গাটি কচুর ঝাল, নিরামিষ রেসিপি shy-fox 10% | abb-school 5%

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার আদাব। আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন।ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি।

শরীরের এ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করে গাটি কচু। এতে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে।
গাটি কচুতে ফ্যাট এবং কোলেস্টেরলের পরিমান কম তাই যাদের উচ্চরক্তচাপ রয়েছে তাদের জন্য নিঃসন্দেহে এটি যথেষ্ট উপকারি। এর উপকারিতা যেমন রয়েছে খেতেও তেমন সুস্বাদু কম বেশি সকলেরই পছন্দের তালিকায় গাটি কচু আছে। গাটি কচু ভর্তা মাছের ঝোল সবসময় খেয়ে থাকি আজ আমি একটু অন্য ভাবে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ঝাল রান্না করেছি সেই রেসিপি টি শেয়ার করবো আপনাদের সাথে।

IMG_20220710_110146.jpg

উপকরণ
গাটি কচু
আলু
আদা বাঁটা
জিরার গুঁড়া
হলুদের গুঁড়া
লবন
শুকনা মরিচের গুঁড়া
গোটা জিরা,শুকনা মরিচ তেজপাত, গরমমসলা
সয়াবিন তেল
ঘি

PhotoCollage_1657428998506.jpg

প্রথম ধাপ

গাটি কচু গুলো খোসা ছাড়িয়ে নিলাম আলুর খোসা ছাড়িয়ে নিলাম। তারপর আলু,কচু গুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিলাম।
PhotoCollage_1657429021918.jpg

দ্বিতীয় ধাপ

এবার চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম তারপর কেটে রাখা কচু গুলো পাতিলে দিয়ে সামন্য পরিমানে জল দিয়ে চুলা জ্বালিয়ে দিলাম।একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ জ্বাল দিলাম বলক উঠলে ঢাকনা খুলে একটা ছাকনির মধ্যে কচু গুলো ঢেলে জল গুলো ফেলে দিলাম।
PhotoCollage_1657429050069.jpg

তৃতীয় ধাপ

এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে রান্নার তেল দিলাম তেল একটু গরম হলে তারমধ্যে গোটা শুকনা মরিচ, তেজপাতা, গোটা জিরা,গরমমসলা দিয়ে ফোঁড়ন দিলাম। তারপর কেটে ধুয়ে রাখা আলু গুলো দিলাম আলুর মধ্যে পরিমান মতো হলুদ গুঁড়া স্বাদমতো লবন দিয়ে দিলাম।
PhotoCollage_1657429096869.jpg

চতুর্থ ধাপ

লবন হলুদ গুঁড়া দেওয়ার পর আলু গুলো একটু নেড়েচেড়ে তারমধ্যে ভাপ দেওয়া গাটি কচু গুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম।
PhotoCollage_1657429119087.jpg

পঞ্চম ধাপ

আলু,ভাপ দেওয়া কচু ভাজা হয়ে গেলে আদা বাঁটা জিরার গুঁড়া, শুকনা মরিচে গুঁড়া দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কয়েক মিনিট কষানোর পর খুব অল্প পরিমানে জল দিলাম কচু ভাপ দেওয়া আর ভাজার সময় আরও কিছুটা সিদ্ধ হয়ে গেছে তাই বেশি জল দিলে একদম ঘাটি তরকারি হয়ে যাবে তাই খুব বেশি জল দেওয়া যাবে না।
PhotoCollage_1657429146752.jpg

ষষ্ঠ ধাপ

জল দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে ঢাকনা ছাড়া কিছুক্ষণ জ্বাল দিলাম ঝোল কিছুটা শুকিয়ে আসলে এক চা চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে ঘি না দিলে খেতে খুব একটা ভালো লাগেনা। ঘি গরমমসলা হচ্ছে এধরনের নিরামিষ তরকারির প্রধান উপকরন আমি তাই মনে করি। ঘি দেওয়ার পর আর একটু ঝোল টেনে আসলে নামিয়ে নিলাম।
PhotoCollage_1657429175889.jpg

শেষ ধাপ

পরিবেশনের জন্য একটা বোলের মধ্যে ঢেলে নিলাম হয়ে গেলো মজাদার গাটি কচুর ঝাল নিরামিষ রেসিপি।
IMG_20220710_110146.jpg

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোন সময়ে অন্য কোন রেসিপি নিয়ে।

ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

গাটি কচুর ঝাল নিরামিষ রেসিপি খুবই চমৎকার হয়েছে। এরকম রেসিপি আমার অনেক ভালো লাগে। তবে নিরামিষ করে কখনো খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গাটি কচুর ঝাল, নিরামিষ রেসিপি বাহ্ দারুন গাটি কচুর এই প্রথমবারের মতো শুনলাম। আপনার রেসিপি দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর করে ঘাঁটি কচুর নিরামিষ ঝাল রান্না করেছেন। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে তরকারির কালার টা বেশ সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

গাটি কচুর ঝাল খুব ভালো লাগলো। নিরামিষ খাওয়া শরীর এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আপনি যেদিকে গাটি কচু বলেছেন আমরা সেগুলোকে কসুর সোহা বলে থাকি। যাইহোক বাংলাদেশ এক জায়গাতে এক নাম বলে থাকে। আপনার রেসিপি কালার দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

গাটি কচুর ঝাল, নিরামিষ রেসিপিটি বেশ মজাদার হয়েছে বলে মনে হচ্ছে। আমিও মাঝে মাঝে বাসায় গাটি কচুর ঝাল, নিরামিষ রেসিপিটি বানিয়ে থাকি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। জ্বি আপু খেতে অনেক ভালো হয়েছে। আপু আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60025.27
ETH 2417.33
USDT 1.00
SBD 2.42