বাংলাদেশকে লজ্জার সাগরে ডুবিয়ে যুক্তরাষ্ট্রের টি-২০ সিরিজ জয়

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র জিতে সিরিজে ১-০ তে এগিয়ে ছিলো। যার ফলে সিরিজে টিকে থাকার জন্য এই ম্যাচে বাংলাদেশের সামনে জয় ভিন্ন অন্য কোন পথ খোলা ছিলো না। এদিন টসে জিতে বাংলাদেশ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যানরা বেশ দেখেশুনে খেলতে থাকে। যার ফলে তাদের রান রেট ছিলো বেশ খারাপ। ৬.৫ ওভারে ৪৪ রানে তারা পরাপর দুটো উইকেট হারিয়ে ফেলে। তারপরে মোনাক প্যাটেল এবং এরন জোনস ৬০ রানের একটি চমৎকার পার্টনারশিপ গড়ে তোলেন। দলীয় ১০৪ রানের মাথায় এরন জোনস আউট হয়ে গেলে। তারপর থেকে যুক্তরাষ্ট্র নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত তারা ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৪ রান করতে সমর্থ হয়।


Screenshot_20240524_223052.jpg

স্ক্রিনশট নেয়া হয়েছে Dream Max চ্যানেল থেকে

১৪৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এদিন শুধু ক্যাপ্টেন শান্ত এবং হৃদয়ের মাঝে ৪৮ রানের একটা পার্টনারশিপ তৈরি হয়েছিল। তারপরে বাংলাদেশ দলের আর তেমন কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি। এই দুজন বাদে সাকিব আল হাসান করেছিলেন ৩০ রান। বাদবাকি বাংলাদেশের আর কোন ব্যাটসম্যান উল্লেখযোগ্য কোনো রান করতে পারেনি।


অলরাউন্ডার সাকিব আল হাসান যতক্ষণ ক্রিজে ছিলেন তখন পর্যন্ত বাংলাদেশের জয়ের একটা সম্ভাবনা ছিলো। কিন্তু তিনি আউট হয়ে যাওয়ার পর বাদবাকি উইকেট গুলো দ্রুত পড়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ ৬ রানে ম্যাচটি হেরে যায়। এই ম্যাচ জিতে যুক্তরাষ্ট্র তিন ম্যাচের সিরিজ জিতে গেলো। আর এই সিরিজ হেরে বাংলাদেশ দল চরম ব্যর্থতার পরিচয় দিলো। যুক্তরাষ্ট্রের মত এমন নবীন একটা দলের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের দর্শকরা কিছুতেই মেনে নিতে পারছে না।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  
 last month 

বাংলাদেশের ছেলে হয়ে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের খেলা হচ্ছে এই খবরটা আমার অজানা। আপনার পোষ্টের মধ্য থেকে এটা জানতে পারলাম এবং এটাও জানতে পারলাম যে তারা হেরেছে। অবশ্য হারবেই যে দলে দুর্নীতি বেশি থাকে সেসব দল গুলো হারবে এটাই স্বাভাবিক। যদিও নিজের দেশ তারপরও ভাল লাগল হেরেছে বলে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 58139.39
ETH 2454.15
USDT 1.00
SBD 2.36