আত্মীয়ের বাগানে র‍্যান্ডম ফটোগ্রাফি by @bull1( 10% shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)
IMG-20221125-WA0038.jpgIMG-20221125-WA0031.jpg
২৫শে নভেম্বর‚২০২২‚ শুক্রবার

নমস্কার

পোস্টের নামআত্মীয়ের বাগানে র‍্যান্ডম ফটোগ্রাফি
ডিভাইসRealme 5
স্থানদুর্গানগর
পোস্টদাতা@bull1
IMG-20221125-WA0057.jpg

কেমন আছেন সবাই? সবার সবকিছু ঠিকঠাক চলছে তো? ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা সবাই ঠিকভাবে উপভোগ করে নিচ্ছেন তো?

IMG-20221125-WA0039.jpgIMG-20221125-WA0027.jpg

আপনারা কে কে ফটো তুলতে পছন্দ করেন? অনেকেই নিশ্চয়ই করেন। এই কমিউনিটিতে অনেককেই তো দেখি ফটোগ্রাফি পোস্ট করতে। আমারও কিন্তু দারুণ লাগে ছবি তুলতে।

IMG-20221125-WA0048.jpgIMG-20221125-WA0050.jpg

ফটোগ্রাফি করাটা আমার একধরনের নেশার মত। যখন যেখানেই যাই কিছু না কিছু ছবি তুলেই ফেলি। এমন না যে স্টীমিটে আসার পরে এই অভ্যাস হয়েছে‚ বরং ফোন হাতে আসার পর থেকেই এই অভ্যাস ছিল।

IMG-20221125-WA0025.jpg

গরীব মানুষ‚ ক্যামেরা কেনার ক্ষমতা নেই‚ তাই ফোন দিয়েই শখ মেটাই। যেখানেই যাই টুকটুক করে এদিকে ওদিকে ছবি তুলেই যাই। স্মৃতিগুলো স্থায়ী করে রাখার একটা চেষ্টা আরকি।

IMG-20221125-WA0033.jpg

যদিও এটা শুনেছি যে ফটো তোলার অভ্যাস হয়ে গেলে মানুষ কোনো দৃশ্যকে স্থায়ী ভাবে মনে রাখেনা। কারণ তখন তার মস্তিষ্ক ভেবে নেয় যে বাইরে এক্সটার্নাল মেমোরিতে যখন ছবিগুলো রাখাই আছে তখন আমি কেন আমার জায়গা নষ্ট করব?

IMG-20221125-WA0028.jpg

বিষয়টা সত্যি কিংবা মিথ্যে যাই হোক না কেন‚ এটা সত্যি যে ছবি তোলার সময় আমরা কিন্তু মন ভরে কোন দৃশ্যকে উপভোগ করতে পারি না। কারণ তখন আমাদের মন থাকে ছবি তোলার দিকে। এটা আমি ভালোভাবেই বুঝি কিন্তু তাও ছবি তোলার নেশাকে কিছুতেই নিয়ন্ত্রণ রাখতে পারি না।

IMG-20221125-WA0054.jpg

যেখানে যাই না কেন ছবি আমার তুলতেই হয়। ছবি না তুললে ঘোরাটাই কেমন যেন মাটি হয়ে যায়।

IMG-20221125-WA0030.jpg

আজকে গিয়ে ছিলাম আমার এক আত্মীয়ের বাড়িতে। ভদ্রলোকের কম্পিউটারে কিছু সমস্যা হচ্ছে‚ সেটা ঠিক করতে পারি কিনা তাই দেখতে গেছিলাম। সমস্যা এমন কিছু জটিল না। কিন্তু ভদ্রলোক টেকস্যাভি না বলে এই ছোট্ট সমস্যা ধরতে পারেনি।

IMG-20221125-WA0042.jpg

আমাদের বাড়ি থেকে কয়েকটা স্টেশন দুরে দুর্গানগরে তার বাড়ি। তাদের বাড়িতে বেশ বড় বাগান আছে। বাগানে অনেক ধরনের ফুল ফল সবজি হয়েছে। ভদ্রলোকের রীতিমতো বাগানের নেশা। অফিসের কাজ করার পর অবসর সময়টুকু তিনি বাগানেই কাটান। এবং তিনি এই পরিশ্রমের ফলও পেয়েছেন হাতেনাতে। তার বাগানে কিছুক্ষণ ঘুরতেই মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল। আর চটপট কিছু ছবিও তুলে নিলাম।

IMG-20221125-WA0040.jpg

সেগুলোই কিছু কিছু এখানে পোস্ট করছি যাতে আপনারাও সেই সুন্দর বাগানের দৃশ্য উপভোগ করতে পারেন।

IMG-20221125-WA0056.jpg
IMG-20221125-WA0044.jpgIMG-20221125-WA0047.jpg

আজ তবে এই পর্যন্তই। আবার কাল আসছি নতুন পোস্ট নিয়ে। বিদায়।

Screenshot_2022-11-24-18-05-19-11.jpg

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxJ1u1MnMCrBHJPaKWJH15N5uPA8NFVHUQntxLoceGnpf5jhZxLp5DW6yvbpM3YtKMLnzzzqQUoDA5kpN3DWHtWXGDib2pMcuXQKYhGzgXL1bA79tXS51jRo (1).jpeg

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCxLZNesJTR2pC8aPbATRcv...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCKcemL7pyFEAttVvoDCTHN38jsvSyxiUmCpFyMsuod3d4ndKGFSu2ZZM7ReNQqJdAAU3zzpJYW56vRkSAEBP9Bpx6nsPqfQeQmTdoThUn6qwh7mZ2wtS.jpg

আমি @bull1 পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি। বয়স ২৮ বছর। ছাত্রজীবনে ইতিহাসে আর অঙ্কে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন শিক্ষকতা করি। আর টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে।

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Pa7vUiAYEMneios4pa7BPXUNukrfPJ6CepgrQh8KzAYei981EV2KBS6N3H3s8FmSad8HBcykJY8GhEeza.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Sort:  
 6 months ago 

ফটোগ্রাফির ইচ্ছে থাকলে, ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আর আপনার আত্মীয়ের বাড়িতে দেখছি ফুল ফল সব মিলিয়ে আছে। চমৎকার ছিল ধন্যবাদ।

 6 months ago 

হ্যাঁ ইচ্ছা তো আছে। দেখা যাক।

 6 months ago 

আপনার আত্নীয়ের বাড়িতে গিয়ে লাভ হয়েছে। এক ঢিলে দুই পাখি মারার মতো ঘটনা।আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবজি আর ফুলের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনার আত্মীয়ের বাসায় বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি করেছেন।এটা অবশ্যই ঠিক বলেছেন যে আমরা কোথাও কোন সুন্দর কিছু দেখলে স্বচক্ষে দেখার চাইতে ফটোগ্রাফি তোলা নিয়ে বেশি ব্যস্ত থাকি। তাই খেয়াল করে সবকিছু দেখা হয় না। অন্যদিকে ফটোগ্রাফি করা ছাড়া ভালো ও লাগেনা। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো বেশ হয়েছে।

 6 months ago 

শীতকাল টা বেশ ভালোভাবেই উপভোগ করছি।যাই হোক আমার তো স্টিমে আসার পর ফটোগ্রাফি করার নেশা হয়েছে,আর এটাও ঠিক ফটোগ্রাফি করার জন্য কোন দৃশ্যকে আসলেই উপভোগ করতে পারি না।মনে মনে তাই ভাবি ছবি তো আছেই এত কিছু মনে রেখে কি করবো।আত্নীয়ের বাসা থেকে অনেক ছবি তোলেছেন। ভালো ছিলো। ধন্যবাদ

 6 months ago 

আত্মীয়র বাড়ি ভ্রমণ সাথে কিছু ফটোগ্রাফি এক কথায় অসাধারণ।। আপনার মত ফটোগ্রাফি করতে আমারও ভালো লাগে। এখন তো প্রতিদিন বিকেলে সবাই আমার বাগানে আসে ফুলের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। জবা ফুলের ফটোগ্রাফি গুলা দারুন হয়েছে শুভকামনা রইল আপনার জন্য।।

 6 months ago 

জবা ফুল এমনিতেও আমার প্রিয় ফুল। হয়তো এইজন্যেই ভালো হয়েছে।

 6 months ago 

শীতকালটা বেশ উপভোগ করছি। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে তো বেশ চমৎকার লাগছে ভাই। আত্মীয় বাড়ি যেয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছেন। এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 6 months ago 

শীতকাল আমিও উপভোগ করছি। আপনার শীতকালটা সুন্দর হোক। ধন্যবাদ।

 6 months ago 

ভাইয়া ছবি তোলার নেশা যেহেতু আছে ক্যামেরা ভাল মানের আছে বা নায় সেটা বুঝিনা।আমিও মোবাইল দিয়ে ফটোগ্রাফি করে আবার সেগুলো শেয়ার করি। তবে ভদ্রলোক খুব ভালোে এবং সুন্দর বাগান করতে পারে বোঝা যাচ্ছে। ক্ষেতের ছবিগুলো দেখে খুব ভালো লেগেছে ভাইয়া।এমন সবজির বাগান আমাদের গ্রামের বাড়িতে ও করা হয়।

 6 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া এই ছবি তোলার জন্য কোন জায়গায় গেলে সেই পরিবেশটা আর সুন্দরভাবে উপভোগ করা হয় না। সব সময় ছবি তোলাতেই ব্যস্ত থাকি এবং পরে পরিবেশটা ছবিতেই দেখে নেই। কোন এক জায়গায় গিয়ে যে আগে ঠান্ডা মাথায় সেই জায়গাটা দেখব সেই উপায় থাকে না ছবি তোলার নেশা হলে। আপনার আত্মীয়ের বাগানটি খুবই চমৎকার। বিভিন্ন ধরনের সবজি গাছ এবং ফুল গাছ লাগিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়েছে। খুব ভালো লেগেছে আমার কাছে বাগানের ছবিগুলো।

 6 months ago 

হ্যাঁ. ছবি তোলার নেশা দুই ধারী তলোয়ারের মত। ভালো আবার খারাপ।

 6 months ago 

বাহ আপনিতো আত্মীয় বাড়িতে গিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে খুব ভালো লাগলো। আপনার মত আমিও মোবাইলে ফটোগ্রাফি করি। অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

ধন্যবাদ। সত্যিই ফটোগ্রাফি করার মতোই বাগান ছিল।

 6 months ago 

প্রথমে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷যে এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আপনার বন্ধুর বাগানে প্রতিটি ফটোগ্রাফি সত্যি অসাধারণ ৷ টমেটো,বেগুন করলা আবার কিছু ফুল ৷ অনেক ভালো লাগলো ৷

 6 months ago 

হ্যাঁ ওই বাগানে সবজি আর ফুল দুই আছে।

 6 months ago 

যেহেতু এখন আপনার ক্যামেরা কেনার সামর্থ্য নেই তবে অবশ্যই একদিন আপনার ক্যামেরা কেনার সামর্থ হবে তখন ক্যামেরা দিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। যদিও আপনি মুঠোফোন দিয়ে ফটোগ্রাফি গুলো করেছেন তবে আমার কাছে আপনার এই মুঠোফোনের ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে। প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনার থেকে আশা করব।

 6 months ago 

হ্যাঁ অবশ্যই আরো এমন ছবি পোস্ট করব। ধন্যবাদ।

 6 months ago 

এখন ফোনেই সুন্দর করে ছবি তোলা যায়। আপনার যেহেতু ক্যামেরা কেনার সমর্থনেই আপনি ফোন ব্যবহার করে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। একদিন অবশ্যই আপনার ক্যামেরা কেনার সামর্থ হবে সেদিন ক্যামেরা দিয়ে মনের ইচ্ছা মতো ছবি উঠাবেন। আত্মীয়ের বাড়িতে যেয়ে বেশ কিছু ছবি তুলেছেন। ধন্যবাদ আপনাকে এরকম কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনাকে ধন্যবাদ শুভকামনার জন্যে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.08
JST 0.023
BTC 27185.35
ETH 1843.82
USDT 1.00
SBD 2.26