কুসংস্কার।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কুসংস্কার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।



image.png



লিংক


প্রাচীনকাল থেকে সবাই আমরা একসাথে দলবদ্ধ হয়ে বসবাস করে আসছি এবং আমরা একে অন্যের সাহায্যে সব সময় এগিয়ে আসছি। আসলে এই দলবদ্ধভাবে বসবাসের প্রধান কারণ হলো অন্যান্য হিংস্র প্রাণীদের হাত থেকে যাতে করে আমরা সবাই বেঁচে থাকতে পারি। কারণ সবাই যদি একসাথে একই জায়গায় বসবাস করি তাহলে হয়তোবা অনেক হিংস্র জীবজন্তু আমাদের আক্রমণ করতে পারত না। এছাড়াও তখনকার সময়ে মানুষ বিভিন্ন ধরনের অবাস্তব জিনিস মেনে তখনকার সময় বসবাস করত। আসলে তখনকার সময়ে এত শিক্ষা এত বিদ্যার কোন ব্যবহার ছিল না।

আসলে মানুষ তখন এতটা উন্নত ছিল না তাই তারা বিভিন্ন ধরনের কুসংস্কারকে মেনে তখনকার সময়ে একই সাথে বসবাস করত এবং সেইসব কুসংস্কার মেনে চলত। আসলে শিক্ষা মানুষের জ্ঞানকে যেমন বৃদ্ধি করে তেমনি এইসব কুসংস্কার সম্পর্কে সঠিক ধারণা দিয়ে দেয়। কিন্তু তখনকার সময়ে মানুষ যেহেতু এইসব কুসংস্কার মানতো আর এর ফলে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হত। আপনি ধরুন আগেকার সময়ে কলেরায় কত মানুষ মারা যেত। তখন তারা ভাবতো যে কলেরার সময় সেসব রোগীকে যদি জল খাওয়ানো হতো তাহলে তারা মারা যাবে।



আসলে পরবর্তীতে মানুষের যখন ধারণা পাল্টে গেল এবং তারা বুঝতে পারল যে করেরার সময় মানুষকে যদি জল না খাওয়ানো হয় তবেই তারা মারা যায়। আর এর পর থেকে কলেরাকে আর মরণব্যাধি বলা হতো না। আসলে পৃথিবীতে এখনো অনেক ধরনের কুসংস্কার রয়েছে যা সব সময় মানুষ অন্ধের মত বিশ্বাস করে মেনে চলে আসছে। আসলে এই এই সব কুসংস্কার একদিক থেকে সমাজকে যেমন ধ্বংস করে দিচ্ছে তেমনি অন্য দিক থেকে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে বাঁধার সৃষ্টি করছে। কারণ একটা কুসংস্কার জাতি কখনোই উন্নত পৃথিবী আশা করে না।


আর সমাজে যারা এই সমস্ত কুসংস্কার নিয়ে এখনো মাতামাতি করে তারা কখনোই সমাজের ভালো চায়না। আসলে তারা কখনোই সুষ্ঠু শিক্ষা গ্রহণ করেনি। আসলে সুষ্ঠু শিক্ষা যারা কখনো গ্রহণ করেনা তাদের দ্বারা সমাজের কোন ব্যক্তির কোন ধরনের ভালো কাজ কখনোই সম্পন্ন হয় না। আর এজন্যই তারা দেশ এবং জাতির জন্য বিপদজনক। আর যদি শিক্ষা ব্যবস্থা সকল স্তরের লোকেদের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে তারা এসব কুসংস্কার প্রথা বিশ্বাস করবে না। তারা এই কুসংস্কারের ক্ষতিকর দিক সম্পর্কে বুঝতে পারবে এবং আধুনিক সমাজ গঠনের জন্য এই সমস্ত কুসংস্কারকে ত্যাগ করবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 5 months ago 

যেখানে যুক্তি দিয়ে বিবেচনা করা যায় না সেখানে কুসংস্কারটাই প্রাধান্য পায়। এখনো অনেক মানুষ আছে যারা পূর্বেকার কুসংস্কার নিয়ে পড়ে থাকে। তবে এটা ঠিক আগেকার সমাজে বিভিন্নরকম কুসংস্কার মানা হতো। এখন সেটা অনেকাংশেই কমে গিয়েছে। তবে যখন পুরোপুরি ভাবেই কুসংস্কার যাবে তখনই মূলত শিক্ষার আসল সার্থকতা হবে।

 5 months ago 

আগের দিনের মানুষজন প্রচুর পরিমাণে কুসংস্কারে বিশ্বাস করতো। কিন্তু আধুনিক যুগে এসব একেবারেই মেনে নেওয়া যায় না। কারণ এখনকার বেশিরভাগ মানুষ শিক্ষিত এবং সবার হাতে হাতে স্মার্টফোন। কুসংস্কারে বিশ্বাস করলে জাতি হিসেবে আমরা কখনোই উন্নতি করতে পারবো না। তাই মন থেকে কুসংস্কার একেবারে ঝেড়ে ফেলতে হবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68180.36
ETH 2642.05
USDT 1.00
SBD 2.70