অলস দিনের কিছু ছবি by @bull1( 10% shy-fox এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
IMG-20221120-WA0013.jpg
২০শে নভেম্বর‚২০২২‚ রবিবার

নমস্কার

পোস্টের নামঅলস দিনের কিছু ছবি
ডিভাইসRealme 5
স্থানকলকাতা
পোস্টদাতা@bull1

কেমন আছেন সবাই? সবার সবকিছু ঠিকঠাক চলছে তো? রবিবার তো সবার সবার ছুটি তাইনা? এইজন্যেই তো বলে সানডে মানে ফানডে! কিন্তু আজ আমার তো ছাত্র পড়ানো কাজ। সঙ্গে মশলার ব্যবসা আছে। কিছু না কিছু কাজ প্রতিদিন থেকেই যায়। আলাদা করে ছুটি বলে কিছু থাকে না। আমি শুধু সবাইকে দেখি‚ সপ্তাহে একদিন ছুটি পাচ্ছে‚ ইচ্ছামত ঘোরাঘুরি করছে‚ একটা দিনের অপেক্ষায় বাকি ছয় দিন মুখ বুজে কাটিয়ে দিচ্ছে!

IMG-20221120-WA0016.jpg

কিন্তু আমার তো প্রতিদিনই কাজ‚ আলাদা করে ছুটি বলে কিছু নেই। অবশ্য আমার ছুটি বলে কিছু নেই বললে ভুল হয়‚ আমি তো চাইলেই ছুটি পেতে পারি। আজ ব্যবসা করব না বা আজকে পড়াবো না ঠিক করলেই আহ ছুটি। কিন্তু সেটা তো অন্য জিনিস! সপ্তাহের ছটা দিন একদৃষ্টিতে তাকিয়ে থাকা যে কবে রবিবার আসবে! রবিবার আসলে মনে খুশি খুশি ভাব‚ যেন ছটা দিনের পরিশ্রম এই দিনটাতেই তুলে নিতে হবে‚ সেই আশা করে‚ অপেক্ষা করে পাওয়ার সাথে নিজের ইচ্ছায় পাওয়ার কিন্তু যথেষ্ট পার্থক্য আছে।

IMG_20221120_153551.jpg

মানে বিষয়টা একটু বৈপরীত্য মত হয়ে যাবে কিন্তু সবসময় স্বাধীন থাকা আর অনেক অপেক্ষা করার পর স্বাধীনতা পাওয়ার মধ্যে কিন্তু দ্বিতীয়টাই অনেক সময় বেশী সুন্দর লাগে। সত্যি বলতে মাঝেমধ্যে খুব করে চাই ওই রকম একটা অনুভূতি পেতে। চাইলাম তো বুধবারে ছুটি নিয়ে নিলাম‚ চাইলাম তো সোমবার নিলাম এইরকম না করে মাঝেমধ্যে ভাবি যে শুধুমাত্র রবিবারে ছুটি নেব। কিন্তু সেটা আবার হয়ে ওঠেনা কারণ ওই যে ব্যবসা আছে। ওখানে সব সময়ই লেগে থাকতে হয়।

IMG_20221120_153624.jpg

যাইহোক‚ সেসব কথা থাক। আমার এই দুই ঘন্টা আগে পড়ানো শেষ হলো। সকাল থেকে তিনটে ব্যাচ পড়িয়ে উঠলাম। কিছুক্ষণ ফোন ঘাটলাম‚ কিছুক্ষণ গান শুনলাম‚ একটু বাইরে গেলাম‚ একটু ছাদে গেলাম‚ কিছুক্ষণ জানালা দিয়ে পাশের বাইরে উঁকি ঝুঁকি মারলাম‚ কিছুক্ষণ মোবাইলে ফেসবুক ঘাঁটলাম‚ এদিকে ওদিকে কয়েকটা ফটো তুললাম আর এসব শেষে এখন যাব স্নান করতে। স্নান সেরে উঠে‚ খেয়েদেয়ে নিয়ে লম্বা ঘুম দেব।

IMG-20221120-WA0018.jpg

সময় কাটছিল না‚ কি করব ভাবছিলাম‚ তাই ভাবলাম তিন চারটে ফটো তুলে ফেলি, স্টীমিটে দেওয়া যাবে। তাই তুললাম আর কি! আর কিছুই না।

ঠিক আছে‚ তো আজ যাই। কাল আবার কথা হবে। স্নান করে খেয়ে দেয়ে ঘুমাই। আপনারাও নিজেদের মতো ছুটি উপভোগ করুন।

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxJ1u1MnMCrBHJPaKWJH15N5uPA8NFVHUQntxLoceGnpf5jhZxLp5DW6yvbpM3YtKMLnzzzqQUoDA5kpN3DWHtWXGDib2pMcuXQKYhGzgXL1bA79tXS51jRo (1).jpeg

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3RekHFxfRPKJioki9L8rkjapja4Mb7D94eECZLrGjWymqaiFuhAafHyafmaKCxLZNesJTR2pC8aPbATRcv...Z4KvPeHqd9WSyKYLr5cUgCWeoXKYC3uzU9AG7XZCibPhjqYMguNySRGiZ2aW4KTPVTUwZ5Bo3KXN55z6Nx7BC37jdk1bfRWUEMC329RvYSZTX11rQcnAHN9idk.png

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCKcemL7pyFEAttVvoDCTHN38jsvSyxiUmCpFyMsuod3d4ndKGFSu2ZZM7ReNQqJdAAU3zzpJYW56vRkSAEBP9Bpx6nsPqfQeQmTdoThUn6qwh7mZ2wtS.jpg

আমি @bull1 পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি। বয়স ২৮ বছর। ছাত্রজীবনে ইতিহাসে আর অঙ্কে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন শিক্ষকতা করি। আর টুকটাক লেখালেখি করার অভ্যাস আছে।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Pa7vUiAYEMneios4pa7BPXUNukrfPJ6CepgrQh8KzAYei981EV2KBS6N3H3s8FmSad8HBcykJY8GhEeza.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Sort:  
 2 years ago 

রবিবার তো সবার সবার ছুটি তাইনা? এইজন্যেই তো বলে সানডে মানে ফানডে!

আপনাদের ওখানে রবিবার ছুটি আর আমাদের এখানে শুক্রবারে ছুটি। তবে ছুটির দিন বললেই ছুটি হয় না ভাইয়া। ছুটির দিনে আরো বেশি কাজ পরে যায়। পুরো সপ্তাহের কাজগুলো যেন ছুটির দিনে এসেই আরো বেশি করতে হয়। যাইহোক ভাইয়া ছুটির দিনে সবারই সময় হয়তো একটু ভালোই কাটে। ব্যস্ততার মাঝেও সবাই ভালো থাকার চেষ্টা করে এবং সুন্দরভাবে ছুটির দিন কাটানোর চেষ্টা করে।

 2 years ago 

হ্যাঁ তাইতো। বাংলাদেশে তো শুক্রবার ছুটি। খেয়ালই ছিলো না।

 2 years ago 

সত্যিই, রবিবার ছুটির দিনে বেশ শান্তি।কিন্তু নিজের ব্যবসা মানেই স্বাধীনতা মন চাইলেই ছুটি।কিন্তু সেই ছুটি কেউ উপভোগ করে আবার কেউ করে না।যাইহোক গাঁদা ফুলের ছবিটি বেশ লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ সে অবশ্য ঠিক। স্বাধীনতা আছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 63915.30
ETH 2740.13
USDT 1.00
SBD 2.59