মুভি রিভিউঃBetter call saul

স্বাগতম বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন।মুভি,ওয়েব সিরিজ বর্তমানে আমাদের বিনোদনের অন্যতম এক মাধ্যম।আমি আমার পছন্দের কিছু ওয়েব সিরিজ এর সংক্ষিপ্ত রিভিউ দেব।

আজ যে সিরিজের রিভিউ দেব সেটি আমার অন্যতম প্রিয় একটি ওয়েব সিরিজ

images-12.jpeg
Source
নামঃ Better call saul
জনরাঃক্রাইম,ড্রামা।
imdb:8.8

আমাদের সিরিজের প্রধান চরিত্র"জিমি ম্যাকগিল"। সে একজন আইনজীবী।তাকে ঘিরেই আমদের সিরিজটি এগিয়ে চলে।সিরিজের প্রেক্ষাপট আমেরিকার নিউমেক্সিকো অংগরাজ্যের "আলবাকর্কি" শহর কে ঘিরে। এই সিরিজ টি অন্য একটি জনপ্রিয় ওয়েব সিরিজ "Breaking Bad" এর প্রিকুয়েল।
যেহেতু সিরিজের প্রধান চরিত্র একজন আইনজীবী সেহুতু আপনাদের মনে হতে পারে সিরিজটি শুধুমাত্র কোর্টরুম ড্রামা।কিন্তু তা নয় এই সিরিজটি মানব চরিত্রের বিভিন্নদিক,আমেরিকান মাদক ব্যবসার গোপন দিক গুলো তুলে ধরেছে।এছাড়া আইনের ফাক গলিয়ে অপরাধীরা কিভাবে পার পেয়ে যায় সেটাও এই সিরিজে দেখতে পাবেন।

সিরিজটির ৬টি সিজন রয়েছে।প্রত্যেকটি সিজনে ১০টি করে এপিসোড রয়েছে। প্রত্যেকটি এপিসোড ৫০মিনিটের।
আপনার যদি ক্রাইম জনরা ভালো লাগে তাহলে সিরিজটি খুবই উপভোগ করবেন।

"Happy watching"

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর ভাবে পোস্ট টি উপস্থাপন করেছেন। ভালো লাগলো, তবে
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।

পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ (https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21)

আরও কিছু জানতে জয়েন করুন আমাদের discord server এ
লিংক ঃ https://discord.gg/2eWjngYK

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 101935.35
ETH 3696.04
SBD 2.62