সুজি- সাবুদানার ক্ষীর shy-fox 10% | abb-school 5%

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

আজ আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সাধারণত আমরা বাসায় সুজির হালুয়া বা সাবুদানার পায়েস রান্না করে খেয়ে থাকি বাচ্চারা একঘেয়েমি কোন খাবারই খেতে চায় না তাই আজ একই উপকরণ দিয়ে একটু ভিন্ন ভাবে ক্ষীর রান্না করেছি সেই রেসিপি টি শেয়ার করবো আপনাদের সাথে।
IMG_20220713_183752.jpg

উপকরণ

দুধ ১ লিটার

হাফ কাপ সাবুদানা

দুই টেবিল চামচ সুজি

এক কাপ চিনি

দুই টেবিল চামচ ঘি

কাজুবাদাম পেস্তা বাদাম কিসমিস

ছোট এলাচ তেজপাতা
PhotoCollage_1657715970818.jpg

প্রথম ধাপ

হাফ কাপ সাবুদানা ভালো করে ধুয়ে সামান্য জল দিয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রেখেছি।
IMG_20220713_150938.jpg

দ্বিতীয় ধাপ

চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কার মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে বাদাম গুলো হালকা আঁচে সোনালী কালার করে ভেজে নিলাম।
PhotoCollage_1657716007162.jpg

তৃতীয় ধাপ

কড়াইয়ে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে এলাচ তেজপাতা দিলাম গুলো দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে তারমধ্যে সুজি দিলাম কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নিলাম।
PhotoCollage_1657716030072.jpg

চতুর্থ ধাপ

সুজি ভাজা হয়ে গেলে আগে থেকে জ্বাল দেওয়া দুধ গুলো ঢেলে দিলাম অনবরত নাড়তে থাকলাম যাতে সুজি দলা পাকিয়ে না যায়। বলক উঠলে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা গুলো দিয়ে দিলাম।
PhotoCollage_1657716060665.jpg

চতুর্থ ধাপ

সাবুদানা দিয়ে খুব ভালো নাড়তে থাকলাম,সাবুদানা সিদ্ধ হলে দুধ কিছুটা কমে আসলে ভেজে রাখা বাদাম কিসমিস গুলো দিয়ে দিলাম।
PhotoCollage_1657716081152.jpg

পঞ্চম ধাপ

অনবরত নাড়তে থাকলাম দুধ ঘন হয়ে আসলে এক কাপ চিনি দিলাম ভালো ভাবে চিনি মিশিয়ে নিলাম আরও কিছুক্ষণ হালকা আঁচে জ্বাল দিলাম আর নাড়তে থাকলাম।
PhotoCollage_1657716102314.jpg

ষষ্ঠ ধাপ

নাড়তে নাড়তে দুধ শুকিয়ে হলুদ কালার হলে ক্ষীরের মতো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিলাম।
PhotoCollage_1657716120279.jpg

শেষ ধাপ

একটি বাটিতে ঢেলে নিয়ে উপর দিয়ে কিছু বাদাম কুঁচি ছড়িয়ে দিয়ে পরিবেশনের জন্য রেডি সুজি-সাবুদানার ক্ষীর
IMG_20220713_183752.jpg

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোন সময় অন্য কোন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

সুজি ও সাবুদানার ক্ষীর খুবই লোভনীয় হয়েছে। দেখে খুব খেতে ইচ্ছে করছে। আপনি খুব সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন। আর খুব সুন্দর করে পরিবেশন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। চলে আসেন আপু দাওয়াত রইল। দোয়া করবেন। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল আপু।

 2 years ago 

সুজি- সাবুদানার ক্ষীর আসলে অনেক চমৎকার হয়েছে। এরকম তরল দুধ দিয়ে তৈরি করা যেকোনো রেসিপি আমার অনেক ভালো লাগে। খেতে দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে আপ্যায়নে এরকম রেসিপি অতুলনীয়।

 2 years ago 

এরকম ইউনিক রেসিপি দেখে সবার লোভ লেগে যাবে। সত্যি বলছি ভীষণ ভালো হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু হবে। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি খুবই ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন। আপনার এই রেসিপিটি দেখে আমার খুবই লোভ লেগে গেছে। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল ‌‌।

 2 years ago 

খুবই মজাদার একটি সুজি সাবুদানার ক্ষীর তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন রেসিপিটি আমার কাছে অনেক বেশি লোভনীয় লেগেছে। এত মজাদার একটি রেসিপি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 67190.56
ETH 2617.59
USDT 1.00
SBD 2.67