ছন্নছাড়া ঘোরাঘুরি by @bull1( 10% shy-fox এর জন্য)
নমস্কার
পোস্টের নাম | ছন্নছাড়া ঘোরাঘুরি |
ডিভাইস | Realme 5 |
পোস্টদাতা | @bull1 |
কেমন আছেন সবাই? সবার শীতকাল ঠিকঠাক কাটছে তো? ঠিকমতো উপভোগ করছেন একে?
আমার তো বিন্দাস কাটছে। এই শীতকালের কিন্তু একটা মজা আছে‚এই সময় যত খুশি ঘোরা যায়‚ খাওয়া যায়‚ আনন্দ করা যায়„ এমনকি গরমকালের থেকে এই সময় বেশি শরীর চর্চাও করা যায়। কোন কিছুতেই শীতে কোন সমস্যা হয় না। আমি তো শীতকালে মনের সুখে বেড়াই। বিভিন্ন জায়গায় যাই। সেখানে খাবার টেস্ট করি। সেখানকার জায়গা গুলো ঘুরে দেখি।
আমার আগ্রহ অবশ্য গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় জায়গা গুলো না। একেবারে সাধারন জায়গা‚ সাধারণ রাস্তাঘাট‚ সাধারণ বাড়ি ঘর‚ সাধারণ গাছ কিন্তু যেগুলোকে আমি আগে দেখিনি সেগুলোই হল আমার দেখার মূল আগ্রহ! রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে ঘর থেকে দু পা ফেলে যে শিশির বিন্দু দেখা যায় তাই হল আমার আগ্রহের মূল বিষয়।
আমি এদিক সেদিক ঘুরে বেড়াই‚ মানুষজন- গাছপালা - পশুপাখির নিজস্ব ভাবভঙ্গিমা দেখি‚ তাদের পর্যবেক্ষণ করি। কখনো কখনো কোনো শান্ত পুকুর পাড়ে বা রেললাইনের ধারে বা গাছের তলায় গিয়ে বসে থাকি। কখনো বা ট্রেনে উঠে পড়ি‚ টিকিট কেটে বিভিন্ন স্টেশনে নামি। সেই স্টেশনে ঘুরি‚ কোন বিখ্যাত দোকানের কোন খাবার খাই‚ কিছু ফটো তুলি‚ তারপর আবার বেরিয়ে পড়ি অন্য স্টেশনের জন্য। এইভাবেই সময় কেটে যায় নিজের খেয়ালে।
হয়তো এটাকে কেউ ছন্নছাড়া বা বিশৃঙ্খল জীবন বলতে পারেন। কিন্তু আমার তা মনে হয় না। আমি খুব কম সময়ে খুব কম খরচে এবং মানুষের ভীড় ভাট্টা থেকে দূরে থেকে প্রকৃতিকে উপভোগ করতে পারি।
এটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লাগে যে প্রকৃতি আমাদের চারি পাশতে ঘিরে রেখেছে‚ তাকে ভালোভাবে চিনতে পারা। যদি প্রকৃতিকে না চিনলাম‚ আমাদের চারপাশকে না দেখলাম‚ তবে আর আমাদের জন্য কি বা পড়ে থাকলো?
আজ আমি এমনই এক ছন্নছাড়া যাত্রায় বেরিয়ে পড়েছিলাম। এদিক সেদিকে ঘোরাঘুরি করলাম‚ নিজের খেয়াল খুশি মতো কিছু ফটো তুললাম‚ কিছু দোকানে খাওয়া দাওয়া করলাম‚ তারপর আবার এক সময় বাড়ি ফিরে আসলাম। সেই ঘোরারই কিছু ছবি আজ এখানে পোস্ট করছি।
আজ তবে এই পর্যন্তই থাক। এর পরের বার কোথাও বেরোলে তার ছবি আবার পোস্ট করব এখানে।
আমি @bull1 পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি। বয়স ২৮ বছর। ছাত্রজীবনে ইতিহাসে আর অঙ্কে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন শিক্ষকতা করি। আর টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে। |
---|
বেশ ভালোই তো ছন্নছাড়া জীবন যাপন করছেন। তার পাশাপাশি ঘুরাঘুরিও করছেন। এমন দিন যদি আমি কাটাতে পারতাম তাহলে তো বেশ ভালোই হতো। আর এই যে বললেন শীতকালে সবকিছু ভালো লাগে। এটা ঠিকই বলছেন, কারণ ছেলেরা সব সময় শীতে অন্যান্য কাজগুলো তো করেনা খাওয়া দাওয়া, ঘুম, ঘোরাফেরা এগুলোই করে। তার জন্য তাদের কাছে শীতকাল একটু বেশি ভালো লাগে🤭। কিন্তু মেয়েরা তো ঘরের কাজগুলো করে, ছেলেদের জন্য খাবার বানিয়ে দেয়, সে ক্ষেত্রে শীতকাল তো অনেক কষ্টকর। যাইহোক কষ্টকর হলেও খাওয়া দাওয়া আর ঘুমানোর ব্যাপারটা ভালই কাটে। আপনার আজকের এই ছন্নছাড়া ঘোরাঘুরি পর্ব পড়ে ভালো লাগলো ভাইয়া।এরকম যদি আমিও পারতাম তাহলে বিন্দাস জীবন কাটতো।
একদম বলেছেন দাদা শীতের সময় খাওয়া দাওয়া গুরাঘুরি ইচ্ছামত করা যায়।কিন্তু অন্য সময় হয়না তেমন।আর ছেলেদের ক্ষেত্রে তো যেখানে ইচ্ছা ঘুরতে যাওয়া যায় কোনো বাধা নেই,মেয়েদের একটু কষ্ট যেতে।আপনার ছন্নছাড়া ঘুরাঘুরি টা বেশ ভালোই চলছে।পোস্টের মাধ্যমে বুঝতে পারলাম ভাইয়া।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।