পর্ব -১| সারল্যের ছোটোবেলা (10% @shy-fox এবং 5% @abb-school এর জন্য বরাদ্দ )

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

small-child-1251007.jpg
Image Source

ছোটোবেলায় আমাদের সবার মনেই কিছু বাড়াবাড়ি রকমের ভুল ধারণা থাকে। বয়স কম। যুক্তিবুদ্ধি কম। বিশ্বাস করে নেওয়ার ক্ষমতা সাঙ্ঘাতিক। ফলে যেকোনো জিনিসই আমরা সেই সময় খুব সহজে বিশ্বাস করে ফেলি। কিন্তু যখন আমরা বড় হই তখন সেইসব বিষ্ময়গুলো‚ ভালোলাগা বিশ্বাসগুলো সব কোথায় যেন উধাও হয়ে যায়। সারল্য হারিয়ে আমরা বড় হয়ে যাই।

আমি ছোটোবেলায় এক দাদুকে চিনতাম যে নাকি কাঠবিড়ালির ভাষা জানত। কাঠবিড়ালীর সাথে কথাবার্তা বলত। প্রথমে অবশ্যই বিশ্বাস করিনি। কেই বা বিশ্বাস করবে যদি কেউ বলে যে সে কাঠবিড়ালীর ভাষা জানে? কিন্তু একদিন সত্যি সত্যিই দেখলাম লোকটা গাছের তলায় বসে মুখে কেমন একটা আওয়াজ করল‚ ওমনি গাছের থেকে দুটো কাঠবিড়ালী নেমে আসল। খুব অবাক হয়েছিলাম সেদিন। ছোটো ছিলাম‚ সরল ছিলাম। অতকিছু বুঝতাম না স্বাভাবিকভাবেই। তাই সত্যিই ভেবেছিলাম যে লোকটা কাঠবিড়ালীর ভাষা জানে। দাদুটা তখন আমার কাছে আক্ষরিক অর্থেই সুপার ম্যান। যদিও বড় হয়ে বুঝেছি যে লোকটা যেহেতু প্রতিদিন খাবার নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট আওয়াজ করত‚ তাই কাঠবিড়ালীগুলো তার গলার আওয়াজটা চিনে গেছিল। আর সেই আওয়াজ করলেই ছুটে চলে আসত।

তবে হ্যাঁ‚ এটা জানার পর কিছুটা দুঃখ লেগেছিল। একজন সুপারম্যানকে হারানোর দুঃখ!

child-football-3-1437657.jpg
Image Source

ছোটোবেলায় জানতাম যে আমাদের পাড়াটা বিশাআআআল বড়। আর এই পারার বাইরে একা একা কখনোই যেতে নেই।গেলে বিপদ হয়। যতবারই পাড়ার বাইরে যেতে হয়েছে ততবারই ভালো জামাকাপড় পড়ে‚ সেজেগুজে‚ বড় কারও হাত ধরে গুটিগুটি পায়ে গেছি। মানে সে এক বিরাট হৈচৈ ব্যাপার আরকি। পাড়ার বাইরের কোনো এলাকা ছিলো আক্ষরিক অর্থেই একটা রহস্যময় রুপকথার রাজ্যে যাওয়া। যেখানে অনেক খারাপ লোক আছে। যারা দেখামাত্রই ধরে নিয়ে চলে যাবে। আটকে রাখবে কোনো ঘরে। বিক্রি করে দেবে বাইরের দেশে।

কিন্তু একসময় একটু বড় হলাম। বাড়ি থেকে কিছুটা ছাড় পেলাম। চাইলেই দুইপা বাড়িয়ে বন্ধুদের সাথে চলে যেতে পারলাম আগের সেই চেনা গন্ডির বাইরে। হ্যাঁ খারাপ লাগত না অবশ্যই বড় হয়ে যেতে। কিন্তু ছোট্টবেলার সেই রহস্যঘেরা ভাবনাচিন্তা আর ভয়গুলোকে কি কোনোদিনও মিস করতাম না? অবশ্যই করতাম। সেই উত্তেজনা যে আর কোনোদিনও পাব না। সেই নিষ্পাপ ভয়গুলোকে যে আজও খুব করে মনে পড়ে আমার।

kid-close-up-1310413.jpg
Image Source

আমাদের বাড়িতে একজন ঠাকুরমা আসত। পাড়ারই একজন বৃদ্ধা। আমার মার সাথে কথা বলতে আসত। জানিনা এই অসমবয়সী বন্ধুত্ব কিভাবে হয়েছিল। কিন্তু বন্ধুত্বটা খাঁটি ছিল অবশ্যই। প্রতিদিন বিকালে কিছুক্ষণ গল্পগুজব না করলে তাদের চলতই না। আর সেই ঠাকুরমা যে শুধুই মার সাথে গল্প করতে আসত তাইইনা‚ আমাদেরও অনেক অনেক গল্প বলত। রাক্ষস-খোক্কস‚ ব্যাঙ্গমা - ব্যাঙ্গমী‚ রাজপুত্র রাজকন্যা‚ দেবতা - অসুর বা রাজা - টুনটুনি‚ বাঘ শেয়াল এসবের। প্রতিটা দিন আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম তার জন্যে। ঠাকুরমাকে তখন রীতিমতো অতিমানব ধরনের কিছু মনে হত‚ যে এত এত সুন্দর সুন্দর গল্প ঠাকুরমাটা জানল কিভাবে? মাঝেমধ্যে তাকে প্রচন্ড বিষ্ময় আর সম্ভ্রম নিয়ে জিজ্ঞেসও করতাম যে এত গল্প কোথা থেকে জানল? ঠাকুরমা উত্তর দিত না। হেসে এড়িয়ে যেত। হয়তো উত্তর দিয়ে আমাদের বিষ্ময় নষ্ট করতে চাইত না।

old-woman-2-1431641.jpg
Image Source

পরে যখন আরেকটু বড় হলাম‚ গল্পের জন্যে অন্যের উপর নির্ভর না করে নিজে নিজেই গল্পের বই পড়তে শিখলাম‚ তখন একদিন হঠাৎ করেই আবিষ্কার করে ফেললাম যে আরে! ঠাকুরমার সব গল্পই তো হয় ঠাকুরমার ঝুলি আর নাহয় উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পের থেকে নেওয়া। ব্যস! ঠাকুরমার প্রতি সেই অতিলৌকিক বিষ্ময়ের সেখানেই অবসান। না ওনার গল্প বলার ক্ষমতা বা সদিচ্ছাকে ছোটো করছিনা। কিন্তু সারা পৃথিবীর সব ভালো ভালো গল্প আমাদের জন্যে খুঁজে আনা যে ঠাকুরমাকে ছোটোবেলায় চিনতাম‚ তাকে সেদিন হারিয়ে ফেলেছিলাম মূহুর্তের মধ্যেই। ছোটোলোকের এই সংক্রান্ত যাবতীয় বিষ্ময় সেদিনই শেষ হয়ে গেছিল।

আজ নাহয় এই পর্যন্ত থাক। কাল আবার অন্য অনেক ঘটনার স্মৃতিচারণ করব। তবে হ্যাঁ একটা কথা সবসময়ের জন্যই সত্যি। আমি আমার ছোটোবেলাকার সারল্যকে মিস করি।

innocence-1311886.jpg
Image Source

(চলবে)

Sort:  
 2 years ago 

আপনার পোস্টগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু আপনি অন্যের পোস্ট পড়েন না অন্যের পোস্টে কমেন্ট করে না। এটা আসলেই অনেক দুঃখজনক বিষয়। আশা করি এখন থেকে আপনি নিয়মিত অন্যের পোস্ট পড়বেন এবং কমেন্ট করবেন। তা না হলে আমার পক্ষে আপনাকে সাপোর্ট দেওয়া সম্ভব হবে না

 2 years ago 

হ্যাঁ ওটা কম হয়ে যায়। অনেক পোস্ট পড়েও কমেন্ট করা হয়না। করতে হবে।

 2 years ago 

আসলে আপনার সারল্যের ছোটো বেলা গল্প পড়ে খুব ভালো লাগলো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। আশা করি খুবই রোমাঞ্চকর বিষয় নিয়ে হাজির হবেন। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আমার লেখা পড়ার জন্যে। আমি পরের পর্ব কালই দেব।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59403.33
ETH 2607.28
USDT 1.00
SBD 2.38