রূপকথা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে রূপকথা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমাদের শৈশব জীবনটা খুব আনন্দের ভিতর কাটিয়েছি। কেননা আমরা আমাদের জন্মের পর আমাদের ঠাকুর দাদা এবং ঠাকুর মাকে পেয়েছি। আসলে আমরা খুব ভাগ্যবান যে আমরা আমাদের শৈশবকালে আমাদের ঠাকুরদাদা এবং ঠাকুরমাকে পেয়েছি। এছাড়াও আমাদের শৈশবের স্মৃতিগুলোকে আনন্দ ঘন করে তোলার জন্য তাদের অবদান অনেকটা বেশি। আসলে আমরা ছোটবেলাতে আমাদের মা-বাবার কাছ থেকে তাদের কাছে সবসময় বেশি থাকতাম। এছাড়াও তারা আমাদের সব সময় বিভিন্ন ধরনের জিনিস শেখাতেন। আসলে এমন কোন রাত নেই যে রাতে আমরা আমাদের ঠাকুরদাদা এবং ঠাকুর মার পাশে না ঘুমিয়ে। আসলে তাদের পাশে ঘুমানোর অন্যতম একটা প্রধান কারণ হলো এই রূপকথা। আসলে তাদের ভিতর অনেকটা ট্যালেন্ট ছিল। কেননা আমাদের প্রতিদিন রাতে এক এক ধরনের রূপকথা তারা শোনাতেন এবং সেই রূপকথা শুনে আমাদের ঘুম পাড়াতেন।

আসলে আমার মত হয়তোবা আপনারাও আপনার ছোটবেলায় এই ঠাকুরমা এবং ঠাকুরদাদার কাছ থেকে বিভিন্ন ধরনের রূপকথা শুনেছেন। আসলে সময়ের স্রোতে এখন এই রূপকথাগুলো হারিয়ে যাচ্ছে। আসলে এই রূপকথা ছিল এক সময়ের একটা ঐতিহ্য। কেননা আগেরকার মানুষেরা বিভিন্ন ধরনের গল্প বলতো যে গল্পগুলোর ভিতরে ছিল আনন্দ, হাসি এবং ভয়ানক কিছু ঘটনা। আসলে এইসব রূপকথা না শুনলে আমাদের ছোটবেলায় আর ঘুম আসতো না। এছাড়াও আমাদের ঠাকুরমা এবং ঠাকুর দাদা আমাদের ছোটবেলাতে এক একদিন এক এক ধরনের রূপকথা বলে শোনাতেন। কোন কোন দিন হাসির রূপকথা শুনাতেন আবার কোন কোন দিন দুঃখের রূপকথা শোনাতে। আসলে সবচেয়ে হাস্যকর একটা ব্যাপার হলো তারা যেদিন আমাদের ভয়ংকর কোনরূপ কথা শোনাতে সেদিন আমরা রাতের বেলায় একা একা বাথরুমে যেতে পারতাম না।



কেননা আমরা যখন সেই রূপ কথা শুনতাম তখন সেই রূপকথাকে আমরা বাস্তব জীবনের সাথে এক করে ফেলতাম। হয়তোবা আমাদের জীবনে এইরকম কোন ঘটনা হতে পারে। আসলে এই বিষয়গুলো আমরা তখন কল্পনা করতাম। এছাড়াও রাতের বেলা যখন আমরা কোনরূপ কথা শুনে ঘুমিয়ে পড়তাম তখন রাতের বেলায় বিভিন্ন ধরনের আনন্দের স্বপ্ন দেখতাম। আসলে যেদিন ভয়ংকর কোন রূপ কথা আমাদের ঠাকুরমা এবং ঠাকুরদাদা শুনাতেন তখন সেই ভয়ংকর রূপকথার রাতে স্বপ্নের মাঝে আমাদের কাছে ফিরে আসতে। আসলে মনে হতো যে কোন লেখক কোন ঘটনা লিখে দিয়েছেন এবং সেই ঘটনা আমাদের স্বপ্নের মাঝে বাস্তব রূপান্তরিত হয়েছে। আসলে এইসব ব্যাপারটা এখনকার সময়ের বাচ্চারা কখনো উপভোগ করতে পারে না। কারণ এখনকার সময়ের ঠাকুর দাদা ঠাকুর মা আগেরকার মতো ঠাকুর দাদা এবং ঠাকুর মার মতন নয়।


আসলে এই বিষয়গুলো এখন বর্তমান সময়ে বিলুপ্ত হয়ে গেছে। অনুভূতিটা এখন আর আমাদের মাঝে নেই। আসলে এসব মানুষগুলো আমাদের জীবন থেকে চলে যাওয়াতে আমাদের জীবনের রঙিন স্বপ্নগুলো তখনই চলে গেছে। আর এখন আমরা স্বপ্ন দেখি বাস্তব জগতের। যেখানে শুধু কাজ আর কাজ। আর বর্তমান সময়ের এই রূপকথাগুলো পূর্বের রূপকথা অপেক্ষা আলাদা। আসলে এখনকার রূপ কথার মধ্যে তেমন কোনো রস পাওয়া যায় না। আর আমরা ভুলে গেছি আমাদের সেই রূপকথার স্মৃতি গুলো। আসলে আমাদের জীবনে এই রূপকথা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। কারণ তখন তারা বিভিন্ন উপদেশ দিতেন এই রূপকথার মাঝে। যেগুলো আমরা পরবর্তী জীবনে প্রতিফলিত করার চেষ্টা করেছি। আসলে এই রূপকথার ছোট গল্পগুলো এখন আর কোথাও লিপিবদ্ধ নেই।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62847.35
ETH 2464.17
USDT 1.00
SBD 2.64