আমার সপ্তমী by @bull1 (10% @shy-fox এবং 5% @abb-school এর জন্য বরাদ্দ )

in আমার বাংলা ব্লগ2 years ago
০৪/১০/২২

নমস্কার বন্ধুরা

32707b1f-6e44-4b56-a9a7-45878faeb82f.jpg

পোস্টের নামআমার সপ্তমী
ডিভাইসRealme 5
স্থানকলকাতা‚ পশ্চিমবঙ্গ‚ ভারত
পোস্টদাতার নাম@bull1

8024f957-8631-47ea-9ea6-d070393764ab.jpg

কেমন আছেন সবাই? সব ঠিকঠাক চলছে তো? পুজো কেমন কাটছে সবার?

আমার পুজো দারুণ কাটছে ঘোরাঘুরি আর খাওয়াদাওয়ার মধ্যে দিয়ে। আহা! বছরে এই পাঁচটা দিন আসে বলেই তো বাকি ৩৬০ টা দিনের যাবতীয় কষ্ট - একঘেয়েমি - বিরক্তি সব মুখ বুজে মেনে নেওয়া যায়। সমস্যা হয় না। যদিও আমাদের বারোমাসে তেরো পার্বন‚ এই ৫ দিনের মাথায় লক্ষ্মীপুজো‚ তার ১৫ দিন পর কালীপুজো‚ তার ২ দিনের মাথায় ভাইফোঁটা এসব একের পর এক আসতেই থাকবে। কিন্তু তাও দুর্গাপুজো যেন সবার থেকেই আলাদা। আমি নিশ্চিত যে গ্রীক পুরাণে প্যান্ডোরার জার থেকে যে আশা ( hope) বেরিয়ে এসেছিল যাবতীয় দুঃখ কষ্টের ওষুধ হিসাবে তা হল এই দুর্গাপুজো। সবার জন্যে কিনা জানিনা কিন্তু আমার জন্যে তো অবশ্যই।

c4b067fa-3c05-4d37-83fb-35d5add1a424.jpg

আমার পুজোর ঘোরা শুরু হয়েছিল ষষ্ঠীর দিন থেকেই। যদিও সেটা ছিলো দিনের বেলা ঘোরা। সপ্তমীর দিনই আমি প্রথম রাতে রাতে ঠাকুর দেখতে বেরোই। উফফফ! মনোমুগ্ধকর! এত আলো - এত জৌলুস - এত জাঁকজমক- এত খুশি আর পাব কোথায়?

4da69945-0a6b-4f42-872b-839fcf024f9e.jpg

সপ্তমীর দিন আমি ওই সাতটার দিকে বেরিয়েছিলাম। পাড়ায় কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। কিছুক্ষণ সেটা দেখলাম। দেখেটেখে রাত সাতটার সময় বেরিয়ে পড়লাম বাইরের ঠাকুর দেখার জন্য। রাস্তায় দেখলাম মারাত্মক ভীড়। বনফুলের ভাষায় বলতে গেলে‚

তিল ধারনের জায়গা হয়তো আছে কিন্তু মনুষ্য ধারনের জায়গার সত্যিই অভাব।

বেশ কয়েকবার অন্যের পায়ে পাড়া দিলাম‚ কয়েকবার নিজে অন্যের পাড়া খেলাম। অন্য সময় হলে হয়তো লোকজন বাওয়াল শুরু করে দিত‚

ছোটোবেলায় বাবা শেখায়নি নিজের পায়ে দাঁড়াতে?

তবে কিনা এটা পুজোর সময়। পুজোর সময় এসব দেখলে চলেনা। ছোটখাটো অসুবিধাগুলো মানুষ দিব্যি মানিয়ে নিচ্ছে হাসিমুখে। তারউপর নেমেছে অঝোর ধারায় বৃষ্টি। বর্ষাকালে ঠিকমতো বৃষ্টি হয়নি‚ চাষীর ক্ষেতের ফসলের সর্বনাশ হয়েছে আর এই অসময়ে নেমেছে বৃষ্টি! কি যাতা। কিন্তু তাতেও কি মানুষের উৎসাহ কমে? ছাতা হাতেই মানুষ চলেছে ঠাকুর দেখতে। যারা ছাতা নেয়নি তারা খুশি মনেই ভিজছে। কারও মনে কোনো ক্ষেদ বা বিরক্তি নেই। আমিও কমবেশি ভিজেছি। ইচ্ছাকরে ভিজি নি। বৃষ্টি আসলে দাঁড়িয়ে ছিলাম এক দোকানের শেডের তলায়। কিন্তু এতজন এসে দাঁড়িয়েছিল যে খুব বেশী ভেতরে যেতে পারিনি। আর বৃষ্টির ছাট এসে পুরো ভিজিয়ে দিয়েছে।

a829bb08-1810-4da8-9eda-13bca94aa41c.jpg

যাইহোক‚ কষ্ট করলে তবেই তো কেষ্ট মেলে! নাকি? বৃষ্টিতে ভিজে বা ধাক্কাধাক্কি খেয়ে যা পেলাম তা কথায় প্রকাশ করা যায় না। তবে এদের মধ্যে সবথেকে ভালো লেগেছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। ওখানে দেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে থিম করেছে। যেটাকে আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী বলা চলে। আমি অন্ততপক্ষে বিগত কয়েক বছরের মধ্যে স্বাধীনতা সংগ্রামের উপর পুজোর থিম দেখিনি। তবে হ্যাঁ অন্যগুলোও খারাপ করেছে তা কিন্তু একবারও বলছিনা। তবে ওটা সবথেকে সেরা।

794e8181-eed3-44d0-8a3b-9b3f3fed7796.jpg

সপ্তমীর দিন খেয়েছিলাম প্রথমে একটা এগরোল। তারপর একটা পাপড়িচাট। তারপর একটা হাওয়াই মিঠাই। আর সবার শেষে বাড়ির জন্যে দুই প্যাকেট এগ চাউ কিনে এনেছিলাম। দুঃখজনক যে ওগুলোর একটারও ছবি নেওয়া হয়নি। এক হাতে স্ট্রিটফুড ধরে অন্য হাতে ছবি তোলা যায়ও না। অনেকে হয়তো পারে। আমি পারিনা। কেমন যেন একটা কিন্তু কিন্ত ভাব লাগে।

33252f1a-bdb2-4550-aee3-d000e8ce5486.jpg

হ্যাঁ‚ পুজোতে একটা খারাপ ঘটনা অবশ্য আছে। আমাদের কিছু বন্ধুর উত্তর বঙ্গে একটা মিট টুগেদার হওয়ার কথা ছিলো সেটা করা যায়নি। একে আবহাওয়া খারাপ‚ সাথে অনেকেই পুজোর জন্য ব্যস্ত থাকবে। তাই ওটা ক্যান্সেল হয়ে গেল। দুঃখজনক। আশা করি খুব তাড়াতাড়িই ওটা হবে।

c2f0e7db-ba5d-48a7-8c01-1c037aa3db64.jpg

আমিও তা নিয়ে বিস্তারিত লিখে পোস্ট করব স্টীমিটে। আপনাদের জন্যে।

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSfQKFP87GjNCaLdCLKkYFWdxRmYuKurkfDpnYWoUUypXiwgziwKKNP24nNC65i32Am8Fp.png

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siCoMX3by8iWdE4qYzWA7pZHzh4KthdoHPj2eEciPaXhHTdxhx5dKApkU8hxE3mUrybeUbtQCvbs4JC247APSjksrR6prneL2GBtrunMiz4r5CiYySVGKj1e3nT19qBCX5ekz5FNFR1oiK5EffVchfQ77rVAnRKP7SuUVtG2A9iPsKMeWLjPtezhuebVdC3.png

Sort:  
 2 years ago 

প্রথমে আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাই। পুজোতে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি বেশি দুর্দান্ত ছিল। বাইরে থেকে মন্দিরটি দেখতে বেশ সুন্দর লাগছে। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। আপনাকেও শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59511.68
ETH 2613.19
USDT 1.00
SBD 2.39