লেভেল ২ হতে আমার অর্জন - By @bull1 (১০% বেনিফিশিয়ারি @shy-fox এবং ৫% বেনিফিশিয়ারি @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন।

আমি @bull1 গতকাল রাতে লেভেল - ২ এর মৌখিক পরীক্ষা দিয়েছি। আজ লেভেল - ২ এর লিখিত পরীক্ষা দিচ্ছি এই পোস্ট এর দ্বারা।

এখানে যে ক্লাস নেওয়া হয়েছে সেটাতে উপস্থিত থেকে আর লেকচার শীট ফলো করে আমি যা যা শিখেছি তার ভিত্তিতে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছি। আশাকরি অ্যাডমিন আর মডারেটররা আমার ভুলত্রুটি হলে ছোটো ভাই ভেবে ক্ষমা করে দেবেন।

লেভেল - ২ এ যে আমি যে টপিকগুলো শিখেছি তা হলো -

১. কী সিকিউরিটি
২. পাওয়ার আপ
৩. ডেলিগেশন
৪. ওয়ালেট

১. কী সিকিউরিটি

স্টিমিটে একাউন্ট তৈরি করার সময় আমরা কিছু কী পেয়ে থাকি যা দিয়ে আমরা আমাদের একাউন্ট এক্সেস করতে পারি। তাই কী সিকিউরিটি বিষয়ে অবশ্যই সঠিক জ্ঞান রাখা প্রয়োজন।

২. পাওয়ার আপ

আমি পোস্ট থেকে যে আয় করব তার কিছু অংশ স্টিম পাওয়ারের যোগ করে পাওয়ার আপ করতে পারব। এটা দিয়ে আমি নিজেই ভোট দিতে পারব এবং তা থেকে কিউরেশন রিওয়ার্ড পাব।

৩. ডেলিগেশন

একজনের স্টিম পাওয়ার অন্য একজনকে ব্যবহার করতে দেওয়াকেই বলে ডেলিগেশন। এর আক্ষরিক অর্থ হল ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি জড়ো করে বৃহৎ শক্তিতে রূপান্তরিত করা। আর সেই শক্তি ব্যবহার করে বৃহৎ কোন সুবিধা তৈরি করা। ডেলিগনেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য আমি এখানে শিখেছি।

৪. ওয়ালেট

স্টিমিটে যেখানে আমাদের আর্ন করা বা ইনভেস্ট করা সমস্ত এসেস্ট জমা থাকে তাকে ওয়ালেট বলে। এর কাজ আমাদের ব্যাঙ্কের মত।

2.jpg

লেভেল টু এর প্রশ্নোত্তর -

১- Posting key এর কাজ কি ?

উত্তর - যেকোনো সোশ্যাল অ্যাক্টিভিটিজ যেমন পোস্ট ও কমেন্ট করা‚ সেগুলো এডিট করা‚ আপভোট আর ডাউনভোট দেওয়া‚ কোনো অ্যাকাউন্টকে ফলো- আনফলো আর মিউটেশন করা এবং কোনো পোস্ট রিস্টিম করতে পোস্টিং কী ব্যবহার করা হয়।

২- Active key এর কাজ কি ?

উ: - এই কী এর সাহায্যে আমরা স্টীমিটে আর্থিক লেনদেনের কাজগুলো করতে পারব।

এর কাজগুলো হল - পাওয়ার আপ ও পাওয়ার ডাউন করা‚ ট্রান্সফার করা‚ SBD Steem কনভার্সন করা‚ কোনো এক্সচেঞ্জ কেনা বেচা করা‚ প্রোফাইলের তথ্য পালটানো আর উইটনেস ভোট দেওয়া

৩- Owner key এর কাজ কি ?

উঃ- ব্লকচেইনে কারও যদি নিজের মালিকানা প্রমাণ করার প্রয়োজন পড়ে তাহলে এই কী দরকার হবে।

৪ - Memo key এর কাজ কি ?

উঃ - এনক্রিপ্টেড মেসেজ পাঠাতে আর এনক্রিপ্টেড মেসেজ দেখতে মেমো কী প্রয়োজন হয়।

৫- Master password এর কাজ কি ?

উঃ- মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কী এর কাজ করা যায়। মাস্টার পাসওয়ার্ড হল অ্যাকাউন্টের সবথেকে সেনসিটিভ কী যেটি অ্যাকাউন্ট খোলার সময় পাওয়া যায়। অ্যাকাউন্ট রিকভার করতে মাস্টার পাসওয়ার্ড লাগে। অন্যান্য সব কী তৈরী হয় মাস্টার পাসওয়ার্ড এর ভিত্তিতে।

৬- Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উঃ - মাস্টার পাসওয়ার্ড নিরাপদ এ সংরক্ষণ করার জন্য আমি পেনড্রাইভে পিডিএফ ফাইল বানিয়ে তা এনক্রিপ্টেড করে রেখে দিয়েছি। আর গুগল ড্রাইভেও রেখেছি এবং জিমেইল এ টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রেখে দিয়েছি। এছাড়া একটা ডায়েরিতে লিখে রেখেছি আর প্রিন্ট আউটও বানিয়ে নিয়েছি।

৭- পাওয়ার আপ কেন জরুরী?

উঃ - পাওয়ার আপ করে আমরা স্টিম পাওয়ার বাড়াতে পারি। স্টিম পাওয়ার ব্যবহার করে ভোট দেয়া যায় এবং কিউরেশন রিওয়ার্ড অর্জন করা যায়। স্টিম পাওয়ার কম থাকলে ভোট এর ভ্যালু কম হয়। তাই পাওয়ার আপ করা প্রয়োজন।

৮- পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

উঃ পাওয়ার আপ করার জন্য প্রথমে স্টিমিট ওয়ালেট এ গিয়ে প্রাইভেট এক্টিভ কী দিয়ে লগইন করব। তারপর স্টিম একাউন্ট এর পাশে যে ডাউন সাইন টা থাকবে সেটাতে ক্লিক করব। এরপর পাওয়ার আপ অপশন এ ক্লিক করব। তখন একটা ফিল্ড আসবে যেখানে আমি কত স্টিম পাওয়ার আপ করবো সেই একাউন্ট লিখব। এরপর ফিল্ড এর নিচে পাওয়ার আপ লেখাটিতে ক্লিক করব। তারপর আবার একটি ফিল্ড আসবে যেখানে আমি আগে দেয়ে তথ্যগুলো কনফার্ম করতে হবে। এরপর ok তে ক্লিক করলেই পাওয়ার আপ হয়ে যাবে।

৯- সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উঃ ৩ দিন পর

১০- মেমো ফিল্ড এর কাজ কি?

উঃ। এনক্রিপ্টেড করা মেসেজের কোড দিতে মেমো ফিল্ড ব্যবহার করা হয়।

১১- ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উঃ - পাঁচ দিন পর

১২- ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উঃ - ৩০০ এস.পি।

1.jpg

এইগুলোই ছিলো লেভেল ২ থেকে আমার অর্জন। নিজের সর্বোচ্চ দিয়ে উত্তর দেবার চেষ্টা করেছি। দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন।

Sort:  
 2 years ago 

আপনি চেষ্টা করেছেন লেভেল টু এর সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, বোঝা যাচ্ছে আপনি বেশ মনোযোগ সহকারে ক্লাসটি করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ আমি পুরো বিষয়টি নিয়েই অত্যন্ত আগ্রহী। তাই ক্লাসগুলো মন দিয়ে করি।

 2 years ago 

লেভেল-২ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে বিভিন্ন কী এর কাজ গুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়৷ আমাদের সবার এই বিষয়গুলো জানা জরুরী বিষয়। আপনি খুব সুন্দর ভাবে সব কিছু উপস্থাপন করেছেন। শুভকামনা রইল.

 2 years ago 

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

লেভেল টু এর লিখিত পরীক্ষা আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। লেবেল টু এ অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হয় পাসওয়ার্ড এবং কি সম্পর্কে। আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে আপনি সবগুলো বিষয়ে অনেক ভালোভাবে বুঝেছেন। ধন্যবাদ পরবর্তী লেভেলের জন্য ভালোভাবে ক্লাস করে উত্তীর্ণ হবেন শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ আমি লেভেল থ্রি এর পড়াশোনা শুরু করে দিয়েছি

 2 years ago 

আপনি খুব সুন্দর করে লেভেল টু লিখিত পরীক্ষা উপস্থাপন করেছেন আপনি আমাদের মাঝে। দেখে বোঝা যাচ্ছে যে বেশ ভালো কিছু বুঝেছেন। আশা করবো যে সবগুলো লেভেল পেরিয়ে সামনের দিকে এগিয়ে যান। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59508.12
ETH 2603.38
USDT 1.00
SBD 2.39