শূন্যতা বড়ই কষ্টের।খুব আপন জন যদি কাছ ছাড়া হয় তখন সেই শূন্যতার অভাব কোনভাবেই পূরণ করা যায় না।জাহিরা সারাদিন হাসিখুশি কথাবার্তায় পুরো ঘরটাকে ভরিয়ে রাখে সেই সাথে আমাদের বাসাটাকেও।সত্যি কথা বলতে আপনি তো ওর মা আপনার খারাপ লাগাটাই স্বাভাবিক কিন্তু জাহিরা যদি না থাকে আমাদেরও খুবই খারাপ লাগে ও থাকলে মনে হয় যে না অনেক মানুষজন আছে আরো যখন গাইবান্ধায় যায় তখন আমরা অনেক শূন্যতায় ভুগি আর অপেক্ষা করতে থাকি কবে আসবে।ও সব সময় সবদিক মাতিয়ে রাখে তাই ওর অভাবটা বেশি অনুভব করা যায়।কষ্টের অনুভূতিগুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।ধন্যবাদ ভাবি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ বৌদি আমার অনুভূতি বোঝার জন্য যদিও আপনি আমাকে অনেক বোঝেন এটা আলাদা করে বলার কিছু নাই। জাহিরাকে এতটা ভালোবাসেন সেটা দেখলেও খুব ভালো লাগে।অনেক ভালো থাকবেন।