ক্ষতিপূরণ। shy-fox-10%

in আমার বাংলা ব্লগlast year

"হ্যালো বন্ধুরা"

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।

অনুতপ্ত বা নিজের ভুল স্বীকার করা একটি মহৎ কাজ। আপনি যদি কোনো ভুল করেন এবং সেই ভুল বুঝে অনুতপ্ত করে ফেলেন তাহলে সেটা আপনাকে অনেক বড় করে তোলে। কিন্তু যারা ভুল করে অনুতপ্ত বা প্রায়শ্চিত্ত করে না তারা কখনোই একজন মানুষের মনে জায়গা করে নিতে পারে না।অনুতপ্ত একটি স্বাভাবিক অনুভূতি নয়। এটি অনেক বেদনা এবং কষ্টের সাথে পারস্পরিক ভাবে পক্ষপাতিত্ব ঘটায়। অনুতপ্ত হওয়ার থেকেও ভালো হলো অনুতপ্ত বোধ বলতে একটি খারাপ কাজকে চিরদিনের জন্য বিদায় জানানো। তাই আমাদের সবার উচিত যদি আমরা কোন ভুল করে থাকি সেটা বুঝে অনুতপ্ত হওয়া।
IMG_20230319_230221.jpg

IMG_20230319_230031.jpg

গত দুই পোস্টের মাধ্যমে আপনারা সকলেই জানতে পেরেছেন,যে আমার হাসবেন্ড এর সামান্য ভুলের জন্য আমার শখের বাগানের কি হাল হয়েছিলো।এবং সে তার ভুল স্বীকার করে আমাকে ক্ষতি পূরণ হিসেবে অনেক গুলো ফুলেব টব কিনে দিয়েছে,এবং নতুন করে বাগান করার সুযোগ করে দিয়েছে।আমি প্রথমে ভেবেছিলাম যে মাটির তৈরি ফুলের টব কিনবো,কিন্তু পরে ভেবে দেখলাম যে ওগুলোতে মাটি ভরার পরে অনেক ভারি হয়ে যায় যা টানাটানি করা আমার পক্ষে মোটেও সম্ভব নয়।বাজারে গিয়ে বেশ কয়েকটা দোকানে টব খুঁজে দেখেছিলাম কিন্তু পছন্দসই একটাও হচ্ছিলো না আর দামেও অনেক বেশি,তাই পরে আমার হাসবেন্ডকে বলেছিলাম ঢাকা থেকে টব কিনে আনার জন্য।
IMG_20230319_230256.jpg

গতবার ছুটিতে আসার সময় আমার জন্য ১২ টা ফুলের টব এবং বুয়েটের পরিক্ষিত কিছু মাটি নিয়ে আসে। এখান থেকে ৬টা মাঝারি সাইজের প্লাস্টিকের গামলা কেনা হয় এ্যালোভেরা গাছ লাগানোর জন্য।
তারপর এখান থেকে কেয়ারটেকার ভাইকে দিয়ে কিছু মাটি এবং আমার হেল্পিং হ্যান্ড সোহাগি কে দিয়ে গোবর সার আনা হয়।তারপর সে নিজের হাতে প্রতিটি গাছ লাগিয়ে দেয়।

তুলসীগাছ একটি ঔষধিগাছ,আর আমাদের গোবিন্দ পুজোয় তুলসীপাতা লাগবেই এই জন্য তুলসীগাছ হিন্দু বাড়িতে রাখা খুবই দরকার।
IMG_20230319_230539.jpg

নয়নতারা ফুল আমার খুবই পছন্দের ফুল।সারাবছর ধরে ফোটে তাই বেশি ভালো লাগে,আমার নিত্যদিনের পুজো এই ফুল দিয়ে হয়ে যায়।
IMG_20230319_230515.jpg

এ্যালোভেরা ত্বক ও চুলের জন্য খুবই ভালো এটা আমরা সকলেই জানি।আমি কখনোই এ্যালোভেরা ত্বক বা চুলে লাগাই না তার কারন এতে আমার প্রচুর এলার্জি হয়।ভালো লাগে তাই সারাবছর এ্যালোভেরা গাছ আমার থাকে।
IMG_20230319_230410.jpg

IMG_20230319_230358.jpg

টাইম ফুল দেখতে খুবই ভালো লাগে সেজন্য এটাও মোটামুটি সবসময়ই আমার বাগানে রাখি।
IMG_20230319_230438.jpg

এই গাছটার নাম হলো ভাতপাতা গাছ এই গাছের পাতা ভাত হওয়ার আগে ভাতের মধ্যে দিলে পোলাও এর মতো একটা সুগন্ধি পাওয়া যায়। এই গাছ আমার হাসবেন্ড ঢাকা থেকে নিয়ে এসেছে।
IMG_20230319_230326.jpg

এইটা কি ফুলের গাছ নামটা ভুলে গেছি,এই ফুলের অনেক সুগন্ধ রাত্রি বেলায় পাওয়া যায়। এটাও ঢাকা থেকে আনা গাছ।অনেক বড় হয়েছিলো তাই মাথা কেটে দিয়েছি।
IMG_20230319_230554.jpg

ক্যাপসিকাম গাছ,পাথরকুচি গাছ,পুদিনাপাতা গাছ।
IMG_20230319_230316.jpg

IMG_20230319_230650.jpg

IMG_20230319_230421.jpg

চন্দ্রমল্লিকা গাছ।রক্ত গাঁদা ফুল গাছ।
IMG_20230319_230627.jpg

IMG_20230319_230610.jpg

রসুনের পাতা খাওয়ার জন্য রসুন গাছ লাগিয়েছিলাম,বেশকিছু পাতা খেয়েছি এখন গাছ গুলো মারা যাওয়ার মতো হয়েছে।
IMG_20230319_230527.jpg

IMG_20230319_230256.jpg

আপাতত এই গাছ গুলোই লাগনো হয়েছে,আরও কিছু গাছ লাগনোর পরিকল্পনা আছে আশাকরি এবার ছুটিতে আসলে বাকি গাছ গুলো লাগানো হবে। এরকর ক্ষতিপূরণ পেয়ে সত্যিই আমি অনেক খুশি।আশাকরি খুব শীঘ্রই আবারও আগের মতো ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে যাবে আমার শখের বাগান। আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো সময়ে,অন্য কোনো নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

ধন্যবাদ।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

qPJmwNUkWBAaDEoDjHMPfsMwgtrUZt8qa7V155BbYgaJXHJ1RRNUNKdUiokw5GRZBvxgBBVEBbKqo6AEzUdFuSjduriYosyxZpyV2NieiY...bPKmPgfXrNfAMtnsiof2m2pTeP6UoYMNZBPC9JqRMarJmAvp5mRMbmGXVjdfuvHdTYWTA39Pnv8yBC8UW7mFNqJ4smiyK8f59Ws31d1VPokdDJahN7obGWMw9o (4).gif

Sort:  
 last year 

আসলে এটা কিন্তু একেবারেই সত্যি বলেছেন অনুতপ্ত বা নিজের ভুল স্বীকার করা একটি মহৎ কাজ। যে কোন খারাপ কাজে অনুতপ্ত বা নিজের ভুল স্বীকার করে নেওয়া খুবই ভালো একটি কাজ। আসলে আমাদের সবারই উচিত যদি আমরা কোন ভুল কাজ করে থাকি সেই কাজের প্রতি অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করা। আপনার ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে দেখে আমার কাছে। ‌আপনার হাজব্যান্ড তাহলে টব কিনে দিয়েছে আপনাকে। আপনি আপনার সম্পূর্ণ পোস্ট বেশ ভালোই একটা টপিক নিয়ে লিখেছেন। ‌‌

 last year 

ভুল করে স্বীকার করা একট মহৎ গুণ,কিন্তু অনেকেই এটা মানতে চায় না।জ্বি আপু তার ভুলের ক্ষতিপূরণ হিসেবে আমাকে অনেক গুলো টব কিনে দিয়েছে। সুন্দর মন্তব্য টি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 last year 

দাদা তো আপনাকে ক্ষতিপূরণ হিসেবে অনেক দামি জিনিস উপহার দিয়েছে। আমি মনে করি এই গাছের থেকে বড় কোন গিফট হতেই পারে না। আপনার প্রত্যেকটা গাছ অনেক সুন্দর হয়েছে। আর বেশ ভালো লাগছে বারান্দাটা এখন দেখতে।

 last year 

ঠিক বলেছেন ভাবি,এরকম উপহার হিসেবে পাওয়া সত্যিই অনেক ভালো লাগার মতো বিষয়,এর কাছে অনেক দামি উপহার মূল্যহীন আমার কাছে।ধন্যবাদ ভাবি।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63314.98
ETH 3233.91
USDT 1.00
SBD 3.88