You are viewing a single comment's thread from:

RE: দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ২০ (বিশেষ এপিসোড: রবীন্দ্রনাথ ঠাকুর)

in আমার বাংলা ব্লগlast year

১.রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সর্বপ্রথম ছোট গল্প ভিখারিনী।

২.ধারণা করা হয়েছিলো তিনি তালার জায়গায় চাবি শব্দটি ভুলে ব্যবহার করেছিলেন। এটি একটি আধ্যাত্মিক গান,এখানে চাবি বলতে ঘড়িতে দম দেওয়ার যে চাবি ব্যবহার করা হয় তাকে বোঝানো হয়েছে।

৩.এই ডাক হরকরার নাম ছিলো,গগন ডাকহরকরা।

৪.বিবিসি বাংলার করা জরিপে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালির তালিকায় রবীন্দ্রনাথের অবস্থান ছিলো দ্বিতীয়।

৫.আমার সোনার বাংলা কবিতা টি।
৬.বহুদিন ধরে বহু ক্রোশ ধরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে।

৭.ছদ্মনাম ভানু সিংহ। কাব্যগ্রন্থের নাম ভানু শিংহ ঠাকুরের পদাবলী।

৮.সাদা-কালো ছবিগুলো নন্দলাল বসু এঁকেছিলেন।

৯.এই "গীতাঞ্জলি" শব্দটি দিয়ে তিনি গান উৎসর্গ করাকে বুঝিয়েছেন।

১০.ঠাকুরদা তাঁর নিজের নাতিকে মাটি চাপা দিয়ে যখ করে রেখেছিলেন,সম্পত্তি সমর্পণ গল্পে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 61119.19
ETH 2615.15
USDT 1.00
SBD 2.65