You are viewing a single comment's thread from:
RE: অচেনা শহরে আমার অভিজ্ঞতা🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊
বটিতে যদি ঠিকঠাক ধার না থাকে তাহলে কাটাকুটি করা খুবই কষ্টকর হয়ে যায়। কাটাকুটির পর বটি পরিস্কার করে ধুয়ে মুছে রাখলে ভালো থাকে আর বাসায় মাঝে মাঝে পাথার দিয়ে ধার দিলেই চলে।মেসের জিনিসপত্র তেমন ঠিক থাকেনা তার কারন হলো সবাই নিয়ে কাজ করে। অচেনা কোথাও গিয়ে কোন কিছু খুঁজে পাওয়া একটু সমস্যা হয়ে যায় এখন তো গুগুলে সার্চ দিলে অনেককিছু খুব সহজেই পাওয়া যায় হয়তো-বা আর কিছুদিন পর কামারের দোকানোও গুগলে সার্চ করলে পাওয়া যাবো।☺️ঘুঘু পাখি গুলো অনেক সুন্দর লাগছে। সবমিলিয়ে আপনার পোস্ট টি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।
ঠিক কথাই বলেছেন আপু মেচের যেকোন জিনিসই অবহেলায় পড়ে থাকে। নিজের কাজ করা হয়ে গেলে যেকোনো জিনিস ফেলে রেখে চলে যায় সবাই। ইন্টার্নেট ও টেকনোলজি এতটাই এগুচ্ছে সবখানেই গুগোল এ সার্চ দিলে হয়তো পাওয়া যাবে । আপনার মূল্যবান মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ।