কার্তিক পুজো by @bull1( 10% shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
Screenshot_2022-11-17-19-39-30-62.jpg

প্রসাদ

১৮ই নভেম্বর‚২০২২‚ শুক্রবার

নমস্কার

পোস্টের নামকার্তিক পুজো
ডিভাইসRealme 5
স্থানকলকাতা
পোস্টদাতা@bull1

কেমন আছেন সবাই? সব ভালো তো? কার্তিক পুজো সবাই কেমন কাটালেন? কার্তিক পুজোর নেমন্তন্ন পেলেন কে কে? বা কারোর বাড়ি কার্তিক পড়েছিল কি?

আমি কিন্তু নেমন্তন্ন পেয়েছিলাম। একটা না‚
দুটো পেয়েছিলাম। তার মধ্যে একটার কার্তিক আবার আমিই ফেলেছিলাম। আমি মানে আমরা আমরা বন্ধুরা মিলে আরকি।

IMG20220319121626.jpg

কারিগরের কারখানা। যদিও মাটির মূর্তি যেদিকে তৈরী হয় সেখান থেকে বেরিয়ে আসার পর খেয়াল হয়েছিল ফটো তোলার কথা

প্রসঙ্গত এখানে যারা বাংলাদেশী বন্ধুরা আছেন তারা হয়তো কার্তিক ফেলার বিষয়টা ঠিক জানেন না বা হয়তো জানেন। আমি নিশ্চিত নই তাই বিষয়টা আমি একটু অল্প কথা বলে দিই। এমনিতে কার্তিক হলেন আমাদের দেব সেনাপতি অর্থাৎ স্বর্গে দেবতাদের সেনাপতি হলেন কার্তিক। তিনি হলেন অসাধারণ বীর এবং অত্যন্ত সুদর্শন। তাই সবাই বিশেষত বাঙালিরা কার্তিককে নিজের সন্তান হিসেবে পেতে চায়।

আমাদের মধ্যে এরকম কিছু লৌকিক চাহিদা প্রচলিত আছে‚ যেমন বাঙালি মেয়েরা শিবকে নিজের স্বামী হিসেবে পেতে চায়। একইভাবে বাঙালি দম্পতি রা কার্তিককে নিজের ছেলে হিসেবে পেতে চায়। আর একটা লৌকিক প্রথা প্রচলিত আছে যে যদি কারো বাড়িতে কার্তিক পুজো করা হয় তাহলে তার অবশ্যই কার্তিকের মতো সুদর্শন একটি ছেলে হবে। বিষয়টি কিছুটা লিঙ্গবৈষম্যযুক্ত সন্দেহ নেই। কিন্তু এমন লিঙ্গবিদ্বেষ সামাজিকভাবে জড়িয়ে আছে বিভিন্ন ক্ষেত্রে। বিষয়টাকে সবাই এখন মজা হিসাবে নেয়। কেউই আর অতটা গভীরে ভেবে দেখে না‚ তা সে পক্ষে ভাবা হোক বা বিপক্ষে! এই কার্তিক ফেলার বিষয়টিও তেমনই আরকি।

Screenshot_2022-11-17-19-39-42-61.jpg

এটা আমরা ফেলেছিলাম

তা যেখানে ছিলাম‚ যেহেতু লৌকিক বিশ্বাস যে কেউ যদি কার্তিক পুজো করে তবে তার কার্তিকের মতো সুদর্শন ছেলে হবে। তাই নব দম্পতিকে দিয়ে জোর করে কার্তিক পুজো করানোর জন্য তাদের বাড়িতে আগের রাতে কার্তিক ফেলে রাখা হয়। কোন কারিগরের থেকে কার্তিকটা আনা হয়েছে তার নাম- ঠিকানা একটা কাগজে লিখে কার্তিকের গলায় ঝুলিয়ে দেওয়া হয়‚ যাতে নব দম্পতি পরে কার্তিকের দাম কারিগরকে দিয়ে আসতে পারে। এছাড়া অনেকে কার্তিক পূজায় কি কি মেনু হবে তাও লিখে দিয়ে আসো মজা করে।

তা যাই হোক‚ আমাদের এক বন্ধুর সদ্য সদ্য বিয়ে হয়েছে! এই কয়েক মাস মাত্র হলো আর তাই তার বাড়িতেই গত রাতে আমরা বন্ধুরা মিলে কার্তিক ফেলতে গিয়েছিলাম।

Screenshot_2022-11-17-19-39-01-14.jpg

আজ সেই কার্তিক পূজার বাড়িতেই নেমন্তন্ন ছিল। সাথে অন্য একটা বাড়িতেও অবশ ছিল। সেই দুটো বাড়িতে ভরপেট খাওয়া দাওয়া হল। অনেক হাসিমজা হল। অনেকের সাথে দেখা সাক্ষাৎ হল। সব. সেরে বাড়ি আসলাম একটু আগে। এসে তারপর স্টীমিটের জন্যে এই পোস্ট লিখতে বসলাম।

আজ এইটুকুই থাক। খুব ঘুম পাচ্ছে। কাল আবার আসব নতুন পোস্ট নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxJ1u1MnMCrBHJPaKWJH15N5uPA8NFVHUQntxLoceGnpf5jhZxLp5DW6yvbpM3YtKMLnzzzqQUoDA5kpN3DWHtWXGDib2pMcuXQKYhGzgXL1bA79tXS51jRo (1).jpeg

আমার কথা -

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCKcemL7pyFEAttVvoDCTHN38jsvSyxiUmCpFyMsuod3d4ndKGFSu2ZZM7ReNQqJdAAU3zzpJYW56vRkSAEBP9Bpx6nsPqfQeQmTdoThUn6qwh7mZ2wtS.jpg

আমি @bull1 পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি। বয়স ২৮ বছর। ছাত্রজীবনে ইতিহাসে আর অঙ্কে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন শিক্ষকতা করি। আর টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Pa7vUiAYEMneios4pa7BPXUNukrfPJ6CepgrQh8KzAYei981EV2KBS6N3H3s8FmSad8HBcykJY8GhEeza.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Sort:  
 2 years ago 

কার্তিক ফেলার বিষয়টা আমি একেবারেই জানতাম না। এমনিতে কার্তিক পুজোর কথা শুনেছি। কিন্তু আপনার পোস্টের মাধ্যমে আজকে এই বিষয়টা সম্পর্কে সবকিছুই বুঝতে পারলাম। বিশেষ করে নবদম্পতির জন্য এই পুজোটা মনে হয় বেশ ভালো হবে। কারণ তারা নিজেদের জন্য একটা সুন্দর কার্তিকের মত সন্তান আশা করতে পারবে। বিশেষ করে আপনি দেখছি ভালোই নেমন্তন্ন খেয়েছেন।

 2 years ago 

যদিও এখন আর তেমন কুসংস্কার নেই‚ পুরোটাই বিশুদ্ধ মজা। তাও অবশ্যই তারা খুবই উপভোগ করে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67241.85
ETH 3492.89
USDT 1.00
SBD 2.68