আয় বুঝে ব্যয় কর

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আয় বুঝে ব্যয় কর সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আগেরকার মানুষ কঠোর পরিশ্রম করতো এবং সেই কঠোর পরিশ্রমের ফলে তারা যেসব ফসল উৎপাদন করতো সেসব ফসল দিয়ে তাদের প্রায় সারা বছর চলে যেত। কেননা সেই সময়ে বসবাসের জমির পরিমাণ কম ছিল এবং ফসল উৎপাদনের জমির পরিমাণ অনেক বেশি ছিল। আগে বেশি সংখ্যক উৎপাদিত ফসলের জমি থাকার দরুন তখন কৃষকেরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতো এবং তাদের প্রায় কোন অভাব ছিল না। কিন্তু আস্তে আস্তে যখন দেশের জনসংখ্যা বাড়তে শুরু করেছে তখন থেকে দেশের জমির পরিমাণ কমতে শুরু করেছে এবং ফসলের উৎপাদনও কমে যাচ্ছে। আসলে আমরা বাজারে গেলে দেখতে পাই যে বিভিন্ন শাকসবজি এবং চালের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আসলে যে হিসেবে প্রতিটা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেই হিসেবে কিন্তু আমাদের আয় বাড়ছে না। সুতরাং আমাদের আয় যেমন কমছে তেমনি আমাদের ব্যয়ের পরিমাণও অনেক কমে যাচ্ছে। আর এর ফলে মানুষ অনেকটা হিসাবী হয়ে গেছে।


এছাড়াও আমরা আরো দেখতে পাই যে সমাজের কিছু কিছু লোক আছে যারা পরিশ্রম করে দশ টাকা উপার্জন করলেও তারা তাদের উপার্জিত টাকা থেকে আরও বেশি টাকা খরচ করতে অনেকটা মজা পায়। বিশেষ করে আমরা আরো দেখতে পাই যে যেসব শ্রেণীর লোকেরা বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে তারা কিন্তু তাদের ইনকামের পুরো টাকাটাই সেই সব মাদকের পিছনে তারা তাদের পুরোটা টাকা খরচ করে দেয়। আসলে এইসব লোকেদের আয়ের থেকে সব সময় ব্যয় প্রায় বেশি হয়। আর এই পৃথিবীতে যাদের আয়ের থেকে ব্যয় বেশি তারা জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না এবং সামনে তাদের কোন বিপদ আপদ আসলে তারা সেইসব বিপদ-আপদে বিরুদ্ধে কখনো রুখে দাঁড়াতে পারে না। কেননা আমাদের মানব শরীর যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। আর বর্তমানে আমরা জানি যে চিকিৎসা ক্ষেত্র কতটা ব্যয়বহুল হয়ে গেছে।


আসলে এভাবে চলতে থাকলে মানুষ ভবিষ্যতের জন্য কোন সঞ্চয় করে রেখে যেতে পারবে না। তাইতো আমাদের সব সময় আমাদের উপার্জিত টাকার কিছু অংশ সব সময় সঞ্চয় করে রাখতে হবে। কেননা শুধুমাত্র আমরা যদি আমাদের স্বার্থের জন্য সকল টাকা-পয়সা খরচ করে যাই তাহলে আমরা আমাদের সন্তানদের জন্য কিছুই রেখে যেতে পারবো না। কারণ আমরা যখন আমাদের সন্তানদেরকে এই পৃথিবীতে আনবো তাদের সুন্দর একটা পৃথিবী উপহার দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আসলে তাদের যদি আমরা পৃথিবীতে এনে শুধুমাত্র আমরা বেঁচে থাকাকালীন অবস্থায় তাদের জন্য করি এবং আমরা মরে যাওয়ার পর তাদের জন্য যদি কিছু রেখে যেতে না পারি তাহলে তারাও আমাদের কিন্তু কখনো আর মনে রাখবে না। তাইতো সাধারণ শ্রেণীর লোকেরা প্রায়ই তাদের উপার্জিত টাকার কিছু অংশ সব সময় সঞ্চয় করে রাখে তাদের ভবিষ্যতের জন্য।



আসলে এজন্য যারা সবসময় টাকার অপচয় করে তারা কখনো জীবনে সুখী হতে পারেনা। যদিও আপনার কাছে কোটি কোটি টাকা থাকুক না কেন আপনি যদি সেই টাকার সৎ ব্যবহার না করেন তাহলে একদিন না একদিন আপনার সেই সব টাকা ফুরিয়ে যাবে। আসলে এজন্য আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বুঝে শুনে টাকা-পয়সা ব্যয় করবো এবং ভবিষ্যতের জন্য একটু একটু করে সঞ্চয় করে রেখে যাব যাতে করে আমরা ভবিষ্যৎ জীবনে একটু সুখে শান্তিতে দিন কাটাতে পারি। কারণ মানুষ একটা সময় পর্যন্ত পরিশ্রম করতে পারে। পরবর্তীতে যেহেতু মানুষ আর পরিশ্রম করতে পারে না তাই তার সঞ্চিত অর্থ দিয়ে সে তার বাকি জীবনটা আরাম আয়েশে পার করে দিতে পারে। আসলে এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আয় বুঝে সব সময় ব্যয় করতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 10 days ago 

অনেক সুন্দর কিছু কথা গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন ভাইয়া।কোটিপতিরও টাকা একদিন ফুঁড়িয়ে যাবে যদি হিসাব করে খরচ না করে।যার যেমন আয় তাতে ঠিক সেভাবেই চলা উচিত ও ব্যায় করা উচিস।ধন্যবাদ সুন্দর কথা গুলো ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65560.09
ETH 3467.72
USDT 1.00
SBD 2.68