ক্ষমতার দম্ভে ধ্বংস হওয়া (সপ্তম পর্ব)
এক হচ্ছে তার পাবলিক সিমপ্যাথি অনেক বেড়ে যায়। আর দ্বিতীয়ত তাকে হত্যা করার চক্রান্তকারী সকলেই একবারে পুলিশের কাছে ধরা খেয়ে তাদের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যায়। দেখতে দেখতে শোভনের সেই কাঙ্খিত সময় চলে আসে। যখন শোভন তার জেলা থেকে এমপি ইলেকশন করবে বলে সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত নিতেই তার এলাকার আগের এমপি তার উপরে প্রচন্ড রেগে যায়। তিনি প্রথমে শোভনকে ডেকে নানা রকম কথাবার্তা বলে বোঝাতে চেষ্টা করেন।
যখন শোভন কোনো কথাই শুনছে না তখন তিনি শোভনকে হুমকি দেয় প্রাণে মেরে ফেলার।শোভন তাকে জানাই সে কোন কিছুতেই ভয় পাওয়ার পাত্র নয়। শোভন সেই প্রাক্তন এমপি কে জানায় আপনার সাথে আমিও নমিনেশন সাবমিট করবো। দল থেকে যাকে নমিনেশন দেবে সেই এখান থেকে ইলেকশন করবে। দল যদি আমাকে না দিয়ে আপনাকে নমিনেশন দেয় তাহলে আমিও আপনার হয়ে কাজ করবো। এই কথা বলে শোভন সেখান থেকে চলে যায়। তবে শোভন আগে থেকেই সেন্ট্রালে নেতাদেরকে ম্যানেজ করে রেখেছে।
তারা শোভনকে জানাই দলীয় নমিনেশন শোভনকেই দেয়া হবে। যথাসময়ে দলীয় সাপোর্ট ডিক্লেয়ার করা হয়। সেখানে দেখা যায় দল থেকে শোভনকে নির্বাচন করার অনুমতি দেয়া হয়েছে। তবে নমিনেশন পাওয়ার সাথেই শোভন খুবই সতর্ক হয়ে যায়। সে চিন্তা করতে থাকে তার বিরোধীদলের লোকজনেরা সবাই এক হয়ে তার বিরুদ্ধে মাঠে নামবে। যদিও এরা উপর দিয়ে কখনোই বলবে না যে তারা শোভনের বিপক্ষে।শোভন তখন আবার তার গুপ্তচরদের সাহায্য নেয়। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।