বাওড়ের আশেপাশে ঘোরাঘুরি by @bull1 ( ১০% লাজুক খ্যাঁক এর জন্যে)

in আমার বাংলা ব্লগ10 months ago

IMG-20221111-WA0013.jpg

নমস্কার বন্ধুরা

১১ই নভেম্বর‚২০২২‚ শুক্রবার

পোস্টের নামবাওড়ের আশেপাশে ঘোরাঘুরি
ডিভাইসRealme 5
স্থানবনগাঁ
পোস্টদাতা@bull1

কেমন আছেন সবাই? সব ঠিকঠাক চলছে তো? আমি আজ একটু বনগাঁয় গেছিলাম। গেছিলাম মানে যেতে হয়েছে বাধ্য হয়ে আরকি। আমার এক বন্ধু সেখানে থাকে। তার খুব শরীর খারাপ। বিছানার থেকে উঠতে পারছে না। অথচ এর মধ্যেই তার কিছু অফিশিয়াল কাজ করতে হবে। আজই লাস্ট ডেট। না করলে অনেক সর্বনাশ হয়ে যাবে। এদিকে করার কোন লোক নেই।

IMG-20221111-WA0024.jpg

তাই বাধ্য হয়েই আমায় যেতে হল তার বাড়িতে। বন্ধুর জন্যে যদি এইটুকু না করতে পারি তাহলে আর কার জন্যে করব? বাড়ির থেকে বেরিয়ে ছিলাম সেই সকাল সকাল। এতটা পথ জার্নি করে যাওয়া কম কথা নাকি? প্রথমে ট্রেনে করে গেলাম বনগাঁ স্টেশন পর্যন্ত! তারপর সেখানে ধরতে হলো অটো। টোটোও ছিল অবশ্য। কিন্তু সেখানে মানুষের মুখোমুখি বুঝতে বলে আমার খুব অস্বস্তি লাগে। তাই আমি সবসময় পছন্দ করি অটোকেই। তার সেই অটোতে করে পৌঁছে গেলাম তার বাড়িতে। বাড়িটা বাওরের পাশে। বাওর একটা সুন্দর জায়গা, আমি নিশ্চিত জানি না তবে শুনেছি কোন একটা নদী পথ পরিবর্তন করার পরে আগের জায়গায় তৈরি হয়েছিল এই বাওড়! যত দূর তাকাও শুধু জল আর জল। তার মধ্যেই নৌকায় করে যাতায়াত। নৌকার মাঝিদের ব্যস্ততা‚ যাত্রীদের অপেক্ষা আর বিরক্তি‚ জেলেদের কখন আনন্দ কখনো আবার হাহুতাশ - সব মিলিয়ে সেটা আসলেই একটা অসাধারণ জায়গা। অফিসিয়াল কাজগুলো শেষ করার পর বাওড়ের আশেপাশে ঘুরলাম‚ ফটো তুললাম‚ নৌকা চড়লাম‚ আশেপাশের মানুষদের সাথে কথা বললাম। কিছু ফটো তুললাম। কিছুক্ষণ গিয়ে বসলাম বাওড়ের ধারে। তারপর বিকাল হয়ে গেলে আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।

IMG-20221111-WA0014.jpg

হ্যাঁ‚ এটা ঠিক যে আজ ওটুকু সময়ে একদম মন ভরেনি। খুব তাড়াতাড়িই আবার যাব হাতে অনেক সময় নিয়ে। আর তোমরা যারা যারা বনগাঁ বা তার আশেপাশে যাবে তারা কিন্তু বাওড় থেকে অবশ্যই ঘুরে আসবেন। নাহলে এত সুন্দর দৃশ্য আপনারা হয়তো অন্য কোথাও দেখতে পাবেন না।

আজ তবে এই পর্যন্তই থাক। জানি খুব ছোটো পোস্ট হয়ে গেল। কাল অবশ্যই বড় পোস্ট দেব। কিন্তু আজ কিছুতেই সম্ভব না। আজ শরীর সাঙ্ঘাতিক ক্লান্ত। অতটা জার্নি করার আর অত ঘোরাঘুরি করার ফল আরকি!

তা আজ আসি। কাল আবার দেখা হচ্ছে নতুন পোস্ট এর সাথে। ভালো থাকবেন সবাই।

IMG-20221111-WA0025.jpg

আমার কথা -

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCKcemL7pyFEAttVvoDCTHN38jsvSyxiUmCpFyMsuod3d4ndKGFSu2ZZM7ReNQqJdAAU3zzpJYW56vRkSAEBP9Bpx6nsPqfQeQmTdoThUn6qwh7mZ2wtS.jpg

আমি @bull1 পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি। বয়স ২৮ বছর। ছাত্রজীবনে ইতিহাসে আর অঙ্কে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন শিক্ষকতা করি। আর টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Sort:  
 10 months ago 

বাহ্ খউব সুন্দর ছবিগুলো পোস্ট করেছিস। এটা একদমই ঠিক কথা যে বন্ধু হয়ে যদি বন্ধুর সাহায্য না করি, তাহলে বন্ধু হওয়ার কোন মানেই নেই। ভালো করেছিস। বনগাঁর ওই লাইনটয় কখনও যাওয়া হয় নি। বেশ ভালো লাগলো পরিবেশ টা।

 10 months ago 

পিকনিক বা এমন নিছু অকেশন বানিয়ে ঘুরে আয়। দারুণ জায়গা গুলো

 10 months ago 

আপনার টাইটেল দেখে ভেবেছিলাম যে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাব বাওড়ের। কিন্তু আপনি খুবই কম ফটোগ্রাফি শেয়ার করেছেন। যাইহোক বন্ধুর বিপদে বন্ধুকেই তো এগিয়ে আসতে হবে। তার জন্য আপনি অনেক দূর কষ্ট করে গিয়েছেন। তাছাড়া অনেক মানুষের ভিড়ে মুখোমুখি গাদাগাদি হয়ে বসে যাওয়ার থেকে অটোতে যাওয়াই ভালো হয়েছে। এত সুন্দর জায়গায় অবশ্যই আবার কোন একদিন গিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করবেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 10 months ago 

আসলে এত সুন্দর প্রকৃতি ছিলো যে দেখতে দেখতে ফটো তুলতেই খেয়াল ছিলো না। :(

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.08
JST 0.022
BTC 26606.06
ETH 1584.57
USDT 1.00
SBD 2.17