নির্মমতা মেনে নিন!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বেশ কয়েকদিন আগে একটা বাসায় ঘুরতে গিয়েছিলাম, দাওয়াত ছিলো। আর দাওয়াত দিয়েছিলো কারণ তাদের বাসায় একটা বাচ্চা হয়েছিলো। অর্থাৎ তাদের নতুন সদস্যের আগমনের পার্টি ছিলো বলা চলে। তো সেখানে আমরা যথারীতি সকলেই আড্ডা দিচ্ছিলাম, আনন্দ করছিলাম, গল্প করছিলাম। অর্থাৎ পরিবারের সকলে মিলেই একসাথে হলে যা হয় আর কি।

তো সেখানে আমার এক আন্টিকেও দাওয়াত করা হয়েছিলো। অর্থাৎ আমাদের সবাইকে যেহেতু দাওয়াত করা হয়েছিলো। তাই উনাকেও দাওয়াত করা হয়েছিলো। তবে উনার একটা সমস্যা হলো, উনার বিগত বেশ অনেক বছর ধরেই বাচ্চা হচ্ছে না। বিয়ের পরে উনারা অনেক ট্রাই করেছেন। কিন্তু আন্টির কোনো এক সমস্যার কারণে বারবার উনাদের বাচ্চা হওয়ার প্লানিং ক্যানসেল করতে হয়।

কিন্তু সবচেয়ে নির্মম যে ব্যাপারটা দেখলাম। সেটা হচ্ছে, আমাদেরকে যারা দাওয়াত করেছিলেন। অর্থাৎ আমাদের ওই আত্মীয় উনি সবাইকে উনার বাচ্চা ধরতে দিলেও। সবাইকে উনার বাচ্চা কোলে নিতে দিলেও।কোনভাবেই কোনো না কোনো অজুহাতে ওই আন্টিকে কোলে নিতে দিচ্ছিলেন না এবং উনার চেহারা দেখে বোঝা যাচ্ছিলো যে, উনি ওই আন্টিকে দাওয়াত করেছেন। তবে শুধুমাত্র সামাজিকতার জন্য দাওয়াত দিতে হয়েছিলো আন্টিকে।

ওই আন্টি চেহারা দেখেই বুঝা যাচ্ছিলো যে, উনি বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন এবং উনি প্রচন্ড কষ্ট পেয়েছেন। আমারও নিজেরও খুব খারাপ লেগেছে ব্যাপারটিতে। তাই আমার এটাই মনে হয়েছে যে, এই নির্মমতাগুলো মেনে নেওয়া উচিত। অর্থাৎ কেউ যদি তার বাচ্চা ধরতে না দেয়। তাহলে তার বাচ্চার দিকে আর তাকানো ও উচিত নয়। কারণ সৃষ্টিকর্তা চাইলে একদিন না একদিন অবশ্যই একটা মায়ের কোলজুড়ে একটা ফুটফুটে সন্তান দেবেন। কিন্তু তাই বলে অন্যের এসব সহ্য করার কোনো মানে নেই। অর্থাৎ যারা এরকম করবে তাদের কাছ থেকে সাথে সাথেই আমার মতে চলে আসা উচিত।

যেকোনো রোগ যে কারোরই হতে পারে। আসলে রোগ কখন কার হবে, কোন রোগ হবে। সেটা একমাত্র সৃষ্টিকর্তায় ভালো জানেন। তাই নিজের যা আছে, তা নিয়ে কখনোই গৌরব করা উচিত নয়। আর তা যদি হয় বাচ্চার ব্যাপার, তাহলে তো একেবারেই নয়।
Sort:  

Grandpa-whale is launching a project and invite you to join, This is the Detailed Post for This Project

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.19
JST 0.033
BTC 91239.44
ETH 3087.28
USDT 1.00
SBD 2.81