নিরামিষ "আলুর দম" রেসিপি। shy-fox 10%

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো বন্ধুরা"

সবাইকে আমার নমস্কার, আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

আজ আমি সন্তোষী মায়ের উপোস করেছি তাই নিরামিষ খাবার খেতে হবে।এই পুজোর উপোসে তেমন কোন কষ্ট নেই শুধু একটু নিয়ম পালন করতে হবে ঠিকঠাক মতো তা না হলেই বিপদ। পুজোয় কোন টক ফল দেওয়া যাবেনা,উপোসের দিন টক জাতীয় কোন খাবার খাওয়া যাবে না এমন কি স্পর্শও করা যাবেনা এর ব্যতিক্রম হলে সন্তোষী মা রুষ্ট হবেন।

🙏সন্তোষী মা🙏

সন্তোষী মা (ইংরেজি:Santoshi Mata) হিন্দুধর্ম-এর একজন মহাদেবী। সন্তোষী মাকে সন্তোষের অধিষ্ঠাত্রী দেবী বলে অভিহিত করা হয়। বিশেষত উত্তর ভারত ও নেপাল-এর মহিলারা সন্তোষী মায়ের পূজা করে। বার্ষিক ১৬টা শুক্রবার সন্তোষী মা ব্রত নামক এক ব্রত পালন করলে দেবী সন্তুষ্ট হন বলে তাঁরা বিশ্বাস করেন।

🥔নিরামিষ আলুর দম🥔

IMG_20221223_154325.jpg

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuoCP9HG7dxuuSpAHhdKPZakTCiaNoG7bqABm7YYGzesJwoVQoNruxzyZcJK6MC...78KtKk7Rsfm4ZtRepHo6K2qeo4R3vMB93xAc8vcyfdZKr2tXNzdTCxivk3RzyymVbiyZQFrpdibmNASSW1zcsvfbH6jqLkbS36x8chG9DUoMYDZMXjQVxHQA8N.png

উপকরণ
আলু
আদা বাটা
জিরা,ধনিয়া গুঁড়া
মরিচের গুঁড়া
লবণ
হলুদের গুঁড়া।
গরম মসলা বাটা
গোটা জিরা
তেজপাতা
সয়াবিন তেল
ঘি

photoCollageMaker_20221223_152313225.jpg

ধাপ-১

প্রথমে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি।

IMG_20221223_160213.jpg

ধাপ-২

কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়েছি। তেল গরম হলে গোটা জিরা,তেজপাতা ফোঁড়ন দিয়েছি। তারপর সিদ্ধ আলু গুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি।
photoCollageMaker_20221223_152346442.jpg

ধাপ-৩

আলু গুলো দেওয়ার পর লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প আঁচে অনেক সময় ধরে আলু গুলো লাল লাল করে ভেজে নিয়েছি।
photoCollageMaker_20221223_152422746.jpg

ধাপ-৪

সব মসলা গুলো সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর আলুর মধ্যে দিয়ে দিয়েছি।
photoCollageMaker_20221223_152503767.jpg

ধাপ-৫

মসলা দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে অল্প আঁচে অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি।কষানো হলে অল্প পরিমাণে জল দিয়ে ঝোল দিয়েছি।
photoCollageMaker_20221223_152536954.jpg

ধাপ-৬

ঝোল ফুটে উঠলে গরম মসলা বাটা দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে ঝোল শুকিয়ে আসলে ঘি দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি।তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি।
photoCollageMaker_20221223_152635765.jpg

"পরিবেশন"

কড়াই থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি,
আর এভাবেই তৈরি হয়ে গেলো মজাদার নিরামিষ আলুর দম রেসিপি টি। গরম ভাত,রুটি, লুচি পরোটা সবকিছুর সাথে খেতেই অনেক মজা লাগে আলুর দম। আমি রুটির সাথে খুব মজা করে খেয়েছি।
IMG_20221223_154325.jpg

IMG_20221223_154344.jpg

এই ছিল আমার আজকের রেসিপি আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কার কেমন লাগলো অবশ্যই মতামতের মাধ্যমে জানাবেন তাহলে খুশি হবো। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxLUy5tRWHZwoPkvkw4cLv9wovLuMmF7ZGAf4DAwsJfZ4uGNX7qG1KHTDN8Q1...bfFoudbaKZ5Vzsde5eATfH2qnmXwui7kQzogqp1a2ZKtDZmWpxMNYWMHX3NCBZ9mC9NHDzBd7K4gJTgV42NDT6Wu5KwX8mB5gYrCgUbVjh2urpH5Xg7YyNLnza.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Sort:  
 2 years ago 

আপনি উপোস থেকেছেন জেনে বেশ ভাল লেগেছে আপু।তবে এই সন্তোষী মায়ের উপোস একটু জটিল যেমন টক খাবার খাওয়া যাবেনা এবং ধরা ও যাবেনা তাহলে বিপদ।তবে ভালই হল আপনি পূজোর কাজ সম্পন্ন করেছেন।বেশ সুন্দর করে আলুর দম রেসিপি করেছেন অনেক গুলো উপকরণ দিয়ে।রেসিপির কম্বিনেশন বেশ সুন্দর হয়েছে আপু।এছাড়াও প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ নিরামিষ আলুর দম রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি আপু এই উপোসের নিয়ম একটু জটিল তাছাড়া এমনিতে আর কোন কষ্ট নেই। সুন্দর মন্তব্য করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

দিদি নমস্কার
আশা করছি ব্রত বা উপোস ভালো ভাবেই সম্পর্ন করেছেন ৷ আসলে আমার মা উপোস থাকে আর প্রতি বৃস্হপতিবার আমরা সবাই নিরামিষ খাই ৷
যা হোক আপনার ব্রত মা সন্তোষী গ্রহন করুক ৷ আর নিরামিষ আলুর দম ভালোই হয়েছে ৷
ধন্যবাদ দিদি

 2 years ago 

হ্যাঁ ভাই ভালোভাবেই পালন করতে পেরেছি মায়ের কৃপায়।সপ্তাহে অন্তত একদিন হলেও নিরামিষ খাবার খাওয়া দরকার এটা শরীরের জন্য উপকারী। ধন্যবাদ ভাই।

 2 years ago 
আপনি তো দেখছি খুব ভাল ধর্ম কর্ম পালন করেন। এটা খুব ভাল একটি গুন। নিরামিষ মাঝে মাঝে খেতে ভাল লাগে। আলুর দম কিন্তু আমার খুব পছন্দের। শীতে নতুন আলু দিয়ে আলুর দম রান্না করলে খুবই মজা লাগে। আমরা অবশ্য অনেক ধনিয়া পাতা দিয়ে থাকি । তবে আপনার রেসিপি দেখে আমার খুব ভাল লেগেছে। পরিবেশন দেখে খুব খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু।
 2 years ago 

মাঝে মধ্যে একটু ধর্ম কর্ম করতে হয় ভাইয়া। তবে খুব বেশি না হলেও একটু করার চেষ্টা করি। ঠিক বলেছেন ভাইয়া শীতের দিনে আলুর দম খেতে খুবই ভালো লাগে। ধনেপাতা আমিও মাঝে মাঝে দেই ভালোই লাগে খেতে।আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আলুর দমের নিরামিষ রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করলেন। ধাপে ধাপে উপস্থাপন থেকে শিখতে পারলাম।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 years ago 

আলুর দম আমার খুব পছন্দ আপু। তবে অনেকদিন ধরেই আলোর দম খাওয়া হচ্ছে না। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57428.63
ETH 2425.69
USDT 1.00
SBD 2.34