বৃষ্টির কবিতা! আজি এ বৃষ্টিতে ধুয়ে যাক যত জঞ্জাল!
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন । আমিও অনেক ভালো আছি ।সবার জন্য দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকে আপনাদের মাঝে এসেছি ভিন্ন একটি পোস্ট নিয়ে । ভিন্ন বলছি কারন কবিতা নিয়ে হাজর হয়েছি আজকে আমি । আমি কোনো প্রেফেশনাল কবি নই । তবুও মাঝে মাঝে মনে কোণে কবি হওয়ার ইচ্ছা প্রবল ভাবে উঁকি দেয়। একটু আধটু চেষ্টা করি লিখতে যখন আনমনে কোথাও চুপচাপ বসে থাকি তখন কিছু লাইন মাথায় ঘুরপাক খায়। সেই লাইন গুলোকে পরবর্তিতে কবিতায় রুপ দেওয়ার চেষ্টা করি ।
যাই হোক গতকাল দুপুরের পর বের হয়েছিলাম আমাদের মেইন অফিসে যাওয়ার উদ্দেশ্যে । ফুটপাত দিয়ে হেটে হেটে যাচ্ছিলাম ঠিক এমন সময় হঠাৎ মূষলধারে শুরু হলো বৃষ্টি। এদিক সেদিক তাকিয়ে পাশেই এক হোটেলে দৌড় মেরে ঢুকে গেলাম। টানা প্রায় এক থেকে দের ঘন্টা ধরে বৃষ্টি হলো । বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত সেই হোটেলেই বসে ছিলাম আর তখনই বসে বসে ভাবনার যগতে ঢুকে গেলাম ।
বৃষ্টি আমার বরাবরই ভালো লাগে যার কারনে বৃষ্টি হলেই আমার মাঝে কেমন কবি কবি ফিল চলে আসে। এই গভীর ভাবনাগুলির মাঝে প্রেম, বিরহ, আবেগ, অনুভুতির সংমিশ্রন রয়েছে । বৃষ্টির প্রান্তিক স্পর্শ অন্তরের গভীরে অপূর্ব অনুভূতি এনে দেয় আবার ধরণীর বুকে প্রশান্তি খুঁজে বের করে দেয়। বৃষ্টির ছোঁয়ায় কঠিন পাথরও প্রেমের ফুলে পরিণত হয়। আবার যন্ত্রনায় ভরাক্রান্ত হৃদয়ের গ্লানি ধুয়ে মুছে দেয়। এই আবেগের অনুভুতি গুলোকে কাব্যিক অভিব্যক্তির মাধ্যমে প্রকাশের একটু খানি প্রচেষ্টা করেছি মাত্র। আশা করি আপনাদের ভালো লাগবে । চলুন কবিতা পড়া যাক.......
আজি এ বৃষ্টিতে ধুয়ে যাক যত জঞ্জাল!
মুছে যাক যত গ্লানি মাখা বিষাদের স্মৃতি!
নেমে আসুক প্রশান্তি ধরণীর বুকে!
পাথরেও ফুল ফুটুক ভালোবাসার আলিঙ্গনে!
আজি এ বৃষ্টিতে মনে পড়ে যাক হারানো যত স্মৃতি
বিষন্নতায় ভরে উঠুক হৃদয়!
প্রিয় মানুষের দেওয়া যত ক্ষত
ধুয়ে মুছে ফেলা সেই দুঃখের আবৃতি।
আজি এ বৃষ্টিতে নতুন করে স্বপ্নরা জড়ো হোক
প্রেমিকের বুকে প্রেমিকার হোক ঠাই!
বৃষ্টি মেঘে হারিয়ে যাক সময়!
প্রিয় কোনো সুর বেজে উঠুক মনের কোণে।
আজি এ বৃষ্টিতে ধুসর ঘাটে নেমে আসুক ভালোবাসা
বেলা অবেলায় পড়ে যাওয়া খুশির সাথে !
শেষ বিকেলে নীড়ে ফিরে আসার বাসনায়
হাসির বাদলে চুপ কথা গোপন করে।
ধন্যবাদ সবাইকে.......
দিদারুল আলম
আমি দিদারুল আলম,একজন স্বাধীনচেতা ও ভ্রমন পিপাসু মানুষ। নিজেকে মুসলিম এবং বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। নতুন নতুন জায়গায় ভ্রমন করতে পছন্দ করি, নতুন নতুন মানুষের সাথে মিশতে পছন্দ করি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যাক্তি হিসেবে খুবই লাজুক এবং অল্পতে সুখে থাকা মানুষ।
বৃষ্টি ভেজা দিনে দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। বৃষ্টি হলে আপনার মধ্যে কবি কবি ফিল আসে এটা তো খুব ভালো কথা। তাহলে তো এখন থেকে বৃষ্টি হলে আপনার কবিতা পড়তে পরবো ভাইয়া।
ধন্যবাদ । আসলে বৃষ্টি আমাকে অনেক মুগ্ধ করে । বিশেষ করে মুষলধারে বৃষ্টি । হ্যা বৃষ্টিকে নিয়ে আরো কবিতা লিখার চেষ্টা করবো ।
আমাদের এদিকে তো সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে। যাইহোক বৃষ্টির দিনে বৃষ্টির কবিতাটি শুনে মনটা যেন আরো প্রফুল্ল হয়ে গেল। খুব সুন্দর উপস্থাপন করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই দিকেও সেইম অবস্থা হয়েছিল। প্রায় দের ঘন্টা বৃষ্টিতে আটকে ছিলাম ।তখন বসে বসে চিন্তা করছিলাম কি করা যায় । ব্যাস মাথায় লাইন গুলা ঘুরপাক খাচ্ছিলো সেগুলাকেই কবিতার রুপ দেওয়ার একটু প্রচেষ্টা করলাম মাত্র । ধন্যবাদ আপনাদের ভালো লেগেছে শুনে খুশি হলাম।