পর্ব -১ | দক্ষিনেশ্বরে একদিন ( 10% @shy-fox এবং 5% @abb-school এর জন্য বরাদ্দ )

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

96f7c429-db67-437c-9aa7-48941ab63ad6.jpg

নমস্কার বন্ধুরা। কেমন আছেন সবাই?সবার খবরাখবর ভালো তো?

শারীরিক কিছু সমস্যার জন্যে শেষ এক সপ্তাহ ঠিকমতো আসতে পারিনি স্টীমিটে। এছাড়া ব্যক্তিগত ব্যস্ততাও ছিলো। কিছু জায়গায় যাওয়ার দরকার পড়েছিল। তাই এদিকে সময় দেওয়া হয়নি।

তা গত পরশুদিন আমি গেছিলাম দক্ষিনেশ্বরে। দক্ষিনেশ্বর কালীমন্দির এর নাম আপনারা কমবেশি নিশ্চয়ই শুনেছেন? ব্রিটিশ আমলে একমাত্র যে জমিদার ব্রিটিশদের বিরোধিতা করার ক্ষমতা রাখতেন. সেই রাণী রাসমণির নিজের হাতে তৈরী এই মন্দির!

ব্রিটিশ আমলে জমিদার হয়ে ব্রিটিশের সাথে টক্কর নেওয়ার কথায় অনেকে হয়তো সন্দেহ করতে পারেন। তাদের জন্যে একটা ঘটনা বলি।

একবার ইংরেজ সরকার গঙ্গায় জেলেদের মাছ ধরার উপর ট্যাক্স (জলকর) চাপায়। ব্রিটিশদের তো ধান্দাই ছিলো যেন তেন প্রকারেন ভারতীয়দের থেকে টাকা আদায় করা। এখন অসহায় জেলেরা রাণীর কাছে এসে হত্যে দেয় সাহায্যের জন্য। রাণী ছিলেন আসলেই মহৎ হৃদয়ের মানুষ। তিনি এই অত্যাচার বন্ধ করার জন্যে এক কৌশল করেন। রাণী রাসমণি ইংরেজ সরকারকে ১০ হাজার টাকা কর দিয়ে ঘুসুড়ি থেকে মোটিয়াবুরুজ এলাকার সমস্ত গঙ্গা জমা নেন এবং লোহার শিকল টানিয়ে জাহাজ ও নৌকো চলাচল বন্ধ করে দেন। ফলে ইংরেজদের ব্যবসা বানিজ্য লাটে ওঠে। ইংরেজ সরকার আপত্তি করলে রাসমণি বলেন যে, জাহাজ চলাচল করলে মাছ অন্য জায়গায় চলে যাবে ফলে জেলেদের ক্ষতি হবে। এই অবস্থায় ইংরেজ সরকার বাধ্য হয় রাণী রাসমণির সাথে সমঝোতায় আসতে। তারা ১০ হাজার টাকা ফেরত দেয় এবং জলকর তুলে নেয়। রাণীও খুশি মনে গঙ্গার থেকে শিকল খুলে নেয়।
Source
রাণীর সম্মানে আজও গঙ্গায় জেলেদের থেকে জলকর নেওয়া হয় না।

ইতিহাস থেকে জানা যায় যে ১৮৪৭ সালে রাণী রাসমণি দেবী কাশীতে তীর্থযাত্রা করতে যাচ্ছিলেন। ২৪ টি নৌকা বোঝাই করে সঙ্গীসাথী নিয়ে চলেছিলেন তিনি কাশীর পথে। কিন্তু মাঝরাস্তায় তিনি স্বপ্নাদেশ পান আর কাশীতে না গিয়ে এখানেই একটি মন্দির স্থাপন করেন। যা কালক্রমে কাশীর মতোই বিখ্যাত হয়ে দাঁড়ায়।

7b464e49-b1ce-4b45-b1c8-e83663960cb8.jpg
সেই গঙ্গা আজও বয়ে চলেছে একইভাবে……

মন্দিরের মূল জমি ছিলো ২০ একরের। এই প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়েছিল। মানুষ একে বলত সাহেবান বাগিচা। জমিটির আকার ছিলো কচ্ছপের মত ( কূর্মাকৃতি) যাকে তন্ত্রমতে অত্যন্ত শুভ ধরা হয়। তাই এই জমি কিনে আটবছর ধরে সেই আমলের ৯ লক্ষ টাকা খরচ করে এই মন্দির তৈরী করা হয়েছিল।

১৮৫৫ সালের ৩১ মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মূর্তিপ্রতিষ্ঠা করা হয়। দেবীকে এখানে মাতা ভবতারিনি কালিকা হিসাবে আরাধনা করা হয়।
Source

f0f15ead-31c9-44a8-944c-10bed7edb64f.jpg

উপমহাদেশের ইতিহাসে এই মন্দিরের গুরুত্ব কিন্ত অপরিসীম। ভারতের মানুষের কাছে এটা শুধু একটা মন্দির না‚ এটা ভারতের ইতিহাসের ভিত্তি! যুগবিভাজিকা। এই মন্দির যদি তৈরী না হত তাহলে আমরা রামকৃষ্ণকে পেতাম না। রামকৃষ্ণ না আসলে বিবেকানন্দ আসতেন না। আর বিবেকানন্দ না আসলে? নাহ! কল্পনাও করা যায় না। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যেকেই ছিলেন বিবেকানন্দের মানসপুত্র! ব্রহ্মবান্ধব উপাধ্যায় থেকে শুরু করে অগ্নিযুগের বিপ্লবীরা‚ গান্ধীজি থেকে শুরু করে নেতাজী সুভাষ - ভারতের সব স্বাধীনতাযোদ্ধারাই তাদের আদর্শ মেনেছিলেন এই সর্বত্যাগী গেরুয়াধারীকে। এক কথায় আজকের ভারতবর্ষই আসত না যদি বিবেকানন্দ না আসতেন।

5cf26e59-2d0f-4ad6-91b7-6f293dc74fa5.jpg
যুগকালদ্রস্টা স্বামী বিবেকানন্দের মূর্তি

হয়তো ভারতের ইতিহাসই আজ অন্য খাতে বইতো‚ হয়তো ভারতবর্ষ আজও পরাধীন থাকত যদি রাণী রাসমনি এই মন্দির প্রতিষ্ঠা না করতেন। কে বলতে পারে?

যাইহোক‚ আমার নিজের কথায় আসি।

7c22db09-5ba9-458a-bfd0-961ab75703a1.jpg
একটা সেলফি হয়ে যাক………

আমার কাজ ছিলো দক্ষিনেশ্বর মেট্রো স্টেশনে। একজনের সাথে দেখা করতে হবে। তা ভাবলাম আসলামই যখন মন্দিরটাও একটু ঘুরে যাই। সাথে উপরি পাওনা হিসাবে গঙ্গা তো আছেই।

30430b13-bf67-4e69-bc9a-73178f328451.jpg
মেট্রোর বাইরে সৌন্দর্যায়ন

903a6c48-bf98-4da1-949e-19ed4fc97e79.jpg
দক্ষিনেশ্বর মেট্রো স্টেশনে বিবেকানন্দ - রামকৃষ্ণ আর সারদা দেবীর মূর্তি

তাই মেট্রোর কাজ সেরে টুক করে বেড়িয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে! সোজা রাস্তা। মেট্রো থেকে বেরিয়ে একটা ব্রিজ। ব্রিজের পরে একটা স্কাইওয়াক। আর স্কাইওয়াক থেকে নামলেই মন্দির!

মন্দিরে ঢুকে তারপর কি হল পরের পর্বে বলছি।

(চলবে)

স্থানডিভাইস
দক্ষিনেশ্বর‚ উত্তর চব্বিশ পরগনা‚ পশ্চিমবঙ্গ‚ ভারতRealme 5
Sort:  
 2 years ago 

কোথাও থেকে লেখা নিয়ে আসলে এই লেখাকে অবশ্যই কোড করতে হয়। এই বিষয়টি হয়তো আপনার জানা আছে কারন লেভেল ৩ এ শেখানো হয়েছিলো। তারপরও আপনি এই ভুলটি করেছেন। আশা করি পরবর্তীতে এই বিষয়টি লক্ষ্য রাখবেন।

 2 years ago 

হ্যাঁ তাইতো। সরি খেয়াল ছিলোনা। এডিট করে দিলাম। ধন্যবাদ।

 2 years ago 

যদিও ওগুলো পুরোপুরি আনিনি। নিজের ভাষায় লিখেছি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41