টাকার অভাবে না হোক নষ্ট স্বভাব

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি যদি একটা প্রশ্ন করি, তাহলে হয়তো সকলের উত্তর হবে একই এবং প্রশ্নটি হলো আমাদের পৃথিবীতে কার টাকা দরকার নেই? আমি যদি বিল গেটস এর কথা বলি, তাহলে তারও কিন্তু টাকার দরকার রয়েছে। কারণ তার যদি টাকার দরকার না ই থাকতো। তাহলে কিন্তু সে হাত-পা গুটিয়ে বসে থাকতো কিংবা শুধুমাত্র লাইফ ইনজয় করতো। তারা কিন্তু তা করে না।এখনো পর্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তাই পৃথিবীতে সকলেরই কিন্তু অর্থের প্রয়োজন রয়েছে।

একটি প্রবাদ বাক্য আছে।সেটা হলো, যত বড় গাছ তার তত বড় হাওয়া। ঠিক তেমনটাই তাই, যতো ইনকাম তার কিন্তু ততো খরচ রয়েছে। তাই সবার অভাবটাই প্রায় একই। হয়তো অভাবের মধ্যে তফাৎ থাকে। অর্থাৎ অনেকের অভাব থাকে বিলাসিতার আবার অনেকের অভাব থাকে প্রয়োজনের।

কিন্তু এই অভাবের মাঝে যেই সমস্যাটা সবচেয়ে বেশি সৃষ্টি হয়। সেটা হচ্ছে অভাবের জন্য অনেক মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। যেটা অসম্ভব ভয়ঙ্কর একটি ব্যাপার আমাদের সমাজের জন্য এবং আমাদের ব্যক্তিজীবনের জন্যেও।

তাই আমাদের জীবনের যতোই অভাব আসুক না কেনো। আমাদের সব সময় এটা মনে রাখতে হবে যে, সব কিছুর ঊর্ধ্বে আমরা মানুষ এবং আমরা সৃষ্টির সেরা জীব। তাই কোনোভাবেই অভাব টাকে নিজেদের স্বভাবের ঊর্ধ্বে উঠতে দেওয়া যাবে না এবং আমরা আমাদের জীবনে যতোই অভাব ফেস করি না কেনো। কখনোই নিজের আত্মসম্মান কিংবা নিজের ব্যক্তিত্বকে সেই অভাবের সামনে বিক্রি করে দেওয়া যাবে না।

কারণ এতে করে হয়তো সাময়িকভাবে আমাদের হাতে কিছু পয়সা ঠিক ই চলে আসবে। কিন্তু এতে করে আমাদের জীবনটা একেবারে তছনছ হয়ে যাবে। সেটা হয়তো দশ বছর আগে হবে কিংবা ১০ বছর পরে হবে,কিন্তু হবেই। তাই আমাদের অভাবের জন্য কখনোই নিজের স্বভাব, নিজের চরিত্র বিসর্জন দেওয়া যাবে না। কারণ এগুলো আমাদের কাছে অমূল্য সম্পদ।
Sort:  
 last month 

অনেক সুন্দর লিখেছেন আপনি আপনার লেখাগুলো পড়ে সত্যি আমার অনেক ভালো লাগলো। আসলে মানুষের জীবনে টাকা আসবে যাবে এটা বড় ব্যাপার না। তাই বলে অভাবের জন্য নিজের স্বভাব চরিত্র কখনো বিসর্জন দেওয়া যাবে না। কারণ অভাব হচ্ছে ক্ষণিকের জন্য আর চরিত্রে একবার দাগ লাগলে সেটা কখনো যায় না। এমন সুন্দর একটি জেনারেল রাইটিং আমাদের মধ্যে পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

মানুষের জীবনে উত্থান পতন আছেই। অনেক সময় আমাদের কাছে কোন টাকাই থাকে না, তাই বলে আমরা আমাদের স্বভাব কখনোই নষ্ট করতে পারবো না। অতিরিক্ত টাকাও মানুষের স্বভাব নষ্ট করে দেয়। তবে আমরা যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া উচিত। আজকে টাকা না থাকলেও আগামীতে আমার অবস্থান পরিবর্তন হবেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60970.82
ETH 2602.36
USDT 1.00
SBD 2.65