RE: (তৎকালীন নদিয়া জেলা) কুষ্টিয়া জেলায় অবস্থিত মহিনী মিল ভ্রমণ।
কুষ্টিয়া সাংস্কৃতির রাজধানী বলা হয় এটা কম বেশি আমরা সকলেই জানি, কিন্তু কখনো যাওয়া হয়নি কুষ্টিয়ায়। আজকে আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম কুষ্টিয়ার মোহিনী মিল সম্পর্কে। সেই সময়ে ইংল্যান্ডের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে শুরু করা হযেছিল মিল টি আর শুরু টাও বেশ ভালোই লাভজনক ছিল। মিলের ভিতরে চিকিৎসালয়, স্কুল, খেলার মাঠ বড় পুকুর সবকিছুই ছিল,যদি এখনো মিল টি চালু থাকতো তাহলে হয়তো আরও আধুনিকতার ছোঁয়া লাগতো এবং আশেপাশের মানুষের অনেক কাজে আসতো কিন্তু দুঃখের বিষয় হলো কোটি কোটি টাকার সম্পদ ছড়িয়ে ছিটিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যা দেখে খুবই খারাপ লাগলো। মাননীয় প্রধানমন্ত্রীর সুনজরে আসলর হয়তো-বা আবারও ভালো কোন কিছুর সম্ভাবনা রয়েছে। ভাইয়া আপনার পোস্ট টি অনেক সুন্দর ছিল এবং অনেক তথ্য জানতে পারলাম সবমিলিয়ে অসাধারণ লেগেছে আমার কাছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আমন্ত্রণ রইলো আপু আমাদের কুষ্টিয়ায় অবশ্যই আসবেন ঘুরে দেখবেন অনেক ভালো লাগবে এই সংস্কৃতির রাজধানী আশা করি। বিশেষ করে রবীন্দ্র মেলা অথবা লালন মেলার মধ্যে আসলে সব থেকে বেশি ইনজয় করতে পারবেন।