রংপুরের বাণিজ্য মেলা by 🐺 @dmaherban (🧚)
আমি লজ্জিত যে, দীর্ঘদিন অনেক ত্যাগ স্বীকার করে এই প্লাটফর্মে নিয়মিত ক্লাস করে খুঁটিনাটি অনেক বিষয়গুলো আয়ত্ত করে ভেরিফাইড মেম্বার হওয়ার পরেই শুরু হয়ে গেল কর্মব্যস্ততা ও পারিবারিক কিছু ও প্রত্যাশিত অনুভূতি যা হৃদয় ও মনকে দিন দিন ভারাক্রান্ত ও বিষাক্ত করে তুলছে। এমত অবস্থায় অনেক ভালোবাসার এই প্লাটফর্মে আমার অস্তিত্ব ও ভূমিকা একেবারেই নগণ্য। এজন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা প্রার্থী।
শত ব্যস্ততা ও নানা প্রয়োজনে যেতে হয় বিভিন্ন জায়গায়। এর মধ্যে রংপুর জেলা অফিসের কাজে অবস্থানরত অবস্থায়, রংপুরের ডিসি অফিসের পিছনে, রংপুর বাণিজ্য মেলা এর সুবিশাল কার্যক্রম এবং আমার সহকর্মীর কথাতে সকাল সকাল একটু ঘুরে আসা এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি অল্প সময়ের জন্য পর্যবেক্ষণ করেছিলাম।
তাই কথা না বাড়িয়ে ঘুরে আসি রংপুর বাণিজ্য মেলার চমৎকার সব কার্যক্রম এবং আকর্ষণীয় সব স্টল গুলোতে।
যদিও উদ্দেশ্য করে কোথাও যাওয়া হয় না। তবে হঠাৎ করে কাজের ফাঁকে কিছুটা সময় নিজের অস্তিত্বকে বিভিন্ন নতুনত্বের সাথে পরিচয় করিয়ে দিতে ভালো লাগে। এতে মনে প্রশান্তি ও অদ্ভুত এক জাগ্রতিক অনুভূতি মনের মধ্যে অনুভব করি এবং সেই অনুভূতি আমাকে অতি উত্তম ভাবে মনের পিড়াদায়ক যন্ত্রণা থেকে মুক্তি ও সামনে চলার পথে অনুপ্রেরণা দান করে।
Device : Redmi Note 8
দেখতে পেলাম রংপুর বাণিজ্য মেলার অত্যন্ত রুচি সম্পন্ন ও দৃষ্টিনন্দন কারুকার্য সম্পন্ন সুবিশাল এই দরজাটি। যার ভেতর দিয়ে আগত দর্শনার্থীরা প্রবেশ করে থাকেন। তাদের মধ্যে আমি একজন দর্শনার্থী হিসেবে ভিতরে প্রবেশ করলাম।
ভেতরে প্রবেশ করতেই চোখের সামনে দৃশ্যমান হলো সুবিশাল এই টাওয়ার ও লৌহ দণ্ডের তৈরি ফুলের মত ছোট টাওয়ার। এডিতে অনেক লাইট সেট করা রয়েছে যা রাতের বেলায় লাল নীল রঙের বাতিগুলো অনেক সৌন্দর্য বৃদ্ধি করে।
প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢোকার পরেই হাতের ডানে দেখতে পাবেন মেলার কার্যক্রম পরিচালনা হয় এখান থেকে। বেশ সুন্দরভাবে সাজিয়েছে মেলার কার্যালয়।
মেলা কার্যালয়ের বারান্দায় সুন্দরভাবে এবং রুচিশীল মনোরম পরিবেশ এবং সুন্দর ও আকর্ষণীয় দৃষ্টিনন্দন ফুলের ট্রফি যা দেখে মনে প্রশান্তি পেলাম।
এরপরে মেলার চতুর দিকে অত্যন্ত আকর্ষণীয়ভাবে দোকানগুলো খুব সুন্দর ও পরিপাটি করে দৃষ্টিনন্দন সাজে সাজিয়েছে। যা দেখলেই সবার নজর কাড়বে। আমি বেশ কয়েকটা স্টলে নজর রাখলাম সেই সাথে আমার সেলফিতে দীর্ঘদিন আবদ্ধ করে রাখার জন্য এবং আপনাদেরকে বিষয়টি অবগত করানোর জন্য ক্যামেরায় বন্দি করলাম।
মেলায় আগত দর্শনার্থীদের দেখানোর উদ্দেশ্যে দোকানগুলো এতটাই পরিপাটি ও নতুন নতুন সব পন্য এবং দৃষ্টি নন্দন সব সামগ্রী খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন যা দেখে যে কারোই মন কাড়বে।
রংপুরের এই বাণিজ্য মেলাতে দেখার মতো অনেক কিছুই রয়েছে। সময় স্বল্পতা ও কাজের ব্যস্ততার কারণে সবগুলো স্টল খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভব হয়নি।
মেলার মধ্যে বাণিজ্যিক এই দোকানগুলো এত সুন্দর আকর্ষণীয়ভাবে আগত দর্শনার্থীদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন যা আসলেই প্রশংসনীয় এবং দেখতে অনেক আকর্ষণীয়।
মেলার খুঁটিনাটি কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করার পরে বেরিয়ে আসলাম। বের হওয়ার সময় লক্ষ্য করলাম সুন্দরভাবে ধন্যবাদ জানিয়ে বাণিজ্য মেলার গেটের অপরূপ সৌন্দর্য আসলেই মেলার পরিপাটি ও সৌজন্যমূলক আচরণের ভাবমূর্তি বহন করে।
ছবি গুলো যে মোবাইল দিয়ে তোলা Xiaomi Redmi Note 8
মোবাইটি সম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন
আমি মোঃ মেহেরবান আলী বাসাঃ দিনাজপুর। বর্তমানে থাকি- সৈয়দপুর, নীলফামারী।
বাংলা আমার মায়ের শেখানো ভাষা। সেই মা আর নেই, কিন্তু তার শেখানো ভাষা আমি ব্যবহার করে আমার দেশ বাংলাদেশের মাটিতে বিচরণ করছি ও এই ভাষার মাধ্যমে আমার মনের ভাব সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। তাই এই ভাষা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আমার কাছে আমার দেশ ও আমার বাংলা ভাষা এটি হচ্ছে আমার বেঁচে থাকার চালিকাশক্তি এবং আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার দেশ ও আমার মায়ের ভাষাকে অনেক অনেক বেশি ভালোবাসি।
রংপুরে বাণিজ্য মেলা দেখেই মন শীতল হয়ে গেছে। এবং কি মনে একটা বাড়তি আনন্দ কাজ করে। বিশেষ করে বাণিজ্য মেলা স্টল গুলো ভিন্ন সাজে সজ্জিত করে। আর লোকসমাগম থাকে অনেক বেশি। দারুন ছিল আপনার অনুভূতিগুলো, আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আপনার মন্তব্য অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
রংপুর বাণিজ্য মেলা ভ্রমণ করে সুন্দর ফটোগ্রাফি এবং সুন্দর বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো।।
বাণিজ্য মেলা ভ্রমণ করতে এবং নতুন নতুন আইটেমের জিনিসপাতি ক্রয় করতে আমারও অনেক ভালো লাগে।।
আমাদের কুষ্টিয়ায়ও একসময় বাণিজ্য মেলা হত প্রতিবছর কিন্তু একটা বড় ধরনের হতাহতর কারণে এখন আর মেলাটা হয় না।।
প্রতিবছরই বাণিজ্য মেলায় গিয়ে সব ধরনের জিনিসপাতি দেখে করাই করতে পারতাম খুবই ভালো ছিল।।
অনেক সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য অনেক ভালো লাগলো। ছোটবেলায় মেলায় ঘুরতাম। তবে সে সময়ের মেলাগুলো এতটা আধুনিকতা মেইনটেন করে চলতো না। যুগের পরিবর্তনের সাথে সাথে মেলাগুলির পন্য ও রূপ বৈচিত্র্যর বৃদ্ধি বাড়ছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রংপুরের বাণিজ্য মেলা ভ্রমণ পোস্ট পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ঘুরতে ঘুরতে বেশ দারুন দারুন ফটোগ্রাফিও করেছেন। ফটোগ্রাফিতে বেশ দারুন দারুন জিনিসপত্র দেখা যাচ্ছে। আমি তো ঘুরতে না গিয়ে সবগুলো জিনিস দেখে ফেললাম দোকানপাট দেখে ফেললাম। না গিয়ে সবকিছু দেখার মজাটাই আলাদা। খুবই দুর্দান্ত ছিল আপনার আজকের এই পোস্ট।
অনেক সুন্দর মন্তব্য করেছেন এবং সেই সাথে প্রশংসা। কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।
ভাই রংপুরের বাণিজ্য মেলা শুরু হওয়ার পর থেকে যাওয়ার জন্য মনটা খুবই আকু বাকু করছে। কিন্তু ব্যবসায়িক কাজ এবং আপনার ভাবির ছুটি না পাওয়ার কারণে এখনো যাওয়া হয়ে ওঠেনি। আজ আপনার পোষ্টের মাধ্যমে রংপুরের বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের দোকান গুলো দেখে ভীষণ যাওয়ার ইচ্ছে করছে। তাই খুব শীঘ্রই সময় সুযোগ করে বাণিজ্য মেলাটি দেখতে যাব। খুব সুন্দর ভাবে রংপুরের বাণিজ্য মেলা নিয়ে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমি তো খুব সকাল সকাল বাণিজ্য মেলায় ঘুরে আসছি। তাই বাণিজ্য মেলার সীমাহীন সৌন্দর্য তেমনটা চোখে ধারণ করতে পারলাম না। কারণ কিছু কিছু স্টল বন্ধ ছিল। তবে ভাই আপনি ভাবিকে নিয়ে বিকেলের দিক বাণিজ্য মেলায় ঘুরে আসবেন। সাথে আপনার অভিজ্ঞতা গুলো শেয়ার করবেন। ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।
রংপুর বাণিজ্য মেলার ছবিগুলো দেখেই বেশ ভালো লাগলো। মেলার কথা শুনলেই যেন যেতে মন চায়। আসলে আমি নিজেও কয়েকদিন আগে একটা মেলায় গিয়েছিলাম। যদিও সেটা খুবই ছোটখাট ও মেলায় ছিল। বাণিজ্য মেলায় দেখছি প্রায় অনেক কিছুই পাওয়া যায়। বেশ মনোরমভাবে সবকিছু সাজানো। বিশেষ করে মেলার গেট খুব সুন্দরভাবে সাজানো। আমার কাছে বেশি ভালো লেগেছে।
ঠিক বলেছেন আপু, মেলার নাম শুনলে মনের মধ্যে বাংলার ঐতিহ্য এবং পুরনো দিনে অভিভাবকদের সাথে মেলায় বেড়ানোর কথা মনে পড়ে। এজন্যই মেলা নামটি সকলের কাছে এতটা পরিচিত। সেখানে কেউ ঘুরে আসার কথা বললে মনের মধ্যে সে সম্পর্কে বহুবিধ প্রশ্ন গেথে যায়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।