RE: নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস
বর্তমানে আবহাওয়ার অবস্থা খুব ভালো না প্রতিটি ঘরে ঘরে সবাই অসুস্থ হয়ে পড়ছে। ভাইয়া আপনি ঠিকই বলেছেন সবাইকে নিয়মমাফিক চলতে হবে তাহলে হয়তো কিছুটা হলেও অসুস্থতার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আমার মনে হয় যে আমার বাংলা ব্লগ পরিবার নিজের পরিবারের থেকে কোন অংশে কম নয় এখানে না আসলে হয়তো জীবনে অনেক কিছু মিস করে যেতাম। কিছু কিছু লোক আছে যারা কোনকিছুতেই সন্তুষ্ট থাকতে পারেন না এটা তাদের এক ধরনের সমস্যা বলে আমি মনে করি। আর যারা কোনকিছুতেই সুখী নয় তাদেরকে সুখী করা কারোরই পক্ষে সম্ভব নয়। নিজেই নিজের সুখ তৈরি করে নিতে হবে সুখ কখনো আপনাআপনি ধরা দেবে না। অন্যের কথা না ভেবে নিজের উপর আস্থা রেখে নিজের কর্ম করে যেতে হবে তাহলে সাফল্য একদিন আসবেই এটা আমার বিশ্বাস বাকিটা ঈশ্বরের কৃপা। সবাই মিলেমিশে করি কাজ হারি জিতি নাহি লাজ। গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।