ভিন্নতা বুঝতে হবে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা অনেক সময় অনেক কিছুর ভিন্নতা বুঝতে পারি না। যেমনটা আসলে আমাদের সব সময় বলা হয় যে, আমরা আসলে সত্য কিংবা মিথ্যা কিংবা ভালো কিংবা খারাপ কিংবা প্রয়োজন এবং অপ্রয়োজন এই ব্যাপার গুলো আসলে বুঝতে পারিনা। অর্থাৎ কোনো একটা বিষয়ে যে আরেকটি বিপরীত ব্যাপার থাকে। সেটাই আমরা কেনো জানি কোনো ভাবেই বুঝতে পারিনা।

অর্থাৎ আজকে আমি এটা নিয়েই কথা বলতে এসেছি। আমরা আসলে কোথাও ভিন্নতা থাকলে সেটা খুব সহজে ধরতে পারি না। কিন্তু কোথাও যদি মিল থাকে। তাহলে সেটা আমরা অনেক সহজেই ধরতে পারি। কিন্তু ওই মিল থাকাটা ধরতে পারার জন্য যতোটা সহজ, ততোটা কঠিন। কিন্তু ভিন্নতাটা চোখে পরার মতোন। কারণ কিছু কিছু ভিন্নতা থাকে, যেগুলো আসলে অনেকটা একরকম হয় অর্থাৎ আমি যদি বলি ভালো মানুষ এবং ভালো মানুষের মুখোশ পরে থাকা খারাপ মানুষ।তাদের মধ্যে কিন্তু ভিন্নতা অনেক বেশি।

কিন্তু সে ভিন্নতাটাতে আপনি প্রথমেই যেটা খুঁজে পাবেন। সেটা হচ্ছে অনেক বেশি মিল খুঁজে পাবেন। অর্থাৎ আপনি ওই ভিন্নতাটা অনুভব করতে পারবেন, যখন আপনি ওই ভিন্নতাটা খুঁজবেন তখন। কারণ যেই খারাপ মানুষটি ভালো মানুষের মুখোশ করে রয়েছে। সে সবসময় চাইবে যে তার ব্যক্তিত্ব যেনো ভালো মানুষের মতো প্রদর্শিত হয় সকলের সামনে। তাই আমাদের যদি কোনো কিছু ভালো করতে হয়। তাহলে তার আগে আমাদের যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা হচ্ছে ভিন্নতা বুঝতে হবে। খারাপ ভালোর মধ্যে ভিন্নতা বুঝতে হবে। সত্য-মিথ্যার মধ্যে ভিন্নতা বুঝতে হবে। কোনটা প্রয়োজনীয়, কোনটা একেবারেই দরকার নেই। এসবের মধ্যে ভিন্নতা খুঁজতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, ভালো মানুষ এবং ভালো মানুষের মতন দেখতে এই দুইটি ব্যাপারে ভিন্নতাটা আগে খুঁজে বের করতে হবে। কারণ এই মুখোশের আড়ালে থাকা মানুষগুলোর ভিন্নতা আমরা ধরতে পারিনা বলেই তারা আমাদের ক্ষতি করার এতো সাহস পায়।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.21
JST 0.037
BTC 98337.34
ETH 3416.22
USDT 1.00
SBD 3.42