রুই মাছের ডিম দিয়ে কচুর লতি চচ্চড়ি shy-fox 10% | abb-school 5%

in আমার বাংলা ব্লগ2 years ago

** হ্যালো**

আমার বাংলা ব্লগ বাসী

আশাকরি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন। ঈশ্বরের অশেষ কৃপায় আমি পরিবারের সকলকে নিয়ে ভালো আছি।

কচুর লতি পছন্দ করে না এমন লোক পাওয়া ভার, চিংড়ি দিয়ে কচুর লতি খেতে অমৃত সমান।কিন্তু দুঃখের বিষয় আমি চিংড়ি মাছ খাই না শারীরিক কিছু সমস্যার জন্য তাই মাঝে মাঝে শুঁটকি দিয়ে রান্না করে থাকি খেতে অনেক ভালো লাগে এখানেও একটা সমস্যা আছে আমার শাশুড়িমা শুঁটকি মাছ খায় না এমন কি গন্ধ সহ্য করতে পারে না উনি যখন গ্রামের বাড়িতে যায় তখন আমি শুঁটকি মাছ রান্না করি। শুধু লতি খেতে খুব একটা ভালো লাগেনা তাই চিংড়ি আর শুঁটকির বিকল্প হিসেবে মাছের ডিম কেই বেঁছে নিতে হলো খেতে কিন্তু মন্দ লাগেনা।আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপি টি শেয়ার করবো আপনাদের সাথে।
IMG_20220629_000821.jpg

উপকরণ

কচুর লতি

কাঁঠালের বিচি

রুই মাছের ডিম

পেঁয়াজ কুঁচি

আদা রসুন বাঁটা

জিরার গুঁড়ো

মরিচের গুঁড়ো

লবন

হলুদ গুঁড়ো

সয়াবিন তেল
PhotoCollage_1656438951198.jpg

প্রস্তুত প্রনালী

প্রথম ধাপ

কাঁঠালের বিচি আমাদের সবার খুব প্রিয় তাই পারলে সব তরকারিতেই দেই। লতি গুলো উপরের আঁশ ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। কাঁঠালের বিচি গুলো খোসা ছাড়িয়ে চার ফালি করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি।
IMG_20220628_130116.jpg

দ্বিতীয় ধাপ

আদা রসুন পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি। অন্য সব উপকরণ গুলো আলাদা আলাদা বাটিতে পরিমান মতো নিয়েছি।
IMG_20220628_131246.jpg

তৃতীয় ধাপ

মাছের ডিম পিস পিস করে কেটে ধুয়ে নিয়ে লবন হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি।
PhotoCollage_1656439005255.jpg

চতুর্থ ধাপ

চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি তারপর রান্নার তেল দিয়ে গরম করতে দিয়েছি। তেল গরম হলে মাছের ডিম গুলো দিয়ে দিয়েছি।
PhotoCollage_1656439040610.jpg

পঞ্চম ধাপ

একপিঠ ভাজা হলে অন পিঠ উল্টিয়ে দিয়েছি দুপাশে সোনালী কালার হয়ে আসলে ডিম গুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি।
PhotoCollage_1656439064834.jpg

ষষ্ঠ ধাপ

কড়াইয়ে অবশিষ্ট তেল এর মধ্যে পেঁয়াজ কুঁচি দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি হালকা বাদামী কালার হলে লতি কাঁঠালের বিচি গুলো দিয়ে তার মধ্যে লবন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি।
PhotoCollage_1656439086469.jpg

সপ্তম ধাপ

লবন হলুদ দেওয়ার পর লতি গুলো ভেজে নিয়েছি তারপর আদা রসুন বাঁটা জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে অল্প পরিমানে জল দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি।
PhotoCollage_1656439154371.jpg

অষ্টম ধাপ

মসলা কষানো হলে অল্প পরিমানে জল দিয়ে মাছের ডিম গুলো দিয়ে চুলার আঁচ একটু বাড়িয়ে কিছুক্ষণ রান্না করে জল শুকিয়ে মাখো মাখো হলে নামিয়ে নিয়েছি।
PhotoCollage_1656439198747.jpg

শেষ ধাপ

চুলার আঁচ বন্ধ করে দিয়ে পরিবেশের জন্য একটা বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এবার খাওয়ার জন্য রেডি রুই মাছের ডিম দিয়ে কচুর লতি চচ্চড়ি।
IMG_20220629_000821.jpg

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি। আবার দেখা হবে অন্য কোন সময়ে অন্য কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

কচুর লতি দিয়ে রুই মাছের ডিমের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু। যা দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি মজাদার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

রুই মাছ দিয়ে ডিম ও কচুর লতি দিয়ে রান্না করেছেন মনে হচ্ছে তো খুবই মজাদার হয়েছে। বিশেষ করে মাছের পাশে কচুর লতি বেশ চমৎকার লাগে খেতে। অনেক খেয়েছি দারুণ লাগে আমার কাছে। যাইহোক ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটা লোভনীয় রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

রুই মাছের ডিম দিয়ে কচুর লতির চচ্চড়ি খুবই লোভনীয় হয়েছে। তবে আমি এভাবে কখনো মাছের ডিম দিয়ে কচুর লতি রান্না করে খাইনি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমি অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

একজন চিংড়ি খান না আরেকজন শুটকি খান না। মুশকিল। আসলে অনেক খাবারেই অনেকের সমস্যা থাকে। যাই হোক রুই মাছ জীবনে বহুবার খেলেও এর ডিম খেয়েছে কিনা ঠিক মনে পড়ছে না। দারুন লাগলো আপনার রেসিপি। শিখে রাখলাম। ধন্যবাদ

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন চিংড়ি মাছ দিয়ে কচুর লতি অমৃতের মত লাগে। কিন্তু রুই মাছের ডিম দিয়ে কেমন লাগে সেটা আমি জানি না। নিশ্চয়ই আপনার এলার্জি গত সমস্যার কারণে হয়তো চিংড়ি মাছ খান না। তবে দারুন রেসিপি করেছেন নিশ্চয়ই মজা হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

রুই মাছের ডিম দিয়ে কচুর লতি চচ্চড়ি খুবই সুন্দর হয়েছে দেখতে বেশ লোভনীয় লাগছে। এত সুন্দর রেসিপি পোষ্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রুই মাছ দিয়ে কচুর লতি চচ্চড়ি ইউনিক একটি
রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে অনেক খেতে ইচ্ছে করছে। দেখে লোভ লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

কচুর লতি দিয়ে রুই মাছের ডিম রান্নার চচ্চড়ি দেখে জিভে জল চলে আসলো ।এ ধরনের খাবার খেতে আমার কাছে খুবই ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে খাবারটি খুবই লোভনীয় হয়েছে ।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কচুর লতি ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দিয়ে অনেকবার খেয়েছি। এই দুটো মাছ দিয়েই মূলত আমার কাছে কচুর লতি অনেক ভালো লাগে। কিন্তু রুই মাছের ডিমের সাথে কখনোই কচুর লতি খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে ভীষণ মজাদার হবে খেতে। আমি অবশ্যই পরবর্তীতে কচুর লতি এভাবে রান্না করে খেয়ে দেখব।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করে খেয়েছি অনেক মজা লাগে তবে রুই মাছের ডিম দিয়ে কচুর লতি খাওয়া হয়নি। রুই মাছের ডিম খেতে অনেক মজা লাগে নিশ্চয়ই রুই মাছ আর কচুর লতির সমন্বয়ে তৈরির রেসিপিটা বেশ লভনীয় ছিল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63294.77
ETH 2638.69
USDT 1.00
SBD 2.70