একটি ভয়ানক বাস যাত্রা সেইসাথে শ্রুতি মধুর অনুভূতি (দ্বিতীয় ও সর্বশেষ পর্ব) 🚍10%To @shy-fox 🦊& 5% @ abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago
☞ আমার বাংলা ব্লগের সর্বস্তরের ব্লগার ভাই ও বোনদের জানাই আমার ঘটমান জীবনের ♥️ ঘটে যাওয়া অভিজ্ঞতার ক্ষুদ্র অংশ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।♥️

111.jpeg

আসলে সৈয়দপুর থেকে বগুড়া অবধি জর্নিটা এতটাই ভয়াবহ ও কঠিন ছিল যা আমার ভাব বাচ্যর সংকীর্ণতার কারণে হয়তোবা এতটাই ভয়াবহতা ও করুন অবস্থার বর্ণনা আপনাদের সামনে কিঞ্চিৎ পরিসরে উপস্থাপন করে বোঝাতে পারবো না।

অবশেষে গাড়িটি বগুড়া পার হয়ে মেইন রাস্তায় সংযোগ স্থাপন করল।

তখন ঘড়িতে সময় দেখলাম, রাত্রি পাঁচটা বেজে ১৪ মিনিট। আমরা ভাবলাম এখনো বগুড়ায় পার হইতে পারলাম না আর ঢাকা তো দূরের কথা।

যাইহোক বাস-চালক ছোট ও সংকীর্ণ এবং চিকন রাস্তা দিয়ে যেভাবে বাসটিকে নিয়ন্ত্রণ করতেছে, তাকে দেখে মনে হল তিনি যথেষ্ট দক্ষ ড্রাইভার।

অবশেষে তিনি মেইন রাস্তায় ওঠার পরে পাগলের মত গাড়ি চালানো শুরু করল। রাস্তায় একটু ফাঁকা পেলেই এত জোরে গাড়ি টানতেছে মাথাই নষ্ট। অবশেষে তিনি, সবার সিদ্ধান্তে গাড়িটি ফুড ভিলেজে একটু ব্রেক দিয়ে প্রাকৃতিক কাজ সারা ও কিছু খাওয়ার সময় নির্ধারণ করল। অবশেষে পুনরায় নিজ নিজ কার্যক্রম সম্পন্ন করার পরে যাত্রীগণ নিজ অবস্থানে দ্রুত এসে হাজির হলো এবং নির্ধারীত সময়ে বাস চালক গাড়িটি আবার পাগলের মত চালানো শুরু করলো। তখন ঘড়িতে সকাল ছয়টা।

গাড়িটি টাঙ্গাইলের যেতে না যেতেই বিশাল জ্যাম রাস্তায় নাকি এক্সিডেন্ট হয়েছে। তাই আমাদের ড্রাইভার গাড়িটিকে সেখান থেকে ঘুরিয়ে টাঙ্গাইলের ভিতর দিয়ে আবার একটি গ্রাম্য পথ বেছে নিল।সেখান দিয়ে আবার চলাচল শুরু করলো। চলতে চলতে আমরাও অভ্যস্ত হয়ে গেলাম পুরা রাত জার্নি করতেছি তাই এ বিষয়গুলো তোতটা মনকে আর ভিতু করছে পারছে না।

অবশেষে সকাল আটটা আমরা যমুনা সেতু পার হলাম।ফাঁকা রাস্তা পেয়ে বাস চালক এত দ্রুত গাড়িটিকে নিয়ে যাচ্ছেন, তা আমরা দেখে রীতিমতো হতভম্ব হয়ে যাচ্ছি। অবশেষে নয় টার মধ্যে সভার পার হলাম। এরপরে সকাল দশটার মধ্যেই গাবতলীতে ঢুকে গেলাম। যদিও আমাকে নয়টার মধ্যে পৌঁছানোর কথা ছিল কিন্তু করার কিছুই নেই।

অফিসে ফোন দিয়ে জানলাম কোন সমস্যা নেই ১১ টার সময় আসলেও হবে । তাই আমি খুব একটা টেনশন না নিয়ে চুপচাপ রইলাম।

যাই হোক যথাসময়ে না পৌঁছাতে পারলেও ঢাকায় পৌঁছাতে খুব একটা সময় লাগলো না। বাস থেকে নামার পরে এবং নিজ গন্তব্যে দ্রুত পৌঁছানোর জন্য বাইক ভাড়া করলাম। দ্রুত বাইকে উঠে নির্দিষ্ট অবস্থানে নামার পরেই বরিশালের বড় বড় ডাব বিক্রেতাকে দেখতে পেয়ে আমার তৃষ্ণা নিবারণের জন্য একটা বড় ডাব কিনলাম।

3.jpeg

অবশ্য সৈয়দপুরে এই ডাবগুলো ১৫০ টাকা অনায়াসেই যে কেউ কিনবে। তবে ঢাকায় এই ডাবগুলো আমি ১০০ টাকা দিয়েই পেলাম। ২ লিটারের মত পানি হবে একটা বড় ডাবে। যা খেয়ে তৃষ্ণা নিবারণ করলাম। এরপর সামনে অগ্রসর--

00.jpeg

এরপরে আমার কর্মস্থলের কিছু কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি আমার চোখে ও ক্যামেরায় ধারণকৃত কিছু মনোরম দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন।

2.jpeg

268712224_305654151337735_1271309276897107472_n.png

4.jpeg

268712224_305654151337735_1271309276897107472_n.png

7.jpeg

268712224_305654151337735_1271309276897107472_n.png

সেই সাথে আপনাদের সামনে শেরেবাংলা নগর, জাতীয় সংসদ ভবনের পাশ দিয়ে যাওয়ার সময়, মন জুড়ানো কিছু দৃশ্য ধারণ করে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনের ক্ষুদ্র প্রচেষ্টা।
নিজ হস্তে ধারণকৃত ভিডিও চিত্র ও তার বর্ণনা।
👇🏿

অবস্থানকৃত এবং রাত্রিযাপন অবস্থায় জানালার বাইরে অপরূপ সৌন্দর্য ক্যামেরায় ধারণের ক্ষুদ্র প্রচেষ্টা।

8.jpeg
268712224_305654151337735_1271309276897107472_n.png

9.jpeg

রাত্রি যাপনকৃত হোস্টেলের বাইরে থেকে রাতের দৃশ্যর অপূর্ব সৌন্দর্য ক্যামেরায় ধারণ।

10.jpeg

ছবি গুলো যে মোবাইল দিয়ে তোলা Xiaomi Redmi Note 8
মোবাইটি সম্পকে বিস্তারিত জানতে ভিজিট করুন

আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
ধন্যবাদ
🕵🏾▪️ ▪️ ▪️ ▪️ ▪️ আমার পরিচয় ▪️ ▪️ ▪️ ▪️ ▪️ 🕵🏾

আমি মোঃ মেহেরবান আলী বাসাঃ দিনাজপুর। বর্তমানে থাকি- সৈয়দপুর, নীলফামারী।
বাংলা আমার মায়ের শেখানো ভাষা। সেই মা আর নেই, কিন্তু তার শেখানো ভাষা আমি ব্যবহার করে আমার দেশ বাংলাদেশের মাটিতে বিচরণ করছি ও এই ভাষার মাধ্যমে আমার মনের ভাব সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। তাই এই ভাষা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। আমার কাছে আমার দেশ ও আমার বাংলা ভাষা এটি হচ্ছে আমার বেঁচে থাকার চালিকাশক্তি এবং আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি আমার দেশ ও আমার মায়ের ভাষাকে অনেক অনেক বেশি ভালোবাসি।

70165269_2479829478917671_2182751759066202112_n.jpg

271482999_4679632658785881_1215684256941730929_n.gif

Sort:  
 2 years ago 

ভাই, আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনি গত তিনদিন ধরে পোস্ট করছেন না এবং আপনি নিয়মিত হতে পারছেন না। এই বিষয়ে আমি সত্যিই হতাশ। আপনারা নিয়মিতভাবে কাজ করবেন এটাই আমাদের চাওয়া।

 2 years ago 

আমি একটু ব্যস্ততার মধ্য দিয়ে সময়গুলো অতিবাহিত করতেছি, আমি জানি একটু সময় কম পাবো, অন্যান্য দিনগুলোতে। তাই আমি শুক্রবার দুইটি পোস্ট করছি। আসলে ডিস্কোটেও আপনাকে অবগত করা হচ্ছে না, আমি চেষ্টায় আছি পোস্ট করব। এদিকে আমার চাষী পর্যায় তিন হাজার কৃষকের তালিকা তৈরি করার কারণে। কম্পিউটারে অনেক লিখতে হচ্ছে। তাই দিনশেষে পোস্ট করার মত এনার্জি পাচ্ছি না। আমি চেষ্টা করতেছি ভাইয়া। আশা করি আগামী কাল একটি পোস্ট করব। আমরা যেহেতু নতুন বিষয় গুলো, ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ ভাইয়া আমাকে বিষয়টি অবগত করানোর জন্য।

 2 years ago 

আপনার এই পোস্টের মাধ্যমে সেভাবে ভয়ংকার বাচ্চা তার বর্ণনা দিলেন, তা আমাকে মুগ্ধ করেছে.

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর ও মন মুগ্ধকর একটি মন্তব্যর জন্য। সুন্দর হোক আপনার পথ চলা দোয়া ও শুভকামনা রইল।

Wow que belleza, hermosas fotos y que bien se ve esos cocos, te dejo mi voto y te sigo saludos.

 2 years ago 

Thanks bro thanks for your nice comments. I am really very happy to voting me. You too carry on bro & you lead healthly and happy life. May Allah God bless you. Thanks again.

 2 years ago 

আপনার প্রত্যেকটা লেখার লাইন ছিলো অসাধারণ এবং ছবি গুলো ছিল অপরুপ।আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আল্লাহ আপনার মঙ্গল করুক।

 2 years ago 

ধন্যবাদ আপু অনেকটা সৃজনশীল এবং রুচিশীল একটি মন্তব্য করে আপনার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মন্তব্যটি আমার চিত্তে প্রশান্তি এনেছে। আপনার জন্য শুভকামনা আমার পক্ষ থেকে। পোস্টটি পড়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 60880.32
ETH 3371.93
USDT 1.00
SBD 2.52