পাট চাষ, অপরূপ সৌন্দর্য এবং যাচ্ছি কৃষকের সোনালী গ্রামে -10% Beneficiary To @shy-fox 🦊& 5% @ abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
সম্মানিত সকলকে, নতুন আঙ্গিকে, একটি দৃষ্টিনন্দন প্রকৃতির সৌন্দর্যের আলোকে, বাংলাদেশের অপরূপ সৌন্দর্য সোনালী আঁশ পাট চাষীর দৃষ্টিনন্দন গ্রামের পক্ষ থেকে আমি মোঃ মেহেরবান আলী আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।🌿

1.jpeg

আজকে নিজের কর্মকাণ্ডের বৈচিত্রময় অভিজ্ঞতাকে সামনে রেখে, সহজ সরল মেঠো পথ ধরে যাব আমি

4.jpeg

রংপুর বিভাগের, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় প্রত্যন্ত ইউনিয়ন কামারপুকুর। সেখানে ছোট্ট একটি গ্রাম খুঁজিপুকুর।

2.jpeg

গাছ নদী কৃষকের মাঠ, কাঁচা রাস্তা, সেই সাথে দৃষ্টিনন্দন প্রকৃতির সৌন্দর্যের মধ্য দিয়ে আজ যাচ্ছি কৃষকের খেতে। যারা আমাদের পরামর্শে, বাংলাদেশের সোনালী আঁশ পাট চাষ করে, আমাদের পুরনো ঐতিহ্যকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে থাকে।

288608393_949475523119142_4746954186212212448_n.jpg

আপনারা অবগত যে, আদিকাল থেকে বাংলাদেশ পাট চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাট চাষ করে আমাদের পূর্বপুরুষগণ জীবিকা নির্বাহ করত, সে সময় পাটকে নিয়ে বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকা নির্বাহে-এই সোনালী আঁশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
তবে ২০০২ সালে এশিয়ার বৃহত্তম পাটকল যা বাংলাদেশে অবস্থিত আদমজী পাটকল বন্ধ হয়ে যায়। তখন থেকেই পাট এবং পাট চাষীদের জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে ধস নামে। সেই থেকেই বাংলাদেশে ঐতিহ্যবাহী সোনালী আঁশ পাট গভীর সংকটে নিপতিত হয়। একপর্যায়ে এই সোনালী আঁশের চাষ প্রায় বিলুপ্তির কাছাকাছি এসে পৌঁছায়।

290237715_1835763350148667_13513803109631823_n.jpg

একদিকে বিশ্ববাজারে পাট এবং পার্ট-পণ্যের চাহিদা খুব বেশি হ্রাস পায় অপরদিকে পাট পণ্যের ক্রমব্ধমান উৎপাদন বন্ধ হওয়ার কারনে পার্ট ও পাট শিল্পের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যায়।
এমতাবস্থায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে এই শিল্পকে পুনরায়, পূর্ণ গঠনের জন্য ছোট ছোট উদ্যোগ গ্রহণের মাধ্যমে সোনালী আঁশ পাট চাষের ক্রমঃ বর্ধমান প্রক্রিয়া, ধরে রাখার উদ্দেশ্যে আমাদেরকে নিযুক্ত করা হয়।

14.jpeg

তাই চাষীদের আমরা ট্রেনিং এর মাধ্যমে দক্ষতা উন্নয়ন এবং পাট বীজ, বিতরণ সেই সাথে কৃষকদের পাট ক্ষেত সুন্দর ও সাবলীল হওয়ার জন্য বিনামূল্যে সার বিতরণ।

12.jpeg
287231655_695085828263907_525670607357156811_n.png
294656698_1162459457647215_8435241823879526071_n.jpg

পাশাপাশি ভালো চাষীদের পুরস্কার বিতরণের মাধ্যমে পার্ট আসে উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমাদের সকল কার্যক্রম এবং ক্ষুদ্র প্রচেষ্টা।

295474696_375979768016918_3125508964852738775_n.jpg

যাই হোক আমার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এবং আমি যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের ছায়া ঘেরা সেই ছোট্ট গ্রামে। গ্রামের দৃষ্টিনন্দন প্রকৃতি, আমাদের মনকে প্রকৃতির সৌন্দর্যে মাতাল করা সৌন্দর্য রীতি মত পাগল করে তোলে।

10.jpeg

গ্রামের মেঠো পথ দিয়ে সামনে এগুতেই চোখে পড়ল সুবিশাল খাল বা দিঘির বৈচিত্রময় সৌন্দর্য।

5.jpeg
287231655_695085828263907_525670607357156811_n.png
6.jpeg

প্রচন্ড গরম ও প্রচুর রোদ হওয়ার কারণে কৃষকের জমিতে পানের বিন্দুমাত্র ছিটা ফোটা নেই। তাই হতাশ চিত্তে নিজ ক্ষেতের দৃষ্টিনন্দন প্রকৃতির বুকে কৃষকের আত্মনাথ।

7.jpeg

যাইহোক অবশেষে দৃষ্টিনন্দন প্রকৃতিকে পাশ কাটিয়ে চলে আসলাম কৃষকের পাট খেতে।

8.jpeg

287231655_695085828263907_525670607357156811_n.png

11.jpeg
287231655_695085828263907_525670607357156811_n.png
9.jpeg
287231655_695085828263907_525670607357156811_n.png

আমি সাদামাটা একটি গ্রামের ছেলে। তাই গ্রামের মানুষ ও গ্রাম্য পরিবেশ এবং প্রকৃতি আমাকে সর্বদাই আমার মাতৃভূমির কথা মনে করিয়ে দেয়। স্মৃতিকে ধারণ করলাম এবং পুরো প্রাকৃতিক পরিবেশ ও আঁকাবাঁকা মেঠো পথ ধরে কৃষকের খেদ পর্যন্ত যাওয়ার কার্যক্রম আপনাদেরকে আমার নিজ হাতে ভিডিও ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করার ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।
নিজ হস্তে ধারণকৃত ভিডিও চিত্র ও নিজ কন্ঠে বর্ণনা।
👇🏿

আজ এ পর্যন্তই আপনারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে শত ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের এই কমিউনিটিতে প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছেন। আপনাদের উদ্দেশ্য সফল হোক এই কামনা ব্যক্ত করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।

ছবি গুলো যে মোবাইল দিয়ে তোলা Xiaomi Redmi Note 8
মোবাইটি সম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
ধন্যবাদ
🕵🏾▪️ ▪️ ▪️ ▪️ ▪️ আমার পরিচয় ▪️ ▪️ ▪️ ▪️ ▪️ 🕵🏾

আমি মোঃ মেহেরবান আলী বাসাঃ দিনাজপুর। বর্তমানে থাকি- সৈয়দপুর, নীলফামারী।
বাংলা আমার মায়ের শেখানো ভাষা। সেই মা আর নেই, কিন্তু তার শেখানো ভাষা আমি ব্যবহার করে আমার দেশ বাংলাদেশের মাটিতে বিচরণ করছি ও এই ভাষার মাধ্যমে আমার মনের ভাব সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। তাই এই ভাষা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আমার কাছে আমার দেশ ও আমার বাংলা ভাষা এটি হচ্ছে আমার বেঁচে থাকার চালিকাশক্তি এবং আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার দেশ ও আমার মায়ের ভাষাকে অনেক অনেক বেশি ভালোবাসি।

70165269_2479829478917671_2182751759066202112_n.jpg

271482999_4679632658785881_1215684256941730929_n.gif

Sort:  
 2 years ago 

আপনার পোস্ট পড়তে পড়তে এক পর্যায়ে মনে হলো একটি সাইনবোর্ডে আমাদের জেলা মেহেরপুরের নাম দেখতে পেলাম । ছবিটি জুম করে দেখলাম ঘটনা সত্যি ।

পাট নিয়ে বাংলাদেশে যে উদ্যোগ গ্রহণ করেছে । তার একটি অংশ আপনি হতে পেরেছেন এটা জেনে ভাল লাগলো ।
তবে এবার অনাবৃষ্টির কারণে পাট চাষীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
ধন্যবাদ গ্রাম বাংলার সুন্দর কিছু ছবি সহ পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য ।

 2 years ago 

জ্বী ভাইয়া আপনি ঠিক দেখেছেন। আমাদের গ্রুপ আছে, সে গ্রুপে সব জেলার চিত্রগুলো আমরা একে অপরের সাথে শেয়ার করে থাকি। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি নিরীক্ষা করে সুন্দর মন্তব্য করার জন্য। শুভকামনা ও অনেক ভালোবাসা আপনার জন্য।

অনেক ভালো লাগলো আপনার প্রফেশন সম্পর্কে জেনে ।

সোনালী আঁশের চাষ প্রায় বিলুপ্তির কাছাকাছি এসে পৌঁছায়

আপনার সাথে আমি একমত,
আমাদের গামে এখন আর পূর্বের মত পাঠ চাষ হয় না ।

 2 years ago 

ধন্যবাদ মামুন ভাই, আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য দোয়া ও ভালোবাসা সব সময়।

 2 years ago 

সত্যি ভাইয়া. আপনি অনেক সুন্দর ও আকর্ষণীয় করে আপনার পোস্ট গুলো কে তুলে ধরেন. আবার আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়. আমি প্রায় আপনার প্রতিটি পোস্ট পড়ে মুগ্ধ হই. আশা করি এভাবেই আরো অনেক দূর এগিয়ে যাবেন.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67900.86
ETH 3250.85
USDT 1.00
SBD 2.63