কবিতা "চিত্তের হবে না বেহাল" 10% @shy-fox & 5% @ abb-school
আজ ঘুম না আসার কারণে জীবনে ঘটে যাওয়া প্রত্যক্ষ অনুভূতিগুলোকে অনুভব করে নিজেই👇
আপনাদের সকলের সামনে উপস্থাপন করার ক্ষুদ্র প্রয়াস।
কথা না বাড়িয়ে কবিতার ছলে, নিজেকে কবি মনে করে, দুই চারটি লাইন লিখতে চলেছি।
"কবিতার নাম দিয়েছি"
"চিত্তের হবে না বেহাল"
চিত্ত ছিল প্রফুল্ল,
কখনো হয়নি বেহাল।
যখন আসলো যৌবন কাল,
চিত্ত ছিল প্রফুল্ল-
কখনো হয়নি বেহাল।
এরই মধ্যে-
সময়ের ঘটমান-যে আকাল,
তারপরেও চিত্ত ছিল প্রফুল্ল, কখনো হয়নি বেহাল।
ক্রমান্বয়ে-সময়ের চলমান গতির,
বহুদূর পাড়ি দিয়ে,
এক পর্যায়ে, ধরেছি যে হাল।
এরপরেও চিত্ত ছিল প্রফুল্ল,
কখনো হয়নি বেহাল।
এক পর্যায়ে-
সময়ের সংক্ষেপণতার,
কোরাল বাস্তবতা,
মনকে করেছিল যে হাল।
এরপরেও চিত্ত ছিল প্রফুল্ল,
কখনো হয়নি বেহাল।
এরই মধ্যে-
পাড়ি দিয়েছি সুদীর্ঘ পথ।
হারিয়েছি অনেক কিছু,
তবুও নিজেই-
ধরেছিলাম যে ঢাল।
এরপরেও চিত্ত ছিল প্রফুল্ল,
কখনো হয়নি বেহাল।
সময়ের শেষ আলাপন,
যা প্রত্যক্ষ দেখেছি আমিও এমন। যিনি এনেছিল পৃথিবীতে আমায়,
অবশেষে-"হুঁশ" হলো তখন,
না ফেরার দেশে,
সে চলে গেল যখন।
পারেনি প্রফুল্ল চিত্তকে,
ধরে রাখতে, খুব বেশি ভেঙে-
পড়েছিল সে তখন।
এরপরই-
শুরু হলো বাস্তব চিত্র,
ধরা পরল-
নিজ রক্তের স্বার্থ ও চরিত্র।
সব জেনে বুঝে তবুও মন।
হারাবে আর কি এমন?
অস্তিত্ব দিয়েছেন যিনি-
তাকে তো আমি, খুব বেশি মানি।
তাই চিত্ত ছিল প্রফুল্ল,
আবার ধরলাম নতুন করে হাল,
আশা করি, পূরণ হবে স্বপ্ন আমার।
চিত্তের হবে না বেহাল।
বাংলা আমার মায়ের শেখানো ভাষা। সেই মা আর নেই, কিন্তু তার শেখানো ভাষা আমি ব্যবহার করে আমার দেশ বাংলাদেশের মাটিতে বিচরণ করছি ও এই ভাষার মাধ্যমে আমার মনের ভাব সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। তাই এই ভাষা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আমার কাছে আমার দেশ ও আমার বাংলা ভাষা এটি হচ্ছে আমার বেঁচে থাকার চালিকাশক্তি এবং আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার দেশ ও আমার মায়ের ভাষাকে অনেক অনেক বেশি ভালোবাসি।
আশীর্বাদ করি যেন আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন, এবং এতে আপনার চিত্তের যেন কোন বেহাল না ঘটে। অনেক সুন্দর ভাবে কবিতার ছন্দে ছন্দে আপনার মনের ভিতরে থাকা অনুভূতিগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই অনেক সুন্দর মন্তব্য করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। আর আপনি পোস্ট করা কেন বন্ধ করে দিছেন।
কবিতার মাঝে জীবনের প্রতিটি ধাপ তুলে ধরেছিলেন। কবিতাটি দারুন লিখেছেন, কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে। আর এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
আপনার প্রতিও শুভকামনা রইল, অনেক সুন্দর মন্তব্য করেন এবং দূরদৃষ্টির আঙ্গিকে কথোপকথন যা আমাকে অনেক ভালো লাগে। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভাইয়া সত্যি কথা বলতে আপনার কবিতার প্রত্যেকটি লাইনে অনেক অভিমাণ ও অনুভূতি জড়িয়ে আছে যা আপনার কবিতার লাইনে বলে দিচ্ছে। আপনার হবে জয়! আপনি একজন সফল মানুষ! আর ও সফলতা আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে। আপনার জন্য অনেক শুভ কামনা রইলো অনেক দূর এগিয়ে যাবেন আশা করি।
ধন্যবাদ আপু, অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আসলে মুছে যাওয়ার দিনগুলোর আদলে কবিতার লাইনগুলো উপস্থাপনের ক্ষুদ্র প্রচেষ্টা ছিল। কবিতাটি সুন্দরভাবে অনুধাবন করে যুক্তিযুক্ত এবং চাঞ্চল্যকর মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।