You are viewing a single comment's thread from:

RE: ভালো বন্ধুর মুখোশে প্রতারণা

in আমার বাংলা ব্লগ2 years ago

ঈশ্বরের অশেষ কৃপা ছিল বলেই অল্পতেই বুঝতে পেরেছেন যে উনি প্রতারক, যদি এরকম বছরের পর বছর চলতে থাকতো তাহলে তো আপনারা আরও অনেক ক্ষতির সম্মুখীন হতেন আপু,ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন।
বিশ্বাসের মর্যাদা যারা রাখতে পারেন না তারা আসলে মানুষের পর্যায়ে পড়েনা,বর্তমান সমাজে মুখোশধারী বন্ধুর অভাব নেই,তাই বুঝেশুনে মানুষ কে বিশ্বাস করতে হবে।ভাইয়া বন্ধুত্বের কারনে চায়নি যে কোন পদক্ষেপ নিক তাহলে তার চাকরির আরও অনেক বড় ক্ষতি হয়ে যেতো। ভাইয়ার মহত্ত্বের ফল একদিন উনি ঠিক পাবেন কোন না কোন ভাবে,ভালো কাজ কখনো বিফলে যায় না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এই প্রার্থনা করি।

Sort:  
 2 years ago 

বিশ্বাস না করার কোন কারণ ছিল না আপু। কারণ দীর্ঘ অনেক বছর একসঙ্গে থেকেছে।তখন তো ভালোই ছিল। পরে নেশার জগতে যাওয়ার কারণে এরকম অধঃপতন হয়েছে। এই জগতটাই এরকম মানুষের জ্ঞান শূন্য করে দেয়। তারপরও মানুষের বুঝে শুনে টাকা ইনভেস্ট করা উচিত।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 63935.74
ETH 2749.19
USDT 1.00
SBD 2.65