পাড়ার পুজো by @bull1 (10% @shy-fox এবং 5% @abb-school এর জন্য বরাদ্দ )

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

9a19cee3-7eb1-4138-8bd2-893a52250e0b.jpg

০৩/১০/২২

নমস্কার বন্ধুরা

নমস্কার বন্ধুরা। কেমন আছেন সবাই? পুজো ভালোভাবে কাটছে তো? কারও কোনো সমস্যা হচ্ছেনা তো?

আমি এই একটু আগে বাড়ি ঢুকলাম। সেই সকাল থেকে ঘুরছি। পা ব্যাথা হয়ে গেছে। তাই আজকে আর না। এবার বাড়িতে ঢুকে বিশ্রাম আর স্টীমিট।

আপনাদের সবার পাড়ায় পুজো হয় তো? যে পাড়ায় পুজো হয়না সেই পাড়াটা কেমন কেমন লাগে না একটা? একবার এমন এক জায়গায় চলে গেছিলাম। সেখানে পুজো হয় না। সারা গ্রাম আনন্দে মশগুল হয়ে আছে আর ওই পাড়াটা একেবারে নিঝুম - নিস্তব্ধ। প্রথমে ঢুকলেই মনে হবে কোনো শোক পালন করা হচ্ছে। পরে শুনলাম যে না‚ সেসব কিছু না। তবে ওখানে পুজো হয়না। কেউ উদ্যোগ নিয়ে কোনোদিন চালু করেনি। হায়রে‚ কত অভাগা ওই গ্রামের বাসিন্দারা।

আমাদের পাড়া বলাকা সঙ্ঘের পুজো এবার ১৫০ বছরে পড়ল। অনেক পুরনো পুজো। স্বাভাবিকভাবেই দেড়শ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমক- জৌলুস সেই পর্যায়েরই ছিলো। চতুর্থীর দিন থেকেই শুরু হয়ে গিয়েছিল এখানকার অনুষ্ঠান। প্রথম দিন হয়েছিল বয়স্ক যেসব ক্লাস সদস্য - সদস্যা আছেন‚ যারা কোনো না কোনো দিন পুজোর কমিটিতে ছিলেন‚ তাদের সম্বর্ধনা দেওয়া। বলতে গেলে পাড়ায় যতজন বয়স্ক মানুষ ছিলেন‚ প্রায় সবাই সম্বর্ধনা পেয়েছেছিলেন সেখানে। সবাই খুব খুশি হয়েছিলেন এই সম্মান পেয়ে। দুই একজন তো এত আপ্লুত হয়ে পড়েছিলেন যে কেঁদেই ফেলেছিলেন।

18b75179-a1bc-4695-a0c4-c03910021f8d.jpg

পঞ্চমীর দিন হয়েছিল পুরো এলাকার সব স্কুলের প্রধান শিক্ষক আর মাধ্যমিক -.উচ্চমাধ্যমিক - জয়েন্ট পরীক্ষাগুলোর কৃতীদের সংবর্ধনা জ্ঞাপন। সেও এক দেখার মতো অনুষ্ঠান হয়েছিল। আশেপাশের ৬ টা স্কুলের প্রধান শিক্ষক/ শিক্ষিকা আর ১১ টা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক / শিক্ষিকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল ওই অনুষ্ঠানে। এছাড়াও সমস্ত মেধাবী ও কৃতী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আক্ষরিক অর্থেই সেদিন আমাদের পাড়াটা চাঁদের হাট হয়ে উঠেছিল।

ষষ্ঠীর দিন ছিলো আমন্ত্রিত শিল্পীদের নিয়ে গানের অনুষ্ঠান। খুব বেশি নামকরা অর্থাৎ সিনেমা সিরিয়াল বা রিয়েলিটি শো এর শিল্পী না কিন্তু আসলেই যারা ভালো গান করে নাম করেছে তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে। মোট ৫ জন এমন শিল্পী এসেছিলেন। সন্ধ্যে ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত একের পর এক মনোমুগ্ধকর গান তারা আমাদের উপহার দিয়ে গেছেন। সেদিন সম্ভবত পাড়ার কেউই অন্য পাড়ায় ঠাকুর দেখতে বেরোয়নি। সবাই পাড়ার প্যান্ডেলেই বসে ছিল শেষ পর্যন্ত।

d810eda2-37c1-41a4-8949-0fa33aaa8aa6.jpg

সপ্তমীতে অর্থাৎ গতকালকে ছিলো পাড়ার ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান। পাড়ার সব বাচ্চারা নিজেদের সাধ্যমত গান করেছে - নাচ করেছে- আবৃত্তি করেছে। একজন ক্যারাটে প্রদর্শনীও করেছে। সেই অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছে। ছোট ছোট বাচ্চারা যে তালিম না দিয়ে বা সামান্য তালিম নিয়েই যে লেভেলের অনুষ্ঠান করেছে তা কিন্তু সত্যিই বিষ্ময়কর আর প্রশংসার যোগ্য। কাল যদিও আমি বেশিক্ষণ থাকতে পারিনি‚ ঠাকুর দেখতে যাব বলে বেরিয়েছিলাম। কিন্তু যতক্ষণ ছিলাম ততক্ষণ সত্যিই মনে হচ্ছিল যে অন্য এক দুনিয়ায় আছি।

66e86b50-c10e-481c-a14f-4c2d12dbcd05.jpg

আজ আমি থাকতে পারিনি। সকাল থেকে ঘুরে ঘুরে পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে। দুপুরে অবশ্য একবার গেছিলাম অঞ্জলি দিতে। অঞ্জলি দিলাম। প্রসাদ নিলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিং করতে। কি কি ঠাকুর দেখলাম তার ছবি পরেরদিন দিচ্ছি।

নবমী আর দশমীতে আমাদের পাড়ায় কি হবে তার আপডেট দিচ্ছি পরের কোনো কনটেন্টে।

ততক্ষণ এর জন্যে বিদায়। ভালো থাকবেন। পুজো উপভোগ করুন।

স্থানডিভাইস
বলাকা সঙ্ঘ,উত্তর চব্বিশ পরগনা‚ পশ্চিমবঙ্গ‚ ভারতRealme 5

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSfQKFP87GjNCaLdCLKkYFWdxRmYuKurkfDpnYWoUUypXiwgziwKKNP24nNC65i32Am8Fp.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Sort:  
 2 years ago 

আপনাকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই । পূজাতে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছে। তার সাথে সাথে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।পূজার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিলো ‌। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59311.47
ETH 2603.68
USDT 1.00
SBD 2.40