বইমেলায় বই কেনা,ঘোরাঘুরির কিছু সুন্দর মুহুর্ত। shy-fox 10%

in আমার বাংলা ব্লগ2 years ago
"হ্যালো"আমার বাংলা ব্লগ বাসী

সবাইকে আমার নমস্কার,আদাব।কেমন আছেন
সবাই,আশাকরি সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

"বইমেলার গুরুত্ব"

বইমেলা আমাদের জীবনের জন্য সবথেকে একটি উপকারী মাধ্যম কারণ একটি উৎসবের মাধ্যমেই সব জায়গায় ছড়িয়ে পড়ে বইয়ের গুরুত্ব।মানব জীবনের শ্রেষ্ঠতম বন্ধু হলো বই, কারণ বই হল আমাদের সকল সমস্যার সমাধান খুঁজে দেয়, একটা ঐতিহাসিক যুগে প্রবেশ করতে চাইলে বইয়ের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তাহলে ওই যুগে কি ঘটেছিল সেটা আমরা জানতে পারবো, এজন্য এটি হলো আমাদের গুরুত্ব বুঝিয়ে দেয় বই সবসময়ের জন্য আলোকিত মানুষ গড়ে।

IMG_20230121_200947.jpg

গত ঊনিশ তারিখে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভ্রাম্যমাণ বইমেলা বসেছে আগামী তেইশ তারিখ পর্যন্ত এই মেলা থাকবে।বইমেলার কথা শুনেই মেয়ের লাফালাফি শুরু হয়ে গেছে তাকে মেলায় নিয়ে যেতেই হবে। রিতু আমিন ভাবিকে বললাম মেলায় যাওয়ার কথা ভাবি শুনেই যেতে রাজি হয়ে গেলো সাথে আরেক ভাবিও যেতে চাইলো তাই সবাই মিলে দুপুরের খাবার খেয়ে তাড়াতাড়ি বেড়িয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে।
IMG_20230121_201658.jpg

বাসা থেকে খুব কাছেই স্কুল তাই সবাই হাঁটতে হাঁটতেই চলে গেলাম মেলায়।গিয়ে দেখি তেমন কোন লোকজন নেই তখন মাত্র সাড়ে তিনটা বাজে তাই লোকজন তেমন দেখা যাচ্ছিলো না।তবে আধা ঘন্টার মধ্যে বেশ লোকজন আসা শুরু করলো।আমরা সবাই বই দেখতে শুরু করলাম যে যার মতো করে। বড় মেয়ে যে বই দেখছে সেটাই কিনতে চাইছে পারলে মনে হয় পুরো মেলা টাই তুলে নিয়ে আসবে বাসায়।ছোট মেয়েও খুবই আনন্দের সহিত বই দেখতেছিলো কোনটা কিনবে ভেবে পাচ্ছিলো না আমাকে বললো মা তুমি খুঁজে দাও আমি বললাম মা নিজেই পছন্দ করো কোনটা নিবা।অবশেষে তার পছন্দসই একটা বই পেয়েছে।সাথে অনন্যাও তার পছন্দের বই পেয়ে গেছে।
IMG_20230121_201617.jpg
IMG_20230121_201557.jpg

বড় মেয়ে কোনভাবেই তার পছন্দসই বই পাচ্ছে না তাই তার মন খুবই খারাপ।তাই আমি মেলার বই বিক্রেতা ভাইয়াকে একটু হেল্প করতে বললাম যাতে করে মেয়েকে বই কিনতে সাহায্য করতে পারে ভাইয়া টা সাথে সাথে মেয়েকে হেল্প করতে চলে আসলেন এবং অনেক বই সম্পর্কে মেয়েকে ধারণা দিতে লাগলো যাতে করে মেয়ে বুঝতে পারে কোন বইটা তার ভালো লাগবে।অবশেষে মেয়ে তার পছন্দের বই হাতে পেলো।
Screenshot_2023_0121_202714.jpg

Screenshot_2023_0121_203220.jpg

প্রতিটি বইয়ের উপরে ছাড় দেওয়া হচ্ছিলো তাই নির্ধারিত মূল্যের চেয়ে বেশ কিছু কম মূল্যেই বই গুলো কিনতে পেরেছিলাম।ওদের দেখাদেখি আমিও একটি বই কিনলাম অবসর সময়ে যাতে একটু হলেও চোখ বুলাতে পারি।
IMG_20230121_203649.jpg

IMG_20230121_201740.jpg

বই কেনাকাটা শেষ তারপর সবাই মিলে একটা ছবি তুলে চলে আসছিলাম ঠিক তখনই মাঠে গান বাজছিলো আর তাই গান শুনে রিতু ভাবির মেয়ে জাহিরা আর চারতলার ভাবির মেয়ে নাজিফা নিজেদের কে কোনভাবেই ধরে রাখতে পারছিলো না তাই তারা যে যার মতো করে নাচানাচি শুরু করে দিলো যা দেখে সবাই খুব মজা পাচ্ছিলো অনেকেই ওদের নাচের ভিডিও ধারন করছিলো,আমিও করেছি।ওদের নাচানাচি কিছুতেই শেষ করতে চাইছিলো না অনেক বুঝিয়ে নিয়ে আমরা মেলা থেকে বেড়িয়ে আসছিলাম আর সেই মুহূর্তে দেখি বৃত্ত মেলায় এসেছে ও কিছু সময় আমাদের সাথে থাকলো কে কি বই কিনলো সেগুলো দেখলো তারপর আমরা বেড়িয়ে পড়লাম।

IMG_20230120_212520.jpg

"ভিডিও লিংক"

এই ছিলো আমাদের বইমেলায় ঘোরাঘুরির কিছু সুন্দর মুহুর্ত আশাকরি আপনাদের সকলের অনেক ভালো লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo (1).gif

Sort:  
 2 years ago 

বৃত্ত দাদার লেখাও গতকাল পড়লাম।সবাই কত ইনজয় করছেন নিজেদের মতো করে,শুধু আমিই যেতে পারছিনা🥺।
এমন মেলা আমাদের ওখানে এর আগে তেমন হয়নি।তবে যতদূর মনে পরে,বছর ১১/১২ আগে একটা বই মেলা হয়েছিল বোধয়।
যাইহোক,ভালো ছিল আপনাদের সময়টুকু।শুভ কামনা রইলো।

 2 years ago 

সত্যি বলছি তোমাকে আমরা খুব মিস করেছি,ভুল হয়ে গেছে তোমাকেও ডাকা উচিত ছিলো।এর পরে সবাই বাইরে গেলে তোমাকেও ডাকবো।আমি এই প্রথম গোবিন্দগঞ্জ এ বইমেলা দেখলাম বেশ ভালোই ছিলো।ধন্যবাদ ভাই।

 2 years ago 

বইমেলাতে দারুণ কিছু সময় অতিবাহিত করেছেন দেখছি আপু। আসলে এমনটাই হয় অনেকগুলো বই দেখে কোন ভাবেই পছন্দ করা যায় না কোনটা রেখে কোনটাকে কিনব। বইমেলাতে ধারণ করা আপনার মেয়ের ভিডিওটি দেখলাম ভালোই লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া একসাথে অনেক গুলো দেখলে এরকমই হয়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বইমেলাতে অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখছি আপনারা সবাই মিলে। বিশেষ করে আপনার ছোট মেয়ের ব্লগিং করা দেখে আমার ভীষণ ভালো লাগে। ভিডিওতে ওর কথাগুলো শুনে খুবই ভালো লেগেছে। ভিডিওর মাধ্যমে পুরো পোস্ট অনেক ভালোভাবে বুঝতে পারি। যদিও প্রথমে অনেকগুলো বই থেকে কোনটা নেবেন সেটা বুঝতে পারছিলেন না। কিন্তু পরবর্তীতে আপনার মেয়েরা এবং আপনি বই কিনেছেন এটা দেখে ভালো লাগলো। আর ঋতু আমিন আপুর মেয়েকে দেখেও ভালো লাগলো। সব মিলিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন।

 2 years ago 

জ্বি আপু প্রথমে বুঝতেই পারছিলো না যে কোনটা রেখে কোনটা কিনবে ওরা তারপর পছন্দ মতো বই কিনতে পেরে অনেক খুশি। ছোট মেয়ে ভিডিও মোটামুটি ভালোই করে তাই আমি আপনাদের সাথে শেয়ার করি যাতে করে ও আরও বেশি উৎসাহ পায়। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু মানব জীবনের শ্রেষ্ঠতম বন্ধু হলো বই। বই আমাদের সকল সমস্যার সমাধান খুঁজে দেই। আমাদের এখানে এখনো বই মেলা শুরু হয়নি । তবে বই মেলায় ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে। আপনার দুই মেয়ে দেখতে অনেক সুন্দর আপু। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

জ্বি আপু বইমেলায় ঘুরতে সত্যিই অনেক ভালো লাগে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58176.03
ETH 2475.13
USDT 1.00
SBD 2.40