অহংকার মানুষকে ধ্বংস করে দেয়

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অহংকার মানুষকে ধ্বংস করে দেয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে আমাদের এই রক্ত মাংসের গড়া শরীরে যদি হিংসা থাকে তাহলে আমাদের কেউ কখনো ভালোবাসবে না। আসলে এই পৃথিবীতে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আসলে এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার প্রধান কারণ হলো আমাদের মনে অন্যের জন্য দয়া মায়া থাকে। আসলে আমরা মানুষ হিসেবে অন্য মানুষকে যখন ভালোবাসি এবং তাদের সাহায্যে সবসময় এগিয়ে আসি। আমরা কখনো চেষ্টা করবো না যে অন্য কারো কোনরকম ক্ষতি করার। আসলে এই পৃথিবীতে সরল মন মানসিকতার মানুষের খুব অভাব। আসলে সরল মন মানসিকতার মানুষ দেখলে আমরা সবসময় বুঝে যাই যে এই মানুষটি সরল সোজা মানুষ। কেননা এই সব মানুষদের কথাবার্তা এবং আচার ভঙ্গি দেখে আপনি তৎক্ষণাৎ বুঝে যাবেন। আসলে এসব মন মানসিকতার লোক কখনো অন্যকে আঘাত করতে চেষ্টা করে না এবং তারা সবসময় চায় যে অন্য সবাই সুখে শান্তিতে দিন কাটাক। আসলে এই পৃথিবীতে যারা হিংসুক প্রকৃতির লোক তারা অন্যের কখনো ভালো চায়না।


কেননা তারা শুধুমাত্র স্বার্থের জন্য নিজেরাই জীবনে উন্নতি লাভ করতে চায়। আসলে তারা নিজের স্বার্থ ছাড়া অন্যের স্বার্থ কখনো গুরুত্ব দেয় না। আমাদের এই পৃথিবীতে আমরা যদি নিজেদের স্বার্থকে বড় করে ধরে নিজেরাই একাকী বসবাস করতে চেষ্টা করি তাহলে আমাদেরকে কখনো মানুষ বলে কেউ মনে করবে না। তখন সবাই আমাদেরকে স্বার্থপর বলে মনে করবে। আসলে অনেকে আছে যারা অহংকারে তাদের পা মাটিতে পড়ে না। আসলে এইসব ব্যক্তিরা যদি আমাদের জীবনে আসে তাহলে কিন্তু আমরা সব সময় এইসব ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের বিপদে পড়তে পারি। আসলে এইসব ব্যক্তিরা আপনাকে বিপদে ফেলে রেখে তারা নিজেই দূরে সরে যাবে। আসলে এইসব ব্যক্তিদের জীবনের প্রধান উদ্দেশ্য হল অন্যকে বিপদে ফেলা এবং নিজেরা ভালোভাবে সমাজে চলাফেরা করা। আসলে এসব ব্যক্তিরা মনে করে যে টাকা দিয়ে সমাজ থেকে সম্মান ক্রয় করা যায়।



আসলে অহংকারী মানুষ জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না। আর একসময় এই অহংকারী মানুষকে তাদের সকল পাপের শাস্তি পেতে হয়। এছাড়াও আমরা দেখতে পাই যে আমাদের সমাজে কিছু কিছু ধনী লোক আছে যারা কখনো অহংকারী নয়। আসলে সেই সব মানুষদের সাথে কথা বললে মনে হবে তারা একজন সাধারণ শ্রেণীর মানুষ। কিন্তু তাদের প্রচুর অর্থ পয়সা রয়েছে। তবুও তারা সবসময় মনে করে যে এই অহংকার মানুষকে পতনের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই তারা এই বিশাল অর্থের মালিক হয়েও তারা কখনো অহংকারকে গ্রহণ করে না। আসলে আমার মনে হয় যে যারা খুব নিম্ন স্তর থেকে অসৎ উপায় অবলম্বন করে প্রচুর টাকার মালিক হয়েছে তারাই কিন্তু জীবনে অহংকারী হয়। আসলে প্রথম প্রথম এত টাকা এবং অর্থ সম্পত্তি দেখে তারা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ মনে করবে। আসলে এভাবে অসৎ উপায় অবলম্বন করে জীবনে বড়লোক হলেও সুখ কখনো পাওয়া যায় না।



আসলে আমাদের সমাজে আমরা বিভিন্ন মানুষকে দেখতে পাই এবং পূর্বে তাদের গুনগান সম্পর্কে অনেক কিছু শুনেছি। এছাড়াও পূর্বের অনেক রাজা ছিলেন যারা কিনা তাদের প্রচুর টাকা থাকার সত্বেও তারা তাদের এই অর্থ গরিবদের মাঝে দান করতেন এবং সবাই তাদেরকে মন প্রাণ দিয়ে ভালবাসতো। আসলে এজন্য আমার মনে হয় যে এই পৃথিবীতে আপনি যতই উঁচু স্থানে পৌঁছে যান না কেন আপনি যদি অহংকার না ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনি সেই স্থানে বেশিদিন আর থাকতে পারবেন না। আসলে অহংকার হল পতনের মূল। আপনার মনে যখন থেকে অহংকার জন্ম নেবে তখন থেকে আপনি বুঝবেন যে আপনার জীবনে আর কখনো সফলতা আসবে না এবং আপনি একদিন আবার পূর্বের অবস্থায় ফিরে আসবেন। আসলে আপনাকে উপর থেকে সবাই ভালবাসলেও কেউ কখনো মন দিয়ে ভালোবাসে না। আর এজন্য জীবনে মানুষের মত মানুষ হতে গেলে সর্বপ্রথম অহংকারকে ত্যাগ করতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60592.45
ETH 2714.27
USDT 1.00
SBD 2.45