প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক বেশি। shy-fox10% abb-school 5%
হ্যালো*
আমার বাংলা ব্লগ বাসী সবাইকে নমস্কার,আদাব আশাকরি আপনারা সকলেই অনেক ভালো আছেন।ঈশ্বরের অশেষ কৃপায় আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি।
আমার ছোট মেয়ের নাম অর্থী ওর বয়স ১১ বছর ও অনেক ছোট হলেও আমাকে ঘরের কাজে অনেক সাহায্য করে।ও অনেক শান্ত, মিশুক ও লাজুক টাইপের। সহজে কোন কিছু করতে চায় না মানুষের মধ্যে নিজেকে উপস্থাপন করতে একটু লজ্জা বোধ করে। কোন বিষয়ে ওকে জোর করে বা রাগারাগি করে করানো সম্ভব না যদি কখনো ভুল করে একটু রাগ করি তাহলেই কাজ শেষ আর কোন কিছু ওকে দিয়ে করানো যাবে না।
আগস্ট ২০২২ এ প্রথম যেদিন ওকে গানের স্কুলে ভর্তি করি খুব আগ্রহ নিয়েই যায় কিন্তু ওখানে গিয়ে যখন অনেক বাচ্চা অভিভাবক দেখে তখন ও আর কিছুতেই রাজী নয় যে ও গান শিখবে,
কি আর করা বড় মেয়ে গান করলো কিন্তু ওকে কোনভাবেই বসানো গেলো না মন টা অনেক খারাপ হয়ে গেলো আমি চেয়েছিলাম দুই মেয়েকেই গান শেখাবো কিন্তু সেটা মনে হয় আর হলো না হতাশ হয়ে ফিরে আসলাম আবার পরের সপ্তাহে গেলাম আবার সেই একই অবস্থা এভাবে এক মাস কেটে গেলো।
আশা ছেড়েই দিলাম যে ওর দ্বারা আর গান হবে না। পরে হঠাৎ করে ও বললো মা আমি গান শিখবো শুনে আমি খুবই খুশি হলাম।
সেপ্টেম্বর মাসে ওর গানের হাতেখড়ি সেদিন থেকে প্রতিদিন কম বেশি রেওয়াজ করার চেষ্টা করে তারপর আস্তে আস্তে গান তুলতে শিখছে, কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটা গান তোলা হলো তারপর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুল থেকে কয়েকজন কে নির্বাচন করা হলো ওকেও সিলেক্ট করা হলো সন্ধ্যায় অনুষ্ঠানে আমি, হিরা ভাবি আমার প্রতিবেশী ভাবিরা সবাই দেখতে গেলাম ওরা দশজন মিলে গান পরিবেশন করলো আমি তো খুবই চিন্তিত ছিলাম ও তো গান সেরকম ভালো পারে না একেবারেই নতুন কিন্তু শেষে দেখল ও খুবই ভালো ভাবে গান গাওয়ার চেষ্টা করেছে গান খুব ভালো না জানলেও ওর এক্সপ্রেশন খুবই ভালো ছিল যা দেখে সবাই মুগ্ধ হয়েছে। ঐদিন থেকে মেয়ের গানের প্রতি আরও আগ্রহ বেড়ে গেলো।
এ পর্যন্ত ও অনেক গুলো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে মোট সাতটি সার্টিফিকেট অর্জন করেছে পৌরসভা, উপজেলায় সবগুলোতেই প্রথম স্থান অর্জন করেছে শুধু জেলা পর্যায়ে গিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আবার গতকাল আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বিষয়ে প্রথম স্থান অর্জন করেছে,আগামী সপ্তাহে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।
এত অল্প সময়ে এত ভালো কিছু করবে আমি কখনোই কল্পনা করিনি। আমি যখন সার্টিফিকেট গুলো দেখি তখন এতটাই আবেগপ্রবণ হয়ে যাই যে খুশিতে আমার চোখে জল চলে আসে।আমি যা চেয়েছি তার চেয়ে অনেক অনেক বেশি পেয়েছি
আমি খুবই আনন্দিত আমার মেয়ের সাফল্যে মন থেকে আশীর্বাদ করি ও যেন অনেক বড় এবং ভালো মানুষ হতে পারে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার মেয়ের জন্য আশীর্বাদ / দোয়া করবেন।
আসলে আপু প্রত্যেকটা বাবা-মা'ই চায় তার সন্তান ভাল কিছু করবে। সন্তানকে নিয়ে জল্পনা-কল্পনার শেষ থাকে না। এবং সে চায় তার সন্তানকে সবার চেয়ে ভালো কিছু করে গড়াতে। কিন্তু আপু প্রথমে আমি নিজেও অবাক হয়ে গেলাম যে গান শেখানোর চেষ্টা করছেন কিন্তু সে কখনো রাজি হচ্ছে না। যখন নিজ থেকেই সাড়া দিলো তখন দেখলাম যে পুরো পৃথিবী টাই আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে। আসলে এটা প্রত্যাশার চেয়ে অনেক বেশি পাওয়া। তবে সকল গাইডের উচিত তার সন্তান কি চায় সেদিকে নজর রাখার। অসাধারণ ছিল আপনার অনুভূতি গুলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।