।। ফোন থেকে তোলা কিছু অসম্ভব সুন্দর ছবি ।।
আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের নমস্কার ও শুভ সন্ধ্যা জানান,
আমার বাংলা ব্লগে এটাই আমার পথ পোস্ট, আমার ফোনে তোলা কিছু ছবি আপনাদের সাথে share করবো, ফটোগ্রাফি করতে কারনা ভালো লাগে, বলতে পারেন আমার ফটোগ্রাফি করা একটা নেশা, যে নেশা কম বেশি সবার থাকে, এখন তো আর ভালো ছবি তুলতে ভালো ক্যামেরার প্রয়োজন নেই, পকেটে ফোন ভালো দৃশ্য চোখে পড়লেই পকেট থেকে ফোন বের করুন আর টপাটপ ক্যামেরা বন্দি করেনিন সুন্দর দৃশ্য গুলো। ঠিক আমিও এটাই করি আর করতেও খুব ভালো লাগে, আর সেই ভালো লাগা কিছু মুহূর্ত গুলোই আপনাদের সাথে ভাগ করে নেবো। আর গ্রাম বাংলার প্রতিটি দৃশ্য অপূর্ব অতুলনীয়।
- প্রথম ছবি
ডিভাইস:- রেডমি নোট 7 প্রো
ফটোগ্রাফার:- আমি নিজেই (@cineghost)
এক গোধূলিতে গ্রামের খালের পারে বসে ছিলাম সূর্য অস্ত যাচ্ছিল, হটাৎ সাইকেল নিয়ে একটি সুন্দর ফ্রেম চোখে পড়লো, টুক করে তুলে নিলাম।
- দ্বিতীয় ছবি
ডিভাইস:- রেডমি নোট 7 প্রো
ফটোগ্রাফার:- আমি নিজেই (@cineghost)
এটা আমার বাড়ির গাছের ফুল, ফুলটার নাম কাগজ ফুল, অনেকেই হয় তো এই ফুলটাকে অন্য নামে চেনে, ফুলটা গাছের পাতার মতো দেখতে।
- তৃতীয় ছবি
ডিভাইস:- রেডমি নোট 7 প্রো
ফটোগ্রাফার:- আমি নিজেই (@cineghost)
এটা হলো পুকুরের ছোটো কচুরি পানা, লোও angle থেকে তোলা, এই ছবিটা আমার দারুন প্রিয়, এটা তুলেছি আমাদের গ্রামের বাইরে একা জঙ্গল এর মতো আছে তার মাঝে একটা পুকুরের মধ্যে এই ছবি টা তুলি।
- চতুর্থ ছবি
ডিভাইস:- রেডমি নোট 7 প্রো
ফটোগ্রাফার:- আমি নিজেই (@cineghost)
এই ফুলটার নাম কাঞ্চন ফুল, আমার বাড়ির বাগানের গাছের ফুল। দারুন সুন্দর ফুলটা
*পঞ্চম ছবি
ডিভাইস:- রেডমি নোট 7 প্রো
ফটোগ্রাফার:- আমি নিজেই (@cineghost)
ছবিটার নাম দেওয়া যেতে পারে ভ্রমরের মধু চুরি। বোন ফুল থেকে মধু খেতে ব্যাস্ত ভ্রমরটা, এই রকম ফ্রেম দেখলে কি আর ছেড়ে দেওয়া যায় আপনারাই বলুন।
- ষষ্ঠ ছবি
ডিভাইস:- রেডমি নোট 7 প্রো
ফটোগ্রাফার:- আমি নিজেই (@cineghost)
ব্যাঙের ছাতা, কিছু কিছু খাওয়া যায়, আর বেশির ভাগ হয় বিষাক্ত।
- সপ্তম ছবি
ডিভাইস:- রেডমি নোট 7 প্রো
ফটোগ্রাফার:- আমি নিজেই (@cineghost)
বৃষ্টিস্নাত নয়নতারা ফুল। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে, সে যেই হোক মানুষ বা ফুল।
আজকের ফটোগ্রাফি পোস্ট এখানেই শেষ করলাম। কেমন লাগল ছবি গুলো অবশ্যই জানাবেন। ভুলত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দেবেন। ভুল ত্রুটি হলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাই সম্পুর্ণ পোস্টটি পড়ার জন্য।
।। আমার পরিচয় ।।
আমি রঞ্জন দাস, স্টিমিট আইডি @cineghost। আমি পশ্চিমবঙ্গে থাকি, পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। একজন গর্বিত বাঙালি।
আজ এই পর্যন্তই থাক।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন।
সঠিক নিয়ম কানুন না জেনে যেখানে সেখানে যেভাবে সেভাবে পোস্ট করা মোটেও উচিত না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাকে।
দাদা কি ভুল করেছি যদি একটু বলে দিতেন তাহলে খুব ভালো হতো, দয়া করে যদি বলেন