অন্যকে খাওয়ানোর তৃপ্তি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

অনেক মানুষ অনেক রকম কাজ করে তৃপ্তি পায়। অর্থাৎ সকল মানুষদের একরকম কাজ করে তৃপ্তি পাবে ,এমন কোনো কথা নেই। কোন মানুষ যে কিসে তৃপ্তি পায় কিংবা কোন মানুষ যে কিসে ভালো থাকে। সেটা আমরা কেউ বলতে পারি না। কারণ আমরা যেহেতু মানুষ আলাদা ,আমাদের আত্মসম্মানবোধ যেমন আলাদা। ঠিক একইভাবে আমাদের আসলে সবকিছুই আলাদা বলা চলে কারণ আমরা হয়তোবা একই সাথে থাকি। কিন্তু একই সাথে থাকলেও সকল এর চিন্তা ভাবনা যে একই রকম হতে হবে ,এমন কিন্তু কোনো কথা নেই। আর এমনটাও হতে পারে যে ,আমার যেটা ভালো লাগবে ,সেটা অন্য কারো ভালো না ও লাগতে পারে।

তবে আমি মনে করি ,যে জায়গাতে আমাদের সকলের তৃপ্তি পাওয়া উচিত কিংবা যে জায়গাতে আমাদের সকলের ভালোলাগা কাজ করা উচিত। সেটা হলো ,অন্য কাউকে খাওয়ানোতে। কারণ অন্য কাউকে খাওয়ানো অনেক পুন্যের কাজ আর আমার মনে হয় আমাদের সারা জীবনের আসলে আমরা অনেক রকম পাপ করে থাকি। তো সে ক্ষেত্রে আসলে আমরা যদি আমাদের পাপকে কিছুটা অংশ কমাতে চাই। তাহলে হয়তো আমরা অন্য কাউকে খাওয়ানোর মাধ্যমে সেটা করতে পারি।

কারণ এটা আপনারা খেয়াল করেছেন কিনা জানিনা। তবে গোপনে যদি আপনি কাউকে সাহায্য করেন। আপনি যদি কোনো কষ্টে থাকা মানুষকে খাবার দেন কিংবা তাদের খাবার ব্যবস্থা করে দেন। তাহলে দেখবেন যে আপনার মন সেদিন অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ভালো থাকবে। তার কারণ হলো ,অন্যকে খাওয়ানোর মধ্যে যেমন তৃপ্তি পাওয়া যায়। ঠিক একইভাবে এটা যেহেতু পুণ্যের কাজ। সে ক্ষেত্রে আমাদের মন ও ভালো হয়ে যায়। তাই আমার কাছে মনে হয় যে ,নিজের যতটুকু সামর্থ্য রয়েছে তার মধ্যে হলেও মাঝে মাঝে অন্য কষ্টে থাকা মানুষদের কিছুটা হলেও খাবার খাওয়ানো উচিত। এতে করে তারা যেমন ভালো থাকবে ,একই কভাবে আমরাও ভালো থাকতে পারবো।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 107869.41
ETH 3771.08
USDT 1.00
SBD 0.58