পাবলিক ট্রান্সপোর্ট এর কিছু ভদ্রতা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা হর হামেশাই কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট এর মাধ্যমে যাতায়াত করি। কারণ সব সময় নিজের ব্যক্তিগত ট্রান্সপোর্ট সিস্টেম মেইনটেইন করা কিংবা নিজের গাড়ি নিয়ে চলাফেরা করাটা সবসময় সম্ভব হয় না। হয়তো অনেকের জন্য সম্ভব হয়। কিন্তু আমরা যারা সাধারন মানুষ কিংবা মধ্যবিত্ত রয়েছি। আমাদের জন্য যেমন প্রাইভেট ট্রান্সপোর্ট প্রয়োজন , ঠিক তেমনটাই পাবলিক ট্রান্সপোর্ট ও প্রয়োজন। অর্থাৎ আমাদের ভিন্ন সময় ভিন্ন ভিন্ন প্রয়োজন হয়। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু চলি।

প্রাইভেট ট্রান্সপোর্ট সিস্টেমে যেভাবে ইচ্ছা সেভাবেই যাওয়া যায়। অর্থাৎ ধরুন আপনি নিজের কারের মধ্যে কিভাবে বসলেন, কিভাবে খাচ্ছেন কিংবা কিভাবে হাসি-তামাশা করছেন। সেটা কেউ কিন্তু দেখতে যায় না।

কিন্তু আপনি যখন একটি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করছেন। তখন অবশ্যই আপনাকে কিছু ভদ্রতা এবং সভ্যতা মেনে চলতেই হবে এবং এটা একটি বেসিক ব্যাপার অর্থাৎ বেসিক ভদ্রতা। এই বেসিক ভদ্রতার মধ্যে প্রথমেই খুব বেশি প্রয়োজনীয় যেগুলো।সেগুলো হলো, অবশ্যই একটু নিচু স্বরে কথা বলা, ফোনে অনেক জোরে কথা না বলা, নিজের জায়গাটুকু নিজে নিয়েই বসা। অর্থাৎ একজন বসে দুইজনের জায়গা নষ্ট না করা। অন্যের ফোনের দিকে তাকিয়ে না থাকা। আর সবচেয়ে বেশি যেটা ইম্পরট্যান্ট। সেটা হচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টে উঠে বড়লোকি না দেখানো। যেটা আমাদের মাঝে বেশিরভাগ মানুষই করে থাকে।

কারণ আপনি হতে পারে অনেক বড়লোক। কোনো প্রয়োজনে হয়তো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হচ্ছে।কিন্তু তার মানে এই নয়, যারা ডেইলি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করবেন কিংবা তাদের এটা বুঝিয়ে দিবেন যে তারা গরীব এবং আপনি অনেক বেশি বড়লোক। এটা কিন্তু একেবারেই ভুল। কারণ পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু বেশিরভাগ মানুষরা ইউজ করে থাকে। সে হতে পারে গরিব, সে হতে পারে মধ্যবিত্ত, আবার সে বড়লোকও হতে পারে। আর একটা কথা কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। সেটা হলো, ব্যবহার ই কিন্তু একটা মানুষের ব্যক্তিত্বের এবং পরিবারের পরিচয় দেয়।
Sort:  
 2 months ago 

সবার দ্বারা প্রাইভেট গাড়ি নিয়ে চলা সম্ভব নয়। আমরা যারা গরিব কিংবা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা রয়েছে তারা অবশ্যই পাবলিক ট্রান্সপোর্টে চলতে হয়। সেখানে চলতে গিয়ে আমরা কমন কিছু ভুল করে থাকি, যার কারণে প্রতিনিয়ত আমরা দেখি কোন না কোন সমস্যা লেগে থাকে। খুব সুন্দর ভাবে আপনি কিছু নিয়ম তুলে ধরেছেন। নিচু স্বরে কথা বলা, ফোনে অনেক জোরে কথা না বলা, নিজের জায়গাটুকু নিজে নিয়েই বসা। এ নিয়মগুলো আমরা মেনে চললে তাহলে কোন সমস্যা পোহাতে হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 63223.35
ETH 2688.72
USDT 1.00
SBD 2.55