বিপদের বন্ধু প্রকৃত বন্ধু

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বিপদের বন্ধু প্রকৃত বন্ধু সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে এই প্রবাদটি কিন্তু আমরা খুব ছোটবেলা থেকেই শুনেছি। আসলে ছোটবেলার সেই দুই বন্ধুর গল্পের কথা মনে পড়ে যায়। আমার মত আপনারা হয়তোবা সেই দুই বন্ধুর গল্পটি শুনেছেন। যেখানে দুই বন্ধু বাগানে ঘুরতে গিয়েছিল এবং তাদের সামনে একটি ভাল্লুক চলে এসেছিল। তখন এক বন্ধু অন্য বন্ধুকে ফেলে দিয়ে গাছের উপরে উঠে গিয়েছিল এবং কোনোভাবে অন্য বন্ধুটির সেই ভাল্লুকের হাত থেকে তার বুদ্ধির জন্য রক্ষা পেয়েছিল। আসলে আমার কাছে এগুলো কখনোই গল্প মনে হতো না। কেননা এই গল্পটা পুরোটাই বাস্তব জীবনের সাথে তুলনা করা হয়েছে। আসলে এই গল্পের বাস্তবতা আমরা বর্তমান সময়ে অনেক জায়গাতেই দেখতে পাই। আসলে আমাদের জীবনে ছোটবেলা থেকে একদম শেষ বয়স অবধি অনেক ধরনের বন্ধুর সাথে পরিচয় হয়। এমন এমন কিছু বন্ধু আছে যারা আমাদের সারাজীবন পাশে থেকে যায় এবং সব সময় আমাদের উপকার করে। আসলে এইসব বন্ধু আমাদের সবার জীবনে অবশ্যই দরকার। কারণ ১০ জন খারাপ বন্ধুর থেকে একজন ভালো বন্ধু থাকা ভালো।

আসলে এই পৃথিবীতে আমরা বিভিন্ন বন্ধুর সাথে যখন পরিচিত হই তখন এর মধ্যে থেকে কিছু কিছু বন্ধু আমাদের জীবনে সারা জীবন থেকে যায়। আসলে এইসব বন্ধুরা আমাদের পাশে থেকে আমাদের সবসময় সাহায্য করে এবং আমরা যাতে কোন বিপদে না পড়ি সেই দিকে সবসময় খেয়াল রাখে। আসলে একজন প্রকৃত বন্ধু যখন আমাদের পাশে থাকে তখন আমাদের কোন বাঁধা-বিপত্তি আটকে রাখতে পারে না। কেননা এসব বন্ধুরা আগে থেকেই আমাদের সকল বাঁধা-বিপত্তিকে দূরে সরিয়ে দেয়। আসলে এই পৃথিবীতে এমন বন্ধু পাওয়া বড়ই কঠিন। কিন্তু একটা জিনিস বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে যেসব বন্ধুরা বন্ধুদের টাকা দেখে তাদের সঙ্গে মেলামেশা করে এবং তাদের উপকার করার চেষ্টা করে তারা কিন্তু কখনই প্রকৃত বন্ধু হতে পারে না। আসলে আমাদের এই সমাজে আমরা বিভিন্ন ধরনের লোক বসবাস করি। এর ভিতরে কারো কারো পরিবারের অবস্থা খুবই খারাপ এবং কারো কোন পরিবারের অবস্থা অনেক বেশি ভালো।


কিন্তু বেশিরভাগ লোক এসব খারাপ পরিবারের বন্ধুদের সাথে কখনো মেলামেশা করে না। আসলে এইসব বন্ধুদের সঙ্গে মেলামেশা করলে তারা হয়তোবা তাদের স্ট্যাটাসটা অনেক নিচে নামিয়ে ফেলবে মনে হয়। আর যারা প্রচুর সম্পত্তির মালিক সেই সব বন্ধুদের সঙ্গে প্রায় সবাই মেলামেশা করার চেষ্টা করে। আসলে আমরা যখন ছোটবেলায় স্কুল কলেজে পড়াশুনা করতাম তখন দেখতাম যে কোন একজন বন্ধু যদি একটা ভালো জিনিস ক্লাসে নিয়ে আসে তখন সবাই তার পিছনে চলে যায় এবং তার কাছে বসার চেষ্টা করে। আসলে এইসব বন্ধু কিন্তু বেশিদিন স্থায়িত্ব থাকে না। কারণ এরা সব সময় স্বার্থের জন্য বন্ধু-বান্ধবের সঙ্গে মেলামেশা করে। আসলে এই ধরনের বন্ধুত্ব কখনোই প্রকৃত বন্ধুত্ব হতে পারে না। এছাড়াও কখনো আমাদের কোন গরিব বন্ধু যদি কোন বিপদে পড়ে আমরা যদি নিঃসন্দেহে সেসব বন্ধুকে সাহায্য করতে পারি তাহলে আমরা তাদের কাছে হয়তোবা সারা জীবন একজন ভালো বন্ধু হয়ে থাকতে পারবো।


আর এজন্য আমরা যখন কোন বিপদে থাকি তখন আমরা আমাদের বন্ধুদেরকে চিনতে পারি। কেননা এই বিপদের সময় কিন্তু সব বন্ধু আমাদের পাশে থাকে না। আসলে যেসব বন্ধুরা আমাদের বিপদের সময় আমাদের পাশে থাকে এবং আমাদের সাহায্য করেন তবে আপনি নিঃসন্দেহে বুঝে নেবেন যে সেসব বন্ধুই আমাদের জীবনের সবথেকে প্রকৃত বন্ধু। শুধুমাত্র সুখের সময় যেসব বন্ধুরা থাকে তারা কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না। তাইতো আমাদের সবার উচিত বন্ধুর সুখের সময় নয় বন্ধুর বিপদের সময় বন্ধুর পাশে থাকা অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আসলে আমরা যদি এভাবে এক বন্ধু হয়ে অন্য বন্ধুর সাহায্য সবসময় করতে পারি তাহলে আমাদের পৃথিবীতে এই বন্ধুর নামটিকে সবাই সম্মান করবে এবং কোন বন্ধু কোন বন্ধুকে বিপদে ফেলে আর চলে আসবে না। আর এজন্যই বলা হয়েছে যে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60944.89
ETH 2608.11
USDT 1.00
SBD 2.67