পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমরা তো মানুষ হিসেবে সমাজে বসবাস করছি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করছি। আসলে মানুষ তাদের অবস্থা ভেদে বিভিন্ন ধরনের পরিশ্রম করে থাকে। অর্থাৎ আমাদের সমাজে যারা গরীব শ্রেণীর লোক তাদের জীবনে অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয় এবং যারা মধ্যবিত্ত শ্রেণীর লোক তাদেরও কিন্তু কম পরিশ্রম করতে হয় না। আসলে এই পৃথিবীতে সবচেয়ে ধনী শ্রেণীর লোকেরাই কম পরিশ্রম করে। আসলে তারাও কিন্তু শারীরিক দিক থেকে পরিশ্রম না করলেও মানসিক দিক থেকে বিভিন্ন পরিশ্রম করে। কারণ এই পৃথিবীতে কেউ বুদ্ধির জোরে বেশি অর্থ লাভ করে এবং কেউ শারীরিক জোরে অর্থাৎ কঠোর পরিশ্রম করে জীবনে সাফল্য অর্জন করে। আসলে বুদ্ধি দিয়ে পরিশ্রম করলে সেই পরিশ্রম কিন্তু তেমন একটা বেশি কঠিন হয় না। কারণ আপনি যদি কোন কাজ করার আগে কোন চিন্তা ভাবনা না করে সেই কাজটি করেন হয়তোবা সেই কাজটি করতে আপনার অনেক বেশি কষ্ট হবে।


কিন্তু আপনি যদি বুদ্ধি করে কোন কঠিন কাজকে সহজ করে তোলেন তাহলে সেই সহজ কাজটি করতে আপনাকে অনেক কম পরিশ্রম করতে হবে। আসলে আমার মনে হয় যে এই পৃথিবীতে যারা কঠোর পরিশ্রম করে তারা জীবনে সাফল্য লাভ করতে পারে। আর যারা বুদ্ধি দিয়ে কঠোর পরিশ্রম করে তারা কখনো কোন কাজে পরাজিত হয় না। এছাড়াও পরিশ্রমের মাধ্যমে একজন মানুষ তার অবস্থার পরিবর্তন করতে পারে। যদিও একজন গরিব শ্রেণীর লোক সব সময় কঠোর পরিশ্রম করে এবং সে যদি সামান্য বুদ্ধি দিয়ে জীবনে কঠোর পরিশ্রম করতে পারে তাহলে তাকে আর ভবিষ্যতে গরিব থাকতে হবে না। কেননা সে তার সৎ মন-মানসিকতা নিয়ে যে পরিশ্রম করে সেই পরিশ্রমের মাধ্যমে সে অবশ্যই জীবনে উন্নতি লাভ করবে। এছাড়াও আমরা সব সময় চেষ্টা করব যে পরিশ্রমের ক্ষেত্রে কখনো ফাঁকি দেওয়া চলবে না।


আসলে আপনি যদি কোন কাজে ফাঁকি দেন তাহলে সেই ফাঁকিতে আপনাকে নিজেকেই পড়তে হবে। কেননা এই পৃথিবীতে ফাঁকি দিয়ে কোন কাজ কখনো সঠিকভাবে সম্পন্ন হয় না। আসলে যে কাজটি আপনি নিজে করবেন সেই কাজটি সম্পর্কে আপনার সঠিক ধারনা থাকবে এবং পরবর্তীতে সেই একই রকমের কাজ আসলে আপনার কাছে সেই কাজগুলো অনেক বেশি সহজ হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার কাজটি অন্য কাউকে দিয়ে করিয়ে পরবর্তীতে আপনি সময় পেলে সেই কাজটি করবেন তখন দেখবেন যে আপনার কাছে সেই কাজটি অনেক বেশি কঠিন হয়ে গেছেন। আসলে এই পৃথিবীতে নিজের কাজ সবসময় নিজেকেই করতে হয়। কেননা নিজের কাজ যদি অন্যকে করতে দেয়া হয় তাহলে সে কাজ কখনো ঠিকঠাকভাবে সম্পন্ন হয় না।



আর এজন্য আমাদের জীবনে সাফল্য অর্জন করতে হলে পরিশ্রমের কোন বিকল্প নেই। এমন এমন মানুষ এই পৃথিবীতে ছিলেন যারা তাদের শৈশব কাল থেকে একদম মৃত্যুর আগে পর্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসলে মানুষ যদি পরিশ্রম না করে সুখে শান্তিতে দিন যাপন করে তাহলে সেই সুখে শান্তির দিন বেশি দিন আর তারা কাটাতে পারবেনা। আসলে যারা সব সময় কাজের ভিতরে থাকে তাদের মন-মানসিকতা সবসময় ভালো থাকে এবং তারা জীবনে কখনো কষ্ট পায় না। আসলে আপনার কাছে যদিও প্রচুর টাকা আছে কিন্তু আপনি ঘরে বসে বসে চুপচাপ করে রইলেন এবং কোন কাজ করলেন না এতে করে একদিকে আপনার যেমন শরীর খারাপ হবে তেমনি অন্যদিকে আপনার মেজাজটা খিটখিটে হয়ে যাবে। আর এজন্য আমরা সব সময় পরিশ্রম করতে থাকবো এবং এই পরিশ্রমের মাধ্যমে আমরা নিজেদের ভাগ্যের উন্নতি করতে চেষ্টা করব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63047.55
ETH 2690.45
USDT 1.00
SBD 2.54