শুভ মহালয়া 🪷🪷🙏 গান কভার (বর্ষা)

in আমার বাংলা ব্লগlast month (edited)

হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা

Screenshot_2024_1002_210601.jpg

মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ।এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবীমাহাত্ম্যম্ শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে উঠে। মহিষাসুরমর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলির শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবার ভোরবেলা ঘুম থেকে উঠে। এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর তাঁর চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয় । পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে 'জলদান' বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়।পুরান মতে, এদিন মহিষাসুর বধের দায়িত্ব পান দেবী দুর্গা। চন্ডিপাঠের মধ্যদিয়ে দেবীর আবাহন করছেন ভক্ত-অনুসারীরা। চন্ডিতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও প্রশস্তি। দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীকরূপে পূজিত। মহামায়া অসীম শক্তির উৎস।

Screenshot_2024_1002_210612.jpg

ছোটবেলায় মহালয়ার দিন অনেক আনন্দ উৎসবের মতো মনে হতো।সারাবছর জুড়ে এই দিনটির অপেক্ষায় থাকতাম কখন মহালয়া আসবে!ভোরবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে একসাথে বসে টিভিতে মহালয়া দেখার কি যে আনন্দ তা বলে শেষ করা যাবে না।এখন মহালয়া আসে যায় কিন্তু সেই আনন্দের সময় গুলো আর জীবনে আসে না।বড় হওয়ার সাথে সাথে জীবন থেকে কেমন যেনো সকল আনন্দ গুলো হারিয়ে যায়,কোনো কিছুতেই আর আগের মতো তৃপ্তি পাওয়া যায় না।এবারের মহালয়াও ঠিক তেমনি কেটেছে।মহালয়া উপলক্ষে আমার মেয়ে একটি মা দুর্গার গান কভার করেছে সেই গানটি আপনাদের সাথে শেয়ার করছি আশাকরি আপনাদের ভালো লাগবে।

IMG_20241002_210629.jpg

মহালয়ার ভোরে মহিষাসুরমর্দ্দিনী প্রভাতী বেতার অনুষ্ঠানের দূর্গা পূজার আগমনী গান জাগো তুমি জাগো দূর্গা গানের লিরিক্স লিখেছেন বাণীকুমার (বৈদ্যনাথ ভট্টাচার্য) এবং গানটি মূলত গেয়েছেন দ্বিজেন মুখার্জী। জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী গানটির সুর দিয়েছেন পঙ্কজ কুমার মল্লিক।

লিরিক্স

জাগো, তুমি জাগো,
জাগো-দূর্গা, জাগো দশপ্রহরণধারিণী,
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো।
জাগো, তুমি জাগো,
জাগো দূর্গা, জাগো দশপ্রহরণধারিণী,
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো।
জাগো-তুমি জাগো ..

প্রণমি বরদা, অজরা অতুলা
প্রণমি বরদা, অজরা অতুলা,
বহু-বলধারিণী রিপুদলবারিণী জাগো মা।
শরণময়ী চন্ডিকা শংকরী জাগো,
জাগো মা,
জাগো-অসুরবিনাশিনী, তুমি জাগো।

জাগো, তুমি জাগো,
জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী,
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো।
জাগো, তুমি জাগো..

ভিডিও লিংক

অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির অভ্যুদয় হোক এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি।

IMG_20230307_020842.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি "বৃষ্টি চাকী" নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে। আর ভালো লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভালো কাজের, ভালো ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHVdhPxpzZmxMRjum3UCUidUNsZ38uqhr1mSb5xwkZ13qybC6Wsi14vWfTfa3THnQ53W7Lg654hm98NFkbaXeWLDoZQGBiC7pM2UN.jpeg

Xodzbzq3oX49atkSEMVhiMenZz4orzwA6quKH1Zq6ChSetgR6uZ1zmJYbq2sAp31zfbxHf9rPTB1VGisy93QJHFczbCSXe11QnHPCJgxxe76JCZ67fVJ1wQiDSFnduaRGU7KhkUMoa5CiPsi9SfBSfWGu5n7mKwMCc7VpTrmj2y7KmxAEAgSwXcJ6S426pmQ88mgdsLHciqRWY5HBgA7Rozg9iFrnjAbLjWv.png

Sort:  
 last month 

প্রত্যেকটা হ্যাংআউটে আপনার মেয়ের গলায় গান শুনে আমি মুগ্ধ হয়ে যাই।আপনার মেয়ে অনেক সুন্দর ভাবে গান গায়।আপনার মেয়ের কন্ঠ জাস্ট অসাধারণ।মহালয়া উপলক্ষে আপনার মেয়ের কন্ঠে এত সুন্দর একটি গান শুনতে পেয়ে খুবই ভালো লাগলো। যদিও গানটি আপনাদের ধর্মের তাও গানটি শুনে আমার অনেক ভালো লাগলো।আপনার মেয়ের কন্ঠে গানটি যেন জীবিত রূপ ধারণ করেছে।পরিশেষে আপনাদের মহালয়ার শুভেচ্ছা রইল।

 last month 

আপনাকেও শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ভাইয়া।আজকের গান টি আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া।দোয়া করবেন ভাইয়া আগামীতে যেনো আরও অনেক ভালো ভালো গান আপনাদের শোনাতে পারে।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।❤️

 last month 

এই গানগুলো শুনলে আসলে দিদি মনের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। মনে হয় এক বছর পর আমাদের হিন্দু ধর্মের সব থেকে বড় উৎসব, দুর্গাপুজো চলে এসেছে। নতুন করে আপনার মেয়ের কন্ঠের প্রশংসা করার কিছু নেই। বরাবরই তার কন্ঠে গান আমার খুব ভালো লাগে। আর আজকের গানটা তো আমার অনেক বেশি পছন্দের। সত্যি কথা বলতে, পুরো গানটাই খুব মনোযোগ সহকারে শুনলাম।

 last month 

ঠিক তাই দাদা এই ধরণের গান শুনলে খুব ভালো লাগে শান্তি লাগে।একটা বছর অপেক্ষার পর আবার মা আসছে..মা যেনো সবকিছুর মঙ্গল করে।গানটি মনোযোগ সহকারে শোনা এবং সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।❤️

 last month 

মহালয়ার দিন ভোর বেলায় উঠে বর্ষা মামনি দারুন গান করেছে। বর্ষা মামনির কন্ঠে গান শুনতে আমাদের সবারই অনেক ভালো লাগে। দেখতে দেখতে পুজো প্রায় চলেই এলো আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 69984.84
ETH 2469.68
USDT 1.00
SBD 2.37