পরিশ্রমের কোন বিকল্প নেই


workplace-4155023_1920.jpg

Source

হ্যালো স্টিমিট পরিবার, আল্লাহর রহমতে আমি আজকের দিনে বেঁচে আছি, এইটাই অনেক। আজকে আমি যেই কথাগুলো শেয়ার করবো, সেটা হয়তো কারো জীবনে নতুন আলো নিয়ে আসতে পারে।আমরা প্রায়ই শুনি পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি।কিন্তু আসলে যখন নিজে জীবন দিয়ে সেটা টের পাই, তখনই এর সত্যতা বুঝা যায়।

আমি একেবারে গ্রামের ছেলে। বাবা ছোট ব্যাবসা করেন, মা গৃহিণী। খুব অল্প বয়স থেকে বুঝেছি টাকায় কত দাম। পড়াশোনার পাশাপাশি টিউশন করেছি, ছোট জব ও করেছি মাঝেমধ্যে বাসায় রেশন তুলেছি, এমনকি সামান্য অনলাইন ইনকাম করেও সংসারে হাত লাগিয়েছি।অনেকে বলে, ভাই, এত কষ্ট করো কেন?
আমি বলি, এই কষ্টই তো একদিন আমার মায়ের মুখে হাসি এনে দেবে।

জীবনে লক্ষ্য থাকলে তার পেছনে ছুটতেই হবে, মাঝপথে ঝড় আসবেই, ধুলো উঠবেই কিন্তু থেমে গেলে তো সব শেষ।
আপনারা যারা আজ সংগ্রামে আছেন, হাল ছাড়বেন না। একটু একটু করে এগিয়ে যান। ইনশাআল্লাহ, একদিন আপনার গল্পও অন্যদের অনুপ্রেরণা হবে এটাই আশা রাখি। ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.037
BTC 106006.61
ETH 3568.89
USDT 1.00
SBD 0.55