ফটোগ্রাফি পোস্ট !! দারুন সব ফুলের ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন । আমিও অনেক ভালো আছি । সবার জন্য দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে । ফটোগ্রাফি আমার অনেক দিনের শখ যদিও প্রফেশনালি করতে পারিনা তবু টুকটাক যতটুকু করতে পারি চেষ্টা করি ভালো ভাবে করার। সামনে যা কিছু দেখি সেটাকে মোবাইলের ক্যামেরাটা দিয়ে ক্যামেরা বন্ধি করার চেষ্টা করি। ফুল আমরা সকলেই ভালোবাসি এবং পছন্দ করি আমিও এর ব্যাতিক্রম নই। চলার পথে রাস্তা ঘাটে যেখানেই কোনো ফুলের গাছ দেখি , যেখানেই ফুল দেখি মোবাইলটা বের করে সেগুলো ক্যামেরা বন্ধি করে নিই আমি। তেমনি কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতেছি । চলুন দেখে নেওয়া যাক ...................
ফটোগ্রাফিঃ১
ফুলের নামঃ কদম ফুল ।
ডিভাইসঃ oppo F3
লোকেশনঃ খিলগাঁও ফুটপাত।
-
এই ফুলটা চিনেনা এমন লোক খুব কম পাওয়া যাবে । কদম ফুল আমার অনেক পছন্দের একটি ফুল। বর্ষাকালে কদম ফুল পাওয়া যায়। ছোট বেলায় গ্রামে কত যে কদম গাছে উঠে কদম ফুল পেরেছি তার হিসেব নেই। এই ছবিটা ঢাকার খিলগাঁও এলাকা থেকে তোলা । সেদিন বন্ধুরা মিলে ফুটপাতে বসে আড্ডা দিচ্ছিলাম এমন সময় এক পিচ্চি ছেলে কদম ফুল হাতে বিক্রি করার জন্য নিয়ে এসেছিলো । কদম ফুল দেখে ছবি তোলার জন্য পিচ্চিকে ডেকে পিচ্চির কাছ থেকে ফুল গুলা নিয়েছিলাম।
ফটোগ্রাফিঃ২
ফুলের নামঃ নয়ন তারা।
ডিভাইসঃ oppo F3
লোকেশনঃ বাসার ছাদ।
- এই ফুলগুলো আমি যেই বাসাতে থাকি সেই বাসার ছাদে এক আন্টি টবের মধ্যে লাগিয়েছেন। একদিন বিকেলে ছাদে গিয়ে দেখি দারুন ভাবে ফুল ফোটে আছে।ব্যাস ক্যামেরাবন্দি করে নিলাম। দুই রকমের নয়ন তারা ফুল। দেখতে ভালোই লাগছিলো।
ফটোগ্রাফিঃ৩
ফুলের নামঃ ডালিয়া।
ডিভাইসঃ oppo F3
লোকেশনঃ বাসার ছাদ।
- ডালিয়া ফুল নামটা যেমন সুন্দর তেমনি সুন্দর তার রুপ। এই ফুলের গাছটাও বাসার ছাদে লাগানো। ফুলটা অনেক সুন্দর দেখাচ্ছিলো ছাদের মধ্যে । একদম লাল টকটকে ডালিয়া ক্যামেরা বন্দি না করলে কেমন জানি জমতেছিলোনা ব্যাপারটা।
ফটোগ্রাফিঃ৪
ফুলের নামঃ গোলাপ ফুল।
ডিভাইসঃ oppo F3
লোকেশনঃ বাসার গেইট।
- ভালোবাসার প্রতীক গোলাপ । কে না চেনে । কারো প্রতি ভালোবাসা প্রকাশ করতে গেলে গোলাপ ফুল অনিবার্য। আমাদের বাসার গেইটে গোলাপ ফুলের গাছ আছে সেই গাছেরই ফোটে থাকা গোলাপ এই গুলা।
ফটোগ্রাফিঃ৫
ফুলের নামঃ কৃষ্ণচূড়া।
ডিভাইসঃ oppo F3
লোকেশনঃ চন্দ্রিমা উদ্যান।
- "কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে " কৃষ্ণচূড়া ফুল দেখলে আমার এই লাইনটা মনে পড়ে । আমার সবচেয়ে বেশি পছন্দের একটি ফুল হলো এই কৃষ্ণচূড়া ফুল । এই চিত্রটি আমি সংসদ ভবনের পিছনে যে পার্ক বা উদ্যানটা রয়েছে মানে চন্দ্রিমা বা জিয়া উদ্যান থেকে তোলা । সেদিন এক বন্ধু আর আমি মিলে যখন উদ্যানের ভিতর দিয়ে হাটছিলাম তখন দেখি উদ্যানের কৃষ্ণচূড়া গাছগুলো ফুলে ফুলে ভরে আছে । সবুজ পাতার ভিতর লাল কৃষ্ণচূড়া এই যেন আমাদের লাল সবুজের পতাকা আকা।
ফটোগ্রাফিঃ৬
ফুলের নামঃ জেসমিন।
ডিভাইসঃ oppo F3
লোকেশনঃ বাসার গেইট।
- জেসমিন ফুল । দেখতে অনেকটা ছোট কিন্ত অনেক সুন্দর । যখন গাড়ো সবুজ পাতার উপর সাধা সাধা জেসমিন ফোটে থাকে তখন দেখতে কি দারুন লাগে ! পুরো গাছ মনে হয় যেন সাধা ফুলের বিছানা । এই ফুলের ঘ্রানটাও অনেক সুন্দর ।
ফটোগ্রাফিঃ৭
ফুলের নামঃ ছোট সূর্যমুখী।
ডিভাইসঃ oppo F3
লোকেশনঃ বাসার সামনের বাগান।
- সূর্যমুখী ফুলের একটি জাত হলো এই ছোট সূর্যমুখী । ফ্ল্যাটের বাইরে ছোট্ট একটু জায়গায় মালি দিয়ে বাগান করা হয় । সেই বাগানে এই ফুলের গাছগুলো লাগানো হয়েছিল। পুরো বাগান এই ছোট ছোট ফুলগুলোতে ভরে আছে । দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিলো।
ফটোগ্রাফিঃ৮
ফুলের নামঃ বুগেনভিলিয়া।
ডিভাইসঃ oppo F3
লোকেশনঃ নার্সারি।
- বুগেনভিলিয়া অনেকে বাড়ির গেইটে লাগিয়ে থাকেন এর সৌন্দর্যের জন্য। এই ছবিটা আমি ফুটপাতে গড়ে ওঠা নার্সারি থেকে তুলেছি। কি যেন এক কাজে গিয়েছিলাম সেই দিকে কাজ সেরে নার্সারির ভিতর দিয়ে হেটে হেটে আসতেছিলাম আর নার্সারিতে সাজিয়ে রাখা বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছগুলা দেখতেছিলাম।
এই ছিল আমার কিছু ফুলের ফটোগ্রাফি । ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে । ফুলগুলো আপনাদের কেমন লেগেছে জানাবেন ।আপনাদের মুল্যবান কমেন্টের আশায় থাকবো। ফটোগ্রাফি নিয়ে আপনাদের কাছ থেকে পরামর্শ আশা করি।আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন ।আবার হাজির হবো আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ নিয়ে ইনশা আল্লাহ।
ধন্যবাদ সবাইকে.........
আমি দিদারুল আলম,একজন স্বাধীনচেতা ও ভ্রমন পিপাসু মানুষ। নিজেকে মুসলিম এবং বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। নতুন নতুন জায়গায় ভ্রমন করতে পছন্দ করি, নতুন নতুন মানুষের সাথে মিশতে পছন্দ করি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যাক্তি হিসেবে খুবই লাজুক এবং অল্পতে সুখে থাকা মানুষ।
খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে কদম ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। বাচ্চাটির হাতে কদম ফুল দেখতে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে। অসাধারণ মুহূর্তগুলো শেয়ার করেছেন।
ধন্যবাদ ভাই । আপনাদের ভালো লাগাই আমার প্রাপ্তি । দোয়া করবেন আরো ভালো ভালো ফটোগ্রাফি যেন করতে পারি ।
আমাদের মাঝে দারুন সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমার সবথেকে প্রিয় ফুল হলো কদমফুল। কদম ফুলের ফটোগ্রাফি দেখে সত্যিই খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ । আপনাদের ভালো লাগাই আমার স্বার্থকতা। কদম ফুল আমারও খুব প্রিয় একটি ফুল ।
ফুলের ফটোগ্রাফি দেখলে এক দৃষ্টিতে চেয়ে থাকি। ফুল হলো সৌন্দর্যের প্রতীক। আমিও আজ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। বিশেষ করে কদম ফুলের ফটোগ্রাফি অনেকদিন পরে দেখলাম তো এজন্য বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ । কদম ফুল দেখলে ছবি না তুলে পারিনা । আমার প্রিয় একটি ফুল এই কদম ফুল।
আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি-ই অসাধারণ ছিল। তবে এর মধ্যে আমার কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে । ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে খুশি হলাম । দোয়া করবেন ।
আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার সব গুলো ফটোগ্রাফি দারুণ ছিল। তবে আর একটু যদি ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে করতেন তাহলে আরো ভালো হত।ছবি গুলো একটু ঘোলা হয়ে গেছে চেষ্টা করবেন ফ্রেশ করে ছবি তোলার।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই । চেষ্টা করবো আরো ফ্রেশ ছবি দেওয়ার।