্বার ট্যাগ পেয়ে যাবেন।আপনার জন্য শুভকামনা ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপু, আপনিও তো লেভেল ফর এর ট্যাগ পেয়ে গেছেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা। আপনি অনেক ভাল করতেছেন দক্ষতার সাথে এগিয়ে যান, এই কামনা রইল। আর আপনার এত সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67340.80
ETH 2419.68
USDT 1.00
SBD 2.35