লেভেল ৪ হতে আমার অর্জন - By @bull1 (১০ %বেনিফিসিয়ারি @shy-fox এবং ৫ % @abb-school এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

ea56739b-8a9d-4b16-be26-aeb2cf515c83.jpg

নমস্কার, আমি @bull1, আপনারা সবাই কেমন আছেন? সব ভালো তো।

গত রবিবার রাতে আমি লেবেল ৪ এর মৌখিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। তাই এখন আমার লিখিত পরীক্ষা দেওয়ার পালা।

লেভেল ৪ এ যা যা শিখেছি তা লিখিত পরীক্ষার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি।

প্রশ্নপত্র

১. p2p কি?

উত্তর : P2P এর অর্থ হল Person to person transfer. অর্থাৎ একজনের Steemit wallet থেকে আর এক জনের Steemit wallet এ Steem, SBD, TRX ট্রান্সফারকে p2p ট্রান্সফার বলে।

২. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর : আমার একাউন্ট থেকে p2p এর মাধ্যমে @level4test একাউন্টে SBD ট্রান্সফার করলাম। তার স্ক্রিনশটের নীচে দিয়েছি।

প্রথমে Steemit Wallet এ লগ ইন করলাম। এরপর স্টিম এর পাশে থাকা ড্রপ ডাউন বক্সে ক্লিক করলস্ম এবং ট্রান্সফার সিলেক্ট করলাম।

6d3dbff0-94d3-4aec-bb36-deb2e18eb4db.jpg

যাকে SBD ট্রান্সফার করব To তে তার স্টিমিট আইডি‚ অ্যামাউন্টের ঘরে এমাউন্ট আর মেমোর ঘরে কেন পাঠাচ্ছি তার কারণ লিখলাম। পরীক্ষার জন্যে পাঠাচ্ছি বলে লিখলাম for level 4 test । এরপর নেক্সট এ ক্লিক করলাম।

bc958e88-4dfd-400e-8dc8-0650bb6adc6b.jpg

তারপর OK তে ক্লিক করলাম।

53577ef4-b89a-4611-8413-5d63d8fa9e34.jpg

৩. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর : আমার অ্যাকাউন্ট থেকে p2p এর মাধ্যমে @level4test অ্যাকাউন্টে Steem ট্রান্সফার এর স্ক্রিনশট-

প্রথমে ওয়ালেট থেকে স্টিমে গেলাম এবং পাশের ড্রপ ডাউন থেকে ট্রান্সফার অপশন সিলেক্ট করলাম।

ce68f3a8-972e-4277-b0b1-2e1ba2d0960a.jpg

এরপর Steem যাকে ট্রান্সফার করব To এর ঘরে তার স্টিমিট আইডি‚ এমাউন্টের ঘরে অ্যামাউন্ট আর মেমোর ঘরে কেন পাঠাচ্ছি তার কারণ লিখলাম। এক্ষেত্রে কারণ লিখব for level 4 test । তারপর নেক্সট এ ক্লিক করব।

b407032a-7caf-4e98-82b1-2a467f60d608.jpg

OK তে ক্লিক করলাম।

৪. P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর : আমার অ্যাকাউন্ট থেকে P2P এর মাধ্যমে @level4test একাউন্টে TRX সেন্ড করার স্ক্রিনশট-

প্রথমে স্টিমিট ওয়ালেটে গেলাম, তারপর TRX এ গেলাম। TRX এর পাশের ড্রপ ডাউন থেকে ট্রান্সফার অপশনে ক্লিক করলাম।

de0258fa-d932-4bce-8b9d-3a32853eb94b.jpg

এরপর To এর ঘরে যার অ্যাকাউন্টে TRX পাঠাবো তার একাউন্ট‚ অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট লিখলাম। TRX এর ক্ষেত্রে মেমোর ঘরে কিছু না লিখলেও হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করব।

2eb5d182-d905-4fe2-a793-d6a58a7da039.jpg

তারপর OK তে ক্লিক করলাম।

3df356f9-c274-400b-b705-1316a7d47669.jpg

এরপর পাসওয়ার্ড হিসাবে TRON Private কি লিখে Transfer এ ক্লিক করব।

c326be6b-2bd5-45bc-95b0-b0dfb561e605.jpg

৫. Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর - Internal Market এ 0.1 SBD কে Steem এ কনভার্টর ধাপ গুলির স্ক্রিনশট -

প্রথমে Steemit Wallet এ গেলাম, Wallet এর একেবারে ডানদিকে উপরে তিনটে দাগে ক্লিক করলাম। সেখান থেকে Currency Market এ ক্লিক করলাম।

28aad782-b88a-4ee5-862b-05a69f90f0ba.jpg

এরপর Buy Steem সেকসন আসবে। সেখানে প্রাইস সেকশন আগে থেকেই দেওয়া ছিল। এখন টোট্যাল সেকশনে যে অ্যামাউন্ট বাই করতে হবে সেটা লিখলাম এবং Buy Steem এ ক্লিক করলাম

8d31dd8e-eaf5-45f8-b92f-e2fae412ffab.jpg

তারপর সব ঠিক আছে কিনা দেখে নিয়ে OK তে ক্লিক করলাম।

b8d57c2e-f1c2-457b-af45-a0cb8a0d6404.jpg

৬. Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তর - প্রথমে Poloniex যেতে হবে, তারপর Sign Up এ ক্লিক করলাম।।

dd10678e-78ab-4932-96e5-6ff6fe69eac1.jpg

তারপর ইমেল আইডি দেব, প্রথমে পাসওয়ার্ডও পরে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেব। তবে পাসওয়ার্ড কমপক্ষে ৮ সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে।

ced87f54-8877-40fc-a957-9d81c4242a4f.jpg

রেফারাল কোডের ঘরে কিছু দেওয়ার দরকার নেই। তারপর ক্যাপচা ভেরিফাই করে চেক বক্সে ক্লিক করে সাইন আপ করতে হবে।

c54e8c08-68f6-4db3-95de-080d01407211.jpg

৭. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তর - Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer এর স্ক্রিনশট -

Poloniex এ লগ ইন করে Wallet এ গেলাম ও সেখান থেকে Deposit এ গেলাম।

c95541d6-94cf-40c2-9873-2c5ce61b203a.jpg

Deposit এ গিয়ে সার্চ বারে STEEM লিখে সার্চ করলাম। তারপর নিচে স্টিম এ ক্লিক করলাম।

58662e84-aa89-4927-8af8-fabe94b83a3c.jpg

তারপর নিচে যে Address এবং Memo কোড পাব সেটা কপি করলাম।

3336f2d6-6175-4dd8-91ab-90afef55e0df.jpg

এরপর স্টিমিট এর Wallet এ গিয়ে Steem এর পাশের ড্রপ ডাউনে ক্লিক করে Transfer অপশন এ ক্লিক করলাম। তারপর To এর ঘরে poloniex এর এড্রেস এবং অ্যাকাউন্টের ঘরে অ্যাকাউন্ট লিখে Memo এর ঘরে কপি করা মেমো কোডটি পেস্ট করলাম।

b3319192-7a58-4d13-8f50-28a73352ac50.jpg

তারপর সব ঠিক আছে কিনা দেখে নিয়ে OK তে ক্লিক করব।

7fc75d87-7cd2-44f1-89ff-e6bde58a1e71.jpg

তারপর Poloniex এ গিয়ে Activity তে ক্লিক করে Deposit এ ক্লিক করলে অ্যামাউন্ট দেখা যাবে। আবার ওয়ালেটে গিয়েও অ্যামাউন্টটি দেখা যাবে।

c95541d6-94cf-40c2-9873-2c5ce61b203a.jpg

৮. আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উত্তর- আমার স্টিমিট অ্যাকাউন্ট থেকে Poloniex Exchange Site এ TRX Transfer স্ক্রিনশট -

প্রথমে Poloniex এ লগইন করে Wallet অপশনে যাব। সেখান থেকে Deposit এ যাব। এরপর সার্চ এ TRX লিখে সার্চ করলাম। সেখানে TRX সিলেক্ট করব।

fbe6f1f6-d894-4621-843e-df11b9860343.jpg

তারপর Deposit On Tron (TRC20) সিলেক্ট করলাম। এরপর একটা Address আসবে সেটা কপি করলাম।

21ac93d4-2e85-433a-a288-f84cf18f0942.jpg

এরপর স্টিমিট ওয়ালেটে গিয়ে TRX এর পাশের ড্রপ ডাউন ক্লিক করে Transfer এ ক্লিক করলাম।

9c168029-9c4c-4dfa-89a1-b2ccf33abd58.jpg

তারপর To এর ঘরে কপি করা অ্যাড্রেসটি পেস্ট করলাম। এরপর Switch to tron account সিলেক্ট করলাম। এবার অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট লিখলাম।

28e19639-d294-4faf-8169-d511173f6198.jpg

তারপর সব ঠিক আছে কিনা দেখে নিয়ে OK তে ক্লিক করলাম।

2eb5d182-d905-4fe2-a793-d6a58a7da039.jpg

তারপর Tron Private Key দিয়ে অ্যামাউন্ট Transfer করলাম। ট্রান্সফার করা অ্যামাউন্ট ট্রান্সফার হল কিনা দেখার জন্য Poloniex এ গিয়ে Activity তে গিয়ে চেক করে নিলাম।

৯. Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর - Poloniex Exchange site এ আমার Steemit Account থেকে প্রেরিত Steem কে USDT তে Exchange করার স্ক্রিনশট -

প্রথমে Poloniex এ গিয়ে ট্রেড অপশনে যাব। এরপর Sell অপশনে ক্লিক করে উপরের সার্চ অপশনে গিয়ে STEEM/USDT সিলেক্ট করলাম। এরপর অ্যামাউন্ট সেকশনে কতটা Steem অ্যামাউন্ট USDT তে কনভার্ট করব তা লিখলস্ম। এরপর Sell Steem এ ক্লিক করলাম।

349ea046-19a2-48a4-8ed4-6674542d230a.jpg

এরপর ওয়ালেট অপশনে গিয়ে চেক করলেই দেখতে পাব যে Steem USDT তে কনভার্ট হয়ে গেছে।

Poloniex Exchange site এ আমার Steemit Account থেকে প্রেরিত TRX কে USDT তে Exchange করার স্ক্রিনশট -

উত্তর - প্রথমে Poloniex এ যাব এবং ট্রেড অপশন সিলেক্ট করলাম। এরপর Sell অপশনে ক্লিক করে উপরের সার্চ অপশনে গিয়ে TRX/USDT সিলেক্ট করলাম। এরপর অ্যামাউন্ট সেকশনে কতটা TRX অ্যামাউন্ট USDT তে কনভার্ট করব তা লিখব। এরপর Sell TRX এ ক্লিক করলাম।

এরপর ওয়ালেট অপশনে গিয়ে চেক করলেই দেখতে পাব যে Steem USDT তে কনভার্ট হয়ে গেছে।

349ea046-19a2-48a4-8ed4-6674542d230a.jpg

লেভেল - ০৪ থেকে যা শিখেছি তা লিখিত পরীক্ষার আকারে উপস্থাপন করলাম। আশাকরি অনিচ্ছাকৃত ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হবে।

ধন্যবাদ

Sort:  

বাহ, আপনি তো লেভেল ৪ এর প্রত্যেকটা বিষয় মোটামুটি খুব ভালোভাবেই তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করি খুব জলদি আপনি ভেরিফাইড মেম্বার হয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ আজ লেভেল ৪ এ উঠলাম। আশা করি খুব তাড়াতাড়ি শেষ পরীক্ষাতেও পাশ করে যাব। ধন্যবাদ আপনাকে শুভকামনার জন্যে।

 2 years ago 
আপনি লেভেল ৪ থেকে অনেক ভালো কিছু অর্জন করেছেন। আমাদের লেভেল ৪ ক্লাসে প্রফেসররা অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেয়। কারণ এই লেবেলটি আমাদের প্ল্যাটফর্মে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার শুভকামনার জন্যে। হ্যাঁ এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ লেভেল। দেখা যাক কি হয়।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 63977.42
ETH 2760.27
USDT 1.00
SBD 2.65