প্রাপ্তি ও প্রত্যাশার পার্থক্য

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার কাছে মনে হয় প্রাপ্তি ও প্রত্যাশার মধ্যে যে পার্থক্যটা রয়েছে। সেটা খুব কম শব্দের একটা পার্থক্য। কিন্তু সেটা বর্ণনা কিংবা সেটার অনুভব অনেক বেশি। এবং প্রাপ্তি ও প্রত্যাশার মধ্যকার পার্থক্যটি হলো দুঃখ। অর্থাৎ প্রাপ্তি বলতে আমরা কি বুঝি? প্রাপ্তি বলতে আমরা বুঝি, আমরা যে জিনিসটা পেয়ে যাই। আর স্বাভাবিকভাবেই আমরা মানুষ হিসেবে যে জিনিসটা চাই। সে জিনিসটা যদি নিজেদের কাছে পেয়ে যাই, নিজেদের হাতের নাগালে চলে আসে এবং সেটা যদি আমরা অর্জন করে ফেলি। তাহলে কিন্তু আমাদের জন্য সেই ব্যাপারটা হয় অনেক বেশি আনন্দের এবং তাই প্রাপ্তি সবসময় আনন্দের হয়। আর প্রাপ্তি মানে হলো, যেটা আমরা পাই।

কিন্তু প্রত্যাশা কখনোই আনন্দের হয় না। কারণ আমাদের মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি, উচ্চাকাঙ্ক্ষা থাকে এবং উচ্চাকাঙ্ক্ষা আসলে বেশিরভাগ সময়ই অর্জন করা সম্ভব হয়ে উঠে না। আর আমরা যখন আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি পাই না। তখন আসলে আমাদের অনেক বেশি দুঃখ হয়। তাই আমার কাছে মনে হয় যে প্রাপ্তি আর প্রত্যাশা আসল অর্থে অনেক বেশি আলাদা মনে হলেও এটা পার্থক্য শুধুমাত্র দুঃখের। কারণ আপনি প্রাপ্তিটা অর্জন করে যতো বেশি খুশি হবেন। ঠিক তার উল্টোভাবেই আপনাদের প্রত্যাশার জন্য আপনি দুঃখ প্রকাশ করবেন। যতোক্ষণ না সেটা প্রাপ্তিতে রূপান্তরিত হচ্ছে।

আর প্রত্যাশাকে অর্থাৎ দুঃখটাকে সুখে রূপান্তরিত করার জন্য আমাদের সেই প্রত্যাশাটাকে প্রাপ্তিতে রূপান্তর করতে হবে। কিন্তু এটা আমরা অনেক মানুষ ই সেটা বুঝতে চাই না। অর্থাৎ আমরা সব সময় প্রত্যাশা করতে পছন্দ করি। কিন্তু প্রাপ্তির জন্য কাজ করতে খুব একটা আমাদের স্বাচ্ছন্দ বোধ করি না। কারণ প্রাপ্তির জন্য অনেক বেশি খাঁটুনি করতে হয়।প্রত্যাশা অবসর সময়ে গান গাইতে গাইতে ও করা যায় এবং এতে কোনো কষ্ট নেই।

তাই আমরা যদি প্রাপ্তি ও প্রত্যাশার মধ্যকার কারণ হতে না চাই। অর্থাৎ আমরা যদি আমাদের দুঃখের কারণ হতে না চাই। তাহলে প্রথমতই আমাদের যেটা শেয়ার করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা টাকে প্রাপ্তিতে রূপান্তরিত করতে হবে। এতে দেখবেন, আমাদের সকলের জীবনটাই সুখে ভরে উঠছে।
Sort:  
 3 months ago 

একদম ঠিক বলেছেন প্রাপ্তি এবং প্রত্যাশা দুটো ছোট শব্দ হলেও এই দুটো শব্দের মধ্যকার পার্থক্য অনেক বেশি। যে কোন সময় যেকোনো কিছু বসে বসে কিন্তু প্রত্যাশা করা যায়। তবে প্রাপ্তির ক্ষেত্রে হয়তো বা নিজে নিজে প্রাপ্তিটা আসে না। কখনো এই প্রাপ্তির জন্য পরিশ্রম করতে হয় কখনো বা অনেক সময় অপেক্ষা করতে হয়। আপনার লেখাগুলো খুব সুন্দর লাগলো আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.95
ETH 2940.27
USDT 1.00
SBD 2.64